বার্সায় আরও দুই বছর থাকছেন মেসি?
বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এই জুনে। তারপর কী হবে? এ নিয়ে জল্পনা–কল্পনার শেষ নেই। বার্সা অবশ্য মেসিকে ধরে রাখতে আত্মবিশ্বাসী।
হোয়ান লাপোর্তা সভাপতি হয়ে আসার পর সব সময়ই এ কথা বলে এসেছেন, কিছুদিন আগেও বলেছেন। মেসির পক্ষ থেকে এ নিয়ে টুঁ শব্দটি শোনা না গেলেও আজ ইতালিয়ান সংবাদকর্মী ফ্যাব্রিজিও রোমানোর এক টুইট দেখে সুখবর পাওয়ার সুবাস পেতে পারেন বার্সা সমর্থকেরা।
দলবদলের বাজারের সবার আস্থার জায়গা রোমানো টুইট করেন, ‘শেষ পর্যন্ত বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির চুক্তি নবায়ন হচ্ছে। বার্সা বোর্ড ও মেসির পক্ষ আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে ২০২৩ সালের জুন পর্যন্ত এই চুক্তির মেয়াদ ঘোষণা করার বিষয়ে “আত্মবিশ্বাসী”। চুক্তির শর্তাবলি নিয়ে দুই পক্ষই এখন “চূড়ান্ত বিষয়গুলো” ঠিক করছে।’
৩০ জুন বার্সার সঙ্গে মেসির বর্তমান চুক্তির মেয়াদ ফুরোবে। এই দিন–তারিখ বিবেচনায় নিলে বার্সার হাতে সময় খুব কম। এর আগে গুঞ্জন তৈরি হয়েছিল, বার্সার সঙ্গে চুক্তি নবায়ন না করলে ম্যানচেস্টার সিটি কিংবা পিএসজিতে যোগ দিতে পারেন মেসি।
কিন্তু রোমানো কিছুদিন আগে তাঁর ‘হিয়ার উই গো’ পডকাস্টে জানিয়েছিলেন, মেসির চুক্তি নবায়নে ‘বার্সা সব সময়ই আত্মবিশ্বাসী ছিল।’ তাঁর ভাষায় ‘এটা নাকি স্রেফ সময়ের ব্যাপার।’
২৪ জুন ৩৪ বছরে পা রাখেন মেসি। রোমানো এ নিয়ে পডকাস্টে জানিয়েছিলেন, ‘লিওনেল মেসির এজেন্ট, তার ভাই এবং তার বাবা বার্সেলোনায় থাকবেন জন্মদিন উদযাপন করতে। কিছু চূড়ান্ত বিষয় নিয়ে তারা আলোচনা করবেন। এটা একটু জটিল চুক্তিপত্র, যেখানে প্রচুর শর্ত রয়েছে। আমি যেটা জেনেছি, আনুষ্ঠানিক ঘোষণার দিন এখনো চূড়ান্ত হয়নি, আমাদের এখনো অপেক্ষা করতে হবে। চুক্তিটা হবে দুই বছরের।’
রোমানো আজ টুইট করে সেই দুই বছরের চুক্তির কথাই জানালেন, যার আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে আগামী সপ্তাহে।