বান্ধবীর 'জাদুটোনায়' চাকরি হারিয়েছেন এমেরি!

যখন দুজন একসঙ্গে ছিলেন। ছবি: ইনস্টাগ্রাম
যখন দুজন একসঙ্গে ছিলেন। ছবি: ইনস্টাগ্রাম

উনাই এমেরির আর্সেনালের চাকরি হারানোর কারণ কী? আর্সেনালের বাজে পারফরম্যান্স, বিরক্তি ধরানো ফুটবল আর লিগের শীর্ষ চারে থাকতে না পারার ব্যর্থতার কথাই মাথায় আসে এ প্রশ্নের উত্তরে। তবে এমেরির ধারণা ভিন্ন। এই স্প্যানিশ কোচের ধারণা, তাঁর সাবেক বান্ধবীর ‘জাদুটোনা’ই তাঁর এ দুর্ভাগ্যের কারণ।

আর্সেন ওয়েঙ্গারের পর আর্সেনালকে নতুন যুগে নেওয়ার দায়িত্ব পেয়েছিলেন এমেরি। কিন্তু টিকেছেন মাত্র ১৮ মাস। শুরুটা ভালো করলেও ধীরে ধীরে উল্টো পথে হেঁটেছেন এমেরি। ওয়েঙ্গার যে অবস্থায় রেখে গিয়েছিলেন ক্লাবকে, তার চেয়েও বাজে পরিস্থিতিতে আর্সেনালকে নিয়ে যাচ্ছিলেন এমেরি। ফলে তাঁকে ছাটাই করেছে গানাররা। গত ডিসেম্বরে চাকরি হারানোর দায় সাবেক বান্ধবী সাচা রাইটের কাঁধে ফেলেছেন এমেরি।

চাকরি হারানোর কয়েক মাস আগেই সাচার সঙ্গে সম্পর্ক ছেদ করেছেন এমেরি। চাকরি হারানোর পর আবার সাচার সঙ্গে সম্পর্ক গড়েছেন। এ ব্যাপারে ট্যাবলয়েড সানকে সাচা রাইট জানিয়েছেন, ‘চাকরি হারানোর জন্য আমাকেই দোষী বানিয়েছে সে। তার দাবি আমি নাকি জাদুটোনা করি, আমার কারণেই তার এত দুর্ভাগ্য। সে বলেছে, “যে দিন আমাদের সম্পর্কচ্ছেদ হলো সেদিন থেকেই আমরা (আর্সেনাল) হারতে শুরু করেছি।” আমাকে বলেছে সে এত চাপে ছিল যে বিচ্ছেদের পর থেকে ওর মাথা কাজ করছিল না।’

সেভিয়া ও প্যারিস সেইন্ট–জার্মেইয়ে সাফল্যভরা সময় কাটানো এমেরির সঙ্গে কীভাবে পরিচিত হয়েছিলেন সেটা জানিয়েছেন সাচা, ‘২০১৮ সালে আমাদের পরিচয়। আমরা প্রথমে চ্যাটিং করি। আমি ফুটবল অনুসরণ করিনা তাই সে আসলে কে, কোনো ধারণা ছিল না। সে বলেছিল খেলায় কাজ করে এবং লন্ডনে মাত্রই এসেছে তাই তাঁর ইংলিশ এত খারাপ। আমাকে ডেটের প্রস্তাব দেয় কিন্তু ব্যস্ত কোথাও যেতে চায়নি। তার বাসায় ডেকেছিল কিন্তু আমি মানা করে দিয়েছি। পরে একটি ইতালিয়ান রেস্টুরেন্টে দেখা করেছি। যখন পৌছালাম, তখনই বুঝতে পেলাম সে কতটা গুরুত্বপূর্ণ। কারণ, রেস্টুরেন্ট বন্ধ করার সময় হলেও তারা খোলা রেখেছিল তার জন্য।’

চাকরি হারানোর পর এমেরি ডিসেম্বরে আবার সম্পর্ক গড়েছিলেন সাচার সঙ্গে। কিন্তু মার্চে আবার সম্পর্কচ্ছেদ হয়েছে তাঁদের।