বার্সার অভিমান, তাদের ব্যবহার করেছেন নেইমার

বার্সার জার্সিতে দুজনকে এভাবে দেখার স্বপ্নটা শেষ।এএফপি ফাইল ছবি

প্রতি মৌসুমেই নাটকটা ফিরে আসত। জনপ্রিয় টিভি সিরিজের মতোই নতুন নতুন পর্ব নিয়ে সবাইকে মন্ত্রমুগ্ধ করে রাখতেন। সেটা নেইমারের দলবদল নাটক। ২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজি যাওয়ার পর থেকেই শুরু হয়েছে সে নাটক। দলবদলের মৌসুম পর্যন্ত অপেক্ষা করতে হতো না, এমনিতেই কয়েক দিন পরপর নেইমারের বার্সেলোনায় ফেরার গুঞ্জন শুরু হতো। গত দলবদলে করোনা সংক্রমণ ফুটবল বিশ্বকে আর্থিকভাবে দুর্বল করে দেওয়াতেই শুধু সেভাবে শোনা যায়নি এই গুঞ্জন।

কিন্তু ২০২০ পেরিয়ে ২০২১-এ চলে আসতেই ফিরে এসেছিল গুঞ্জন। হোয়ান লাপোর্তা বার্সেলোনার সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় আবার নেইমারের বার্সা ফেরার গুঞ্জন উঠেছিল। পিএসজির সঙ্গে চুক্তির আর মাত্র এক বছর বাকি থাকায় ক্লাবকে নাকি চাপ দেবেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড—এমনই শোনা যাচ্ছিল। আগামী মৌসুমে মেসির সঙ্গে খেলার ইচ্ছার কথা তো নেইমার আগেই জানিয়ে রেখেছিলেন। সে ইচ্ছা নাকি বার্সাতেই পূরণ করার ইচ্ছা তাঁর।

গতকাল সেসব গুঞ্জনে জল ঢেলে দিয়েছেন নেইমার। আরও চার বছর পিএসজিতে থাকার কথা চূড়ান্ত করে চুক্তি নবায়ন করেছেন। এ খবরে অগণিত বার্সেলোনা সমর্থকের মন খারাপ তো হয়েছেই, ক্ষিপ্ত হয়েছে ক্লাবটির কর্মকর্তারা। কারণ, তাঁদের ধারণা, বার্সেলোনার নাম ব্যবহার করে পিএসজির কাছ থেকে আরও ভালো আর্থিক প্রণোদনা নিশ্চিত করেছেন নেইমার!

পিএসজিতেই থাকছেন নেইমার।
ফাইল ছবি : রয়টার্স

দলবদলের মৌসুম শুরু হওয়ার আগেই নেইমারের দলবদলের গুঞ্জন শেষ করে দিয়েছে পিএসজি। কাল এক আনুষ্ঠানিক বিবৃতিতে তাদের সে খবরে নেইমারের আনন্দের কথাও টের পাওয়া গেছে। বিবৃতিতে নেইমার বলেছেন, ‘পিএসজির হয়ে এই যাত্রা আরও লম্বা করতে পেরে দারুণ আনন্দিত। আমি প্যারিসে ভালো আছি। এই দলের সদস্য হতে পেরে, এই খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে পেরে, এত ভালো কোচ ও এই ক্লাবের ইতিহাসের অংশ হতে পেরে আমি সত্যি গর্বিত। এ সবকিছুই দারুণ এই প্রকল্পে বিশ্বাস রাখতে সাহায্য করছে। এখানে মানুষ, ব্যক্তি ও খেলোয়াড় হিসেবে আমি আরও পরিণত হয়েছি। তাই আমি চুক্তি নবায়ন করতে পেরে খুশি এবং আশা করি আরও অনেক শিরোপা জিতব এখানে।’

ফ্রান্সের সংবাদমাধ্যমের দাবি, বার্ষিক ৩ কোটি ইউরো বেতনের চুক্তি করেছেন নেইমার। সে সঙ্গে একটি শর্তও রাখা হয়েছে নতুন চুক্তিতে। পিএসজিকে চ্যাম্পিয়নস লিগ জেতাতে পারলেই মিলবে বিশাল অঙ্কের বোনাস। এদিকে নেইমারের এভাবে পিএসজিতেই থেকে যাওয়ার খবর চমকে দিয়েছে বার্সেলোনাকে। কারণ, গত সপ্তাহেও নাকি নেইমার বার্সেলোনায় ফেরার স্বপ্নের কথা শুনিয়েছেন কাতালানদের!

মেসি ও নেইমারকে অন্তত এভাবে আর দেখা যাবে না বার্সেলোনায়।
ফাইল ছবি : রয়টার্স

কাতালান রেডিও আরএসিওয়ান জানিয়েছে, গত সপ্তাহেই বার্সেলোনার পক্ষ থেকে একদল কর্মকর্তা গিয়েছিলেন প্যারিসে। সেখানে নেইমারের বার্সেলোনায় ফেরার ব্যাপারে আলোচনা হয়েছে। নেইমার নিজেই বার্সেলোনায় ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন।

কিন্তু সপ্তাহ পেরোনোর আগেই এভাবে নেইমারের পিএসজির সঙ্গে চুক্তি করে ফেলার ইঙ্গিত দিচ্ছে, বার্সেলোনায় আসলে ফেরার কোনো ইচ্ছাই ছিল না নেইমারের। বরং বার্সেলোনার নাম আর বার্সেলোনাকে তাঁর নামের সঙ্গে জড়িয়ে দলবদলের গুঞ্জন তৈরি করে পিএসজিকে চাপে রেখেছেন, যাতে বর্তমান ক্লাবের কাছ থেকে আরও দ্রুত তাঁর চাওয়া পূরণ করা চুক্তির প্রস্তাব পান। বার্সেলোনার কর্মকর্তাদের ধারণা এমনই, জানাচ্ছে আরএসিওয়ান।