বাজারে টাকা ওড়াবে সৌদি যুবরাজের ক্লাব

এখনো জয় পায়নি নিউক্যাসলছবি: রয়টার্স

যেভাবে চলছে, তাতে বিশ্বের সবচেয়ে ধনী মালিকের ক্লাব চ্যাম্পিয়নস লিগ নয়, আগামী মৌসুমে চ্যাম্পিয়নশিপ খেলতে হবে। এ মৌসুমেই নিউক্যাসল ইউনাইটেডকে কিনে নিয়েছে সৌদি যুবরাজের মালিকানাধীন কনসোর্টিয়াম। প্রাচ্যের ধনকুবেরদের অর্থে ধনবান হয়ে ইউরোপের ফুটবলে পরাশক্তি হয়ে উঠেছে পিএসজি ও ম্যানচেস্টার সিটি। এ দুই দলের মালিকের চেয়ে অর্থবিত্তে বহু এগিয়ে সৌদি যুবরাজ।

এই অর্থে একের পর এক তারকা এনে পুরোনো গৌরব ফিরে পাবে নিউক্যাসল, খেলবে চ্যাম্পিয়নস লিগ। এমন স্বপ্ন দেখছিলেন দলটির সমর্থকেরা। কিন্তু এই মৌসুমে প্রথম ১৪ ম্যাচে মাত্র ৭ পয়েন্ট পেয়ে প্রিমিয়ার লিগে একদম তলানিতে দলটি। এই অবস্থা কাটাতে জানুয়ারির দলবদলকে লক্ষ্য বানিয়েছে নিউক্যাসল। শীতকালীন দলবদলে যা অভাবনীয় তাই ঘটাতে যাচ্ছে তারা, ২০ থেকে ৩০ কোটি পাউন্ড খরচ করে দল সাজাবে তারা।

সৌদি যুবরাজ ইংলিশ ফুটবল ক্লাব নিউক্যাসল কিনে নেওয়ার পর সমর্থকদের উল্লাস
ফাইল ছবি: এএফপি

স্টিভ ব্রুসের অধীনে লিগ শুরু করেছিল নিউক্যাসল। মৌসুমের এক-পঞ্চমাংশ যেতে না যেতেই মালিকানা বদলে যাওয়ার খবর পেয়েছেন ব্রুস। সঙ্গে সঙ্গে চাকরি হারানোর শঙ্কা পেয়ে বসেছিল তাঁকে। পরাশক্তি হতে চাওয়া কোনো ক্লাব তাঁকে কোচ হিসেবে রাখবে না, এটা বুঝতে পেরেছিলেন। আর মাঠের পারফরম্যান্সও তাঁর ছিল যাচ্ছেতাই। লিগ কাপে প্রথম ম্যাচেই হেরে বিদায় নিয়েছে নিউক্যাসল। আর লিগে ৮ ম্যাচের ৫টিতেই হার। ড্র করেছেন তিনটি।

এডি হাও দলের ফর্ম ফেরাতে পারেননি এখনো
ছবি: রয়টার্স

অন্তর্বর্তী কোচের পর এখন দায়িত্ব নিয়েছে এডি হাও। তাঁর অধীনেও খুব একটা ভালো নেই নিউক্যাসল। দুই ম্যাচের একটি ড্র করেছেন, অন্যটি হেরেছেন। প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত সাতটি ম্যাচ ড্র করা নিউক্যাসল হেরেছে বাকি সাত ম্যাচে। লিগে অন্য সব দলই অন্তত এক ম্যাচ হলেও জিতেছে। এভাবে চলতে থাকলে অবনমন হবে নিউক্যাসল। ৩০ কোটি পাউন্ডের বেশি বিনিয়োগ করে একটি ক্লাব কেনার পর এমন ভাগ্য কে মানতে চায়। তাই নতুন মৌসুমের জন্য অপেক্ষা না করে আসছে জানুয়ারিতেই দলবদলে বড় অঙ্ক খরচ করবে নিউক্যাসল।

চেলসি ও লিভারপুলে খেলা সাবেক মিডফিল্ডার জো কোলের অন্তত এমনটাই ধারণা। আমাজন প্রাইম ভিডিওকে বলেছেন, ‘ওরা জানুয়ারিতে ২০ থেকে ৩০ কোটি পাউন্ড খরচ করবে। তারা এখানে মজা করতে আসেনি। আমাদের দেখা সবচেয়ে ধনী মালিক ওরা, এবং আমার ধারণা জানুয়ারিতে ওরা টাকা ওড়াবে। আমার ধারণা চার বা পাঁচটা খেলোয়াড় দলে ঢুকবে। একবার একটা জয় পেলে এবং থিতু হলেই ওরা খেলা শুরু করবে।’