বার্নাব্যুতে আরও একটি জাদুকরী রাতের অপেক্ষা

বার্নাব্যুতে জাদুকরী রাতের প্রত্যাশা আনচেলত্তিরছবি: রয়টার্স

পিএসজি জানে ব্যথাটা কেমন। ব্যথাটা টের পেয়েছে চেলসিও। ম্যানচেস্টার সিটিকেও কি একই অভিজ্ঞতা দেবে সান্তিয়াগো বার্নাব্যু?

রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির প্রত্যাশা তেমনই। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে কাল সিটির মাঠে ৪-৩ গোলে হেরে গেলেও এখনো ভালোভাবেই ফাইনালের আশা বেঁচে আছে রিয়ালের। আশাটা বাস্তবে রূপ নিতে কী দরকার? আনচেলত্তির চোখে, দরকার 'বার্নাব্যুতে আরেকটি জাদুকরী রাত।'

লড়াইটা দারুণ করেছে রিয়াল
ছবি: রয়টার্স

'আমাদের প্রস্তুত থাকতে হবে। বার্নাব্যুতে আরেকটি জাদুকরী রাতের দেখা পেতে লড়ব আমরা' - আগামী ৪ মে-র দ্বিতীয় লেগ ঘিরে আনচেলত্তির প্রত্যাশা।

নিজেদের মাঠটাকে ঘিরে রিয়ালের প্রত্যাশা, আত্মবিশ্বাস সবই একটু বেশি তো থাকবেই। আগের দুই লেগের ফলই দেখুন! পিএসজি, চেলসি - শেষ ষোলো আর কোয়ার্টার ফাইনালে দুই দলের বিপক্ষেই রিয়াল বার্নাব্যুতে লিখেছে অসাধারণ প্রত্যাবর্তনের গল্প।

বার্নাব্যুতে রোমাঞ্চটা থাকছেই
ছবি: রয়টার্স

সিটির বিপক্ষেও সে গল্প লিখতে হলে অনশ্য একটা উন্নতির দিক এখনই চিহ্নিত করে রেখেছেন আনচেলত্তি - রক্ষণ। কাল ইতিহাদে রিয়াল যে মাত্র চার গোল খেয়েছে, সে-ই ভাগ্য। বারেবারে যেভাবে সিটি গোলের সুযোগ তৈরি করেছিল!

আনচেলত্তি তাই বলছেন, "শুরুটা খুব বাজে হয়েছে আমাদের। একটু বেশিই গা এলিয়ে দিয়েছিলাম। দুটি গোল খেয়েছি যেগুলো আরেকটু মনোযোগ ঠিক থাকলে এড়ানো যেত। শেষ পর্যন্ত ম্যাচে ছিলাম, লড়েছি। তবে আমাদের রক্ষণটা আরও ভালো করতেই হবে। আমরা বল পায়ে ভালো করেছি, সুযোগ তৈরি করেছি। তবে দ্বিতীয় লেগে আমাদের রক্ষণে উন্নতি আনতে হবে।'

আর পিএসজি, চেলসির অভিজ্ঞতা বলে, বেনজেমাকেও চেনা ছন্দে দরকার পড়বে রিয়ালের। কালও দুই গোল করে রিয়ালের আশা বাঁচিয়ে রেখেছেন তিনিই। আনচেলত্তির মুখে তো বেনজেমা-স্তুতিই থাকবে, 'করিম অসাধারণ খেলেছে। পেনাল্টিটা ওভাবে নেওয়ার মতো সাহস দেখিয়েছে!'

বেনজেমার সাহসে ভর করেই তো মৌসুমটাতে রিয়ালের পথচলা!