বাংলাদেশ লিগের সেরা স্ট্রাইকার চলে যাচ্ছেন ভারতে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের সর্বশেষ দুই মৌসুমে আলো ছড়িয়েছেন রাফায়েল ওদোইনফাইল ছবি প্রথম আলো

অনেক বছর পর আইলিগে ফিরে বাংলাদেশের দিকে নজরটা ভালোই দিয়েছে কলকাতা মোহামেডান। গত সপ্তাহে গুঞ্জন ছিল জামাল ভূঁইয়াকে ঘিরে। বাংলাদেশ দলের অধিনায়কের সঙ্গে নাকি কথা বলেছে কলকাতার ঐতিহ্যবাহী ক্লাবটি।

সেই গুঞ্জন থেমে যাওয়ার আগেই বাংলাদেশের প্রিমিয়ার লিগের সর্বশেষ দুই মৌসুমের সর্বোচ্চ গোলদাতা রাফায়েল ওদোইনকে নিয়ে যাচ্ছে তারা। সর্বশেষ মৌসুমে শেখ রাসেলে খেলেছেন ২৭ বছর বয়সী নাইজেরিয়ান এই স্ট্রাইকার।

২০১৭ সালে শুরু করার পর বাংলাদেশে পূর্ণাঙ্গ দুই মৌসুম খেলেছেন রাফায়েল। বাতিল হয়ে যাওয়া লিগ ধরলে তিন মৌসুম খেলেছেন। প্রথমবার শেখ জামালে খেলার পর দুই মৌসুম খেলেছেন শেখ রাসেলে। ২০১৭-১৮ ও ২০১৮-১৯ মৌসুমে লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। এর মধ্যে প্রথমবার সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন যৌথভাবে।

শেখ জামালের জার্সিতে ১৫ গোল করার পরই তাঁকে দলে ভেড়ায় শেখ রাসেল। সে দলের জার্সিতেও ২২ গোল করেও সর্বোচ্চ গোলদাতা। গত বাতিল হয়ে যাওয়া লিগে ৪ ম্যাচে গোল করেছিলেন ২টি। এমন স্ট্রাইকারকে কোন দলই-বা না চায়! আগামী মৌসুমে আইএসএল খেলার জন্য উদ্‌গ্রীব হয়ে থাকা মোহামেডান তাঁকে নিয়ে ফরোয়ার্ড লাইনটা করেছে শক্তিশালী।

সর্বশেষ মৌসুমে শেখ রাসেলে খেলেছেন রাফায়েল ওদোইন
ফাইল ছবি প্রথম আলো

বাংলাদেশে দ্বিতীয় মৌসুমে ২২ গোল করেছেন। বাতিল হয়ে যাওয়া মৌসুমে ৩০ গোলের লক্ষ্যের কথা জানিয়েছিলেন। কিন্তু শুরুটা ভালো হয়নি। চোটের কারণে লিগের প্রথম দুটি ম্যাচ খেলতে পারেননি। পরের চার ম্যাচ খেলে গোল করেছিলেন দুটি। পরে তো করোনার কারণে লিগ স্থগিত করে দেওয়া হলো। সে স্থগিতাদেশ স্থায়ী হয়ে বাতিলই হয়ে গেছে প্রিমিয়ার লিগ।

নভেম্বরে নতুন মৌসুম শুরু হলেও আপাতত বাংলাদেশে আর দেখা যাচ্ছে না রাফায়েলকে। কলকাতা মোহামেডানে যোগ দেওয়ার খবরটি প্রথম আলোকে নিশ্চিত করেছেন নিজেই , ‘আমি কলকাতা মোহামেডানে যোগ দিতে যাচ্ছি।’ তাঁর শূন্যস্থান পূরণ করতে কাকে নেবে শেখ রাসেল? ক্লাবের ক্রীড়া পরিচালক সালেহ জামান সেলিম দুশ্চিন্তামুক্ত করেছেন ক্লাব সমর্থকদের, ‘আমরা নতুন চার বিদেশি ফুটবলার আনতে যাচ্ছি।’