বার্সায় কোমান-যুগের সূচনা করবেন এই তরুণ?

আয়াক্স থেকে রাইটব্যাক দেস্তকে (ডানে) আনতে চাইছে বার্সেলোনা।ছবি : এএফপি

রোনাল্ড কোমান বার্সেলোনার দায়িত্ব নিয়েই ঘোষণা দিয়েছিলেন, বদল আনবেন ক্লাবে। পারফরম্যান্স সন্তোষজনক নয়, এমন কাউকে দলে রাখবেন না। খামোখা বেতন দিয়ে কাউকে পুষবেন না।

তিনি আসতেই বেশ কজন বেশি বেতনের তারকা ক্লাব ছেড়েছেন। ইভান রাকিতিচ যোগ দিয়েছেন সেভিয়ায়, আর্তুরো ভিদাল চলে গেছেন ইন্টার মিলানে। রাইটব্যাক নেলসন সেমেদো যোগ দিচ্ছেন ইংলিশ ক্লাব উলভসে। লুইস সুয়ারেজও আজ-কালের মধ্যে যোগ দেবেন স্প্যানিশ লিগের আরেক দল আতলেতিকো মাদ্রিদে।

শুধু তা-ই নয়, জাঁ-ক্লেয়ার তোদিবো, মার্টিন ব্রাথওয়াইট, রাফিনিয়া, মুসা ওয়াগের মতো খেলোয়াড়দেরও ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা কোমানের। বয়স্ক খেলোয়াড়দের বাদ দিয়ে তরুণদের সুযোগ দেওয়ারই ইচ্ছে তাঁর। জেরার্ড পিকে, জর্দি আলবা কিংবা সের্হিও বুসকেটসদের মতো পুরোনো যোদ্ধাদের জানিয়ে দিয়েছেন, অনুশীলনে নিজেদের প্রমাণ না করতে পারলে মূল দলে জায়গা হবে না। লক্ষ্য, সম্পূর্ণ নিজের দর্শনে ক্লাবটাকে সাজানো।

সে দর্শনের প্রতি কোমান এতটাই নিবেদিত, হয়তো বার্সার চিরাচরিত ৪-৩-৩ ছক বাদ দিয়ে ৪-২-৩-১ ছকে দল গড়তে পারেন নেদারল্যান্ডস জাতীয় দলের সাবেক এই কোচ। সে লক্ষ্যে এর মধ্যে জানিয়ে দিয়েছেন, লিওনেল মেসির সঙ্গে নতুন দিনের বার্সেলোনার কান্ডারি হবেন ফ্রেঙ্কি ডি ইয়ং, ফিলিপ কুতিনিও, আনসু ফাতি, ফ্রানসিস্কো ত্রিনকাওরা।

বার্সার জ্যাকেট গায়ে দেস্ত।
ছবি: ইনস্টাগ্রাম

বাইরের ক্লাব থেকেও খেলোয়াড় আনার চেষ্টা চালানো হচ্ছে জোরেশোরে।
সে লক্ষ্যেই আয়াক্সের রাইটব্যাক সার্জিনিও দেস্তকে বেশ মনে ধরেছে এই ডাচ কোচের। ডাচ বংশোদ্ভূত এই আমেরিকান রাইটব্যাক সেমেদোর অভাব পূরণ করবেন, এমনটাই আশা কোমানের। কোমান যুগের প্রথম খেলোয়াড় হয়ে যেতে পারেন এই দেস্ত।

যদিও এই রাইটব্যাকের প্রতি বার্সার মতোই আগ্রহী জার্মান পরাশক্তি বায়ার্ন মিউনিখ। দুই দলই আয়াক্সের চাহিদামতো প্রস্তাব পাঠিয়েছে, দুই কোটি ইউরোর সঙ্গে বিভিন্ন পারফরম্যান্স সংক্রান্ত বোনাস মিলিয়ে আরও পঞ্চাশ লাখ।

তবে দেস্ত নিজে বার্সার প্রতি একটু দুর্বল, সঙ্গে ডাচ কোচ কোমান তো বড় কারণই। সব মিলিয়ে ইউরোপসেরাদের ডাকে সাড়া না দিয়ে বার্সাতেই আসবেন দেস্ত, এমনটাই অনুমান করা হচ্ছে। এমনকি গত মে মাসেই বার্সার জ্যাকেট গায়ে দিয়ে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবি পোস্ট করেছিলেন এই রাইটব্যাক।

সেমেদোকে দিয়ে যে আশা পূরণ হয়নি, সে আশা দেস্তকে দিয়ে পূরণ হবে, এখন এটাই আশা বার্সা সমর্থকদের!