বার্সাকে কাঁচকলা দেখাতে আর চার গোল চাই সুয়ারেজের

আতলেতিকোতে সুয়ারেজ দারুণ ফর্মে আছেন।ছবি: রয়টার্স

অথচ গত মৌসুমের শেষেই কেমন অপাঙ্‌ক্তেয় হয়ে পড়েছিলেন এই লুইস সুয়ারেজ!

বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে সেই লজ্জাজনক ৮-২ গোলের হারের পর লুইস সুয়ারেজকে দলে না রাখার ব্যাপারে মোটামুটি সিদ্ধান্তই নিয়ে ফেলে বার্সেলোনা। নতুন কোচ রোনাল্ড কোমান এসে জানিয়ে দেন, বর্ষীয়ান এই স্ট্রাইকার তাঁর পরিকল্পনায় নেই। সুয়ারেজের শেষ দেখে ফেলেছিলেন তখন অনেকে।

বার্সার মতো দল তাঁকে পারলে একদম ফ্রি-তে ছেড়ে দিচ্ছে—বড় কোনো দল তাঁকে নিতে আগ্রহী হবে কি না, হলেও বার্সেলোনায় থাকার সময়ের মতো আকাশচুম্বী বেতন সুয়ারেজ পাবেন কি না, হাজারো প্রশ্ন ছিল তখন। অথচ মাস চারেক যেতেই কী সুন্দরভাবে পাশার দান বদলে গেল ৩৩ বছর বয়সী উরুগুয়াইন স্ট্রাইকারের জন্য!

বার্সেলোনারই লিগ প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদে নাম লিখিয়েছেন সুয়ারেজ, দিয়েগো সিমিওনের অধীনে আলোও ছড়াচ্ছেন। আর সেখানেই নিজের ভাগ্যের চাকা আরেকবার ভালোভাবে ঘুরিয়ে দিয়েছেন পোড় খাওয়া এই স্ট্রাইকার। জানা গেছে, প্রথমে তুলনামূলকভাবে কম বেতনে আতলেতিকোতে যোগ দিলেও একটা বিশেষ কারণে আর কিছুদিনের মধ্যেই সুয়ারেজের বেতন বাড়ছে অনেক।

মেসি ও সুয়ারেজ মাঠের বাইরেও ছিলেন ভালো বন্ধু।
ছবি: ইনস্টাগ্রাম

কী সেই কারণ? জানা গেছে, সুয়ারেজের সঙ্গে চুক্তি করার আগে আতলেতিকো একটা শর্ত দিয়েছিল—মৌসুমে সুয়ারেজ ১৫টির বেশি গোল করলেই তাঁর বেতন বাড়াবে মাদ্রিদের ক্লাবটা। সেই শর্তে উদ্দীপ্ত হয়েই কি না, এই মৌসুমের শুরু থেকেই সেই হার-না-মানা সুয়ারেজকে দেখা যাচ্ছে আবার। যে সুয়ারেজ হারতে জানেন না, পিছু হটতে জানেন না, জানেন ডিফেন্ডারদের জীবন তটস্থ করে রাখতে। এর মধ্যেই লিগে ১৪ ম্যাচে ১১ গোল হয়ে গেছে সুয়ারেজের। অর্থাৎ আর ৪ গোল করলেই বাড়তি বেতন পাওয়া শুরু করবেন সুয়ারেজ।

কিন্তু বাড়তি বেতনের মাত্রাটা কতটুকু, সেটা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। অনেকের মতে, ১৫ গোলের বাধা পেরোতে পারলে সুয়ারেজ আতলেতিকোতে যা কামাই করবেন, তা বার্সেলোনাতেও কখনো করতে পারেননি!

বার্সায় থাকতে শোনা যেত, প্রতি সপ্তাহে প্রায় ২ লাখ ৯০ হাজার পাউন্ড করে পান ‘লুইসিতো।’ স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার কথা সত্যি হলে আর মাত্র ৪ গোল করতে পারলেই অমন অঙ্ক বা তার চেয়েও বেশি অঙ্কের বেতন পাওয়া শুরু করবেন সুয়ারেজ।

বার্সা তাঁকে হারিয়ে আক্ষেপে পুড়ছে নিশ্চিত। সুয়ারেজকে নিয়ে আতলেতিকো যেখানে স্প্যানিশ লিগের শীর্ষে, বার্সা লিগের তিন নম্বরে। আতলেতিকোর (১৭ ম্যাচে ৪৪ পয়েন্ট) চেয়ে এক ম্যাচ বেশি খেলেও ১০ পয়েন্ট পিছিয়ে কোমানের দল।

লিওনেল মেসি চোটের সঙ্গে যুঝেও খেলছেন, কিন্তু আর্জেন্টাইন ফরোয়ার্ড ছাড়া বার্সার এই মুহূর্তে নিয়মিত গোল করার মতো স্ট্রাইকারের অভাব। মেসি ১৪ গোল করেছেন, ৪টি গোলে সহায়তা করেছেন। গোলের হিসাবে বার্সায় দ্বিতীয় আঁতোয়ান গ্রিজমানের গোল ৭টি, করিয়েছেন ৪টি। তিনে ওসমান দেম্বেলে, তাঁর গোল ৫টি, করিয়েছেন ৩টি।

বার্সা কি সুয়ারেজকে ছেড়ে আক্ষেপে পুড়ছে? হয়তো! সুয়ারেজও হয়তো এখন উল্টো আনন্দ পাচ্ছেন, বার্সার অপমানের শোধ নিতে পারছেন বলে। লিগটা জিতে গেলে আনন্দটা আরও বাড়বে নিশ্চিত!