বার্সা ম্যাচের আগে নেইমারদের চিন্তা আর্জেন্টাইন তারকা

বার্সা ম্যাচের আগে দি মারিয়ার চোটই বড় দুশ্চিন্তা পিএসজির
ছবি: এএফপি

কিছুদিন পরেই চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে লড়বে দুই ‘হেভিওয়েট’ বার্সেলোনা ও পিএসজি। লিগের পাশাপাশি এই দুই দলকে সে লড়াই নিয়েও এখন মাথা ঘামাতে হচ্ছে। গত রাতে বার্সেলোনা-পিএসজি নিজেদের লিগ ম্যাচে মাঠে নেমে যেন কয়েকটা জায়গায় মিলে গেল একই বিন্দুতে!

হ্যাঁ, দুই দলই তাঁদের নিজ নিজ ম্যাচ জিতেছে। বার্সেলোনা ৩-২ গোলে হারিয়েছে বেতিসকে। এদিকে, ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে আর আর্জেন্টাইন স্ট্রাইকার মাউরো ইকার্দির দুই গোলে অলিম্পিক মার্শেইকে বেশ হেসেখেলেই হারিয়েছে পিএসজি। দুই দলেরই মূল লাতিন তারকা ম্যাচের মূল একাদশে ছিলেন না। দুজনই পরে নেমেছেন। মেসি যেখানে পরে নেমে দলকে টেনে তুলেছেন, নেইমারকে অত কিছু করতে হয়নি। তবে ম্যাচের শুরুতেই দুই দলের দুই খেলোয়াড় চোটে পড়ে কোচের চিন্তা বাড়িয়ে দিয়েছেন।

পিএসজি জিতেছে হেসেখেলেই।
ছবি: এএফপি

বার্সেলোনা-ম্যাচের শুরুতেই চোটে পড়েছেন উরুগুইয়ান সেন্টারব্যাক রোনালদ আরাউহো। যেটি কোচ রোনাল্ড কোমানের জন্য যথেষ্ট চিন্তার। কিন্তু সেদিক দিয়ে পিএসজির কোচ মরিসিও পচেত্তিনো চিন্তিত অনেক বেশি। চোটে যে পড়েছেন দলের অন্যতম মূল তারকা আর্জেন্টাইন উইঙ্গার আনহেল দি মারিয়া! ম্যাচের ১১ মিনিটেই মাংসপেশির চোটে মাঠ থেকে বিদায় নিয়েছেন তিনি। তাঁর জায়গায় বাকি ম্যাচ খেলছেন স্প্যানিশ উইঙ্গার পাবলো সারাবিয়া।

দারুণ এক গোলে পিএসজিকে এগিয়ে দিয়েছিলেন এমবাপ্পে।
ছবি: এএফপি

স্বদেশি দি মারিয়াকে ছাড়া বার্সেলোনা-ম্যাচে কীভাবে জেতা যায়, পচেত্তিনোর ভাবনা এখন এটিই।

তবে দি মারিয়া থাকুন আর না-ই থাকুন, গত রাতে পিএসজির জিততে সমস্যা হয়নি মোটেও। মাঠ থেকে উঠে যাওয়ার আগেই এমবাপ্পেকে দিয়ে দুর্দান্ত এক গোল করিয়েছেন দি মারিয়া। প্রতি-আক্রমণে পেশাদার স্প্রিন্টারের মতো ছুটে গিয়ে করা এমবাপ্পের ফিনিশিং ফুটবলপ্রেমীদের চোখে লেগে থাকবে বহুদিন। ২৪ মিনিটে ইতালিয়ান রাইটব্যাক আলেসসান্দ্রো ফ্লোরেঞ্জির ক্রসে মাথা ছুঁইয়ে দুর্দান্ত এক গোল করেন আর্জেন্টাইন স্ট্রাইকার ইকার্দি। পরে জেতার জন্য আর বাড়তি কিছু করা লাগেনি পিএসজির।

পরে মার্শেইর হতাশা বাড়িয়েছেন দলের ফরাসি মিডফিল্ডার দিমিত্রি পায়েত, লাল কার্ড দেখে। চলতি মাসের ১৬ তারিখের আগে দি মারিয়া সুস্থ হয়ে উঠলেই হয়।