বার্সায় খেলতে ৬ মাস বসে থাকতে হবে মেসিকে?

বার্সেলোনা তারকা লিওনেল মেসিছবি: রয়টার্স

বার্সেলোনার সমর্থকদের খুশি বুঝি বেশি দিন টিকল না!

লিওনেল মেসি বেতনের ৫০ শতাংশ ছাড় দিয়ে ৫ বছরের জন্য চুক্তি নবায়ন করছেন—কদিন আগে এই খবরে বেশ স্বস্তিই পেয়েছিলেন বার্সা–সমর্থকেরা। ক্লাবের ইতিহাসের সেরা ফুটবলার, বয়স ৩৪ হয়ে গেলেও যাঁর ফর্মে মরচে ধরেনি এতটুকু, এই বছরের সেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর জয়ের দৌড়েও যিনি সবার চেয়ে এগিয়ে আছেন...এমন একজন ক্লাবের সঙ্গে চুক্তি নবায়ন করলে কে না খুশি হবে!

কিন্তু ফুটবলবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনের বার্সা–বিষয়ক দুই বিখ্যাত সাংবাদিক সামুয়েল মার্সডেন ও মইজেস ইয়োরেন্স আজ যে প্রতিবেদন দিয়েছেন, তাতে বার্সার সমর্থকদের সে খুশি উবে যাওয়ার জোগাড়। ইএসপিএন লিখছে, বার্সার আর্থিক অবস্থার যে হাল, তাতে মেসি চুক্তি নবায়ন করলেও বার্সার জার্সিতে তাঁকে খেলতে আরও ছয় মাস অপেক্ষা করতে হতে পারে।

গত ৩০ জুন বার্সার সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ায় মেসি এখন আর কাগজে-কলমে বার্সার খেলোয়াড় নন। কোনো ক্লাবের সঙ্গেই নেই তিনি। এর মধ্যে তাঁর বার্সায় থাকা না থাকা নিয়ে গুঞ্জনের শেষ টেনে দিয়েছে চুক্তি নবায়নের নতুন খবর, এমনটাই ভাবা যাচ্ছিল। চুক্তি নবায়নের খবরটাও প্রায় একই সুরে দিয়েছিল স্পেন-ইউরোপের সব পত্রিকা।

আর্থিকভাবে চরম দুর্দশাগ্রস্ত বার্সার জন্য এর চেয়ে ভালো কিছু হতে পারে না। সেটি দুদিক থেকে। এক, তর্কসাপেক্ষে বিশ্বের সেরা খেলোয়াড়কে আগের চেয়ে অর্ধেক বেতনে পাচ্ছে বার্সা, যেটা ক্লাবের বেতনের বিলের বোঝা কমাবে। দুই, মেসি থাকা মানে স্পনসরশিপ থেকে বেশি অর্থের আগমন। কিন্তু নতুন খবরে বার্সার আর্থিক দুরবস্থাই মেসির বার্সার জার্সিতে খেলার পথে বাধা হয়ে দাঁড়াবে।

মেসির চুক্তি নবায়ন আর মেম্ফিস ডিপাই, সের্হিও আগুয়েরো, এমারসন রয়াল আর এরিক গার্সিয়ার মতো এই মৌসুমে দলে আনা খেলোয়াড়দের এখনো নিবন্ধন করাতে পারছে না বার্সা। কারণ, বার্সার বেতনের বিল এখনই লিগের অনুমোদিত বেতনের বিলের চেয়ে অনেক বেশি।

আর্জেন্টিনাকে কোপা আমেরিকা জেতানোর পথে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হয়েছেন মেসি।
ছবি: এএফপি

সে ক্ষেত্রে মেসিসহ নতুন চার খেলোয়াড়কে ক্লাবের খেলোয়াড় হিসেবে নিবন্ধন করাতে গেলে বার্সাকে বেতনের বিল অনেক কমাতে হবে। গুঞ্জন আছে, অঙ্কটা ২০ কোটি ইউরো! এই পরিমাণ বেতন কমাতে না পারলে মেসি কিংবা নতুন চার খেলোয়াড়কে নিজেদের খেলোয়াড় হিসেবে নিবন্ধন করাতে পারবে না বার্সা।

মেসি আর নতুন চার খেলোয়াড়কে নিবন্ধন করানোর জন্য বার্সার হাতে সময় আছে ৩১ আগস্ট দলবদলের মৌসুম শেষ হওয়ার দিন পর্যন্ত। কিন্তু ক্লাবের ভেতরের খবর জানিয়ে ইএসপিএন লিখেছে, বার্সা সবকিছু রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ দিয়ে লিগ মৌসুম শুরুর দিন, অর্থাৎ ১৫ আগস্টের মধ্যেই গুছিয়ে ফেলতে চায়।

গত মৌসুমেও বার্সার বেতনের বিল লিগের অনুমোদিত সীমার চেয়ে বেশি ছিল, কিন্তু তখন বার্সাকে ছাড় দিয়েছে লিগ কমিটি। কিন্তু এবার বার্সাকে সে সুবিধা দেওয়া হবে না বলে এরই মধ্যে জানিয়ে দিয়েছেন স্প্যানিশ লিগের সভাপতি হাভিয়ের তেবাস।

এখন ইএসপিএন জানাচ্ছে, মেসি যদি চুক্তি নবায়ন করেন, অন্যদিকে বার্সা যদি ৩১ আগস্টের মধ্যে বেতনের বিলের বোঝা কমাতে না পারে, সে ক্ষেত্রে মেসি মৌসুমের শুরু থেকে বার্সার জার্সিতে খেলতে পারবেন না। আর্থিক অবস্থার উন্নতি সাপেক্ষে জানুয়ারিতে শীতকালীন দলবদলের সময়ে মেসিকে তখন নিবন্ধিত করতে পারবে।

বার্সেলোনা তারকা লিওনেল মেসি ও আঁতোয়ান গ্রিজমান
ছবি

স্প্যানিশ লিগে এমন কিছু অবশ্য নতুন নয়। ২০১৪-১৫ মৌসুমে হেতাফে তাদের জন্য লিগের বেঁধে দেওয়া ১ কোটি ৭০ লাখ ইউরোর বেতনের সীমার মধ্যে খেলোয়াড়দের বেতন রাখতে পারেনি, সে কারণে সেবার আগস্টে স্প্যানিশ উইঙ্গার পেদ্রো লিওনকে ক্লাবের খেলোয়াড় হিসেবে নিবন্ধন করাতে পারেনি তারা। পরে নভেম্বরে পরিস্থিতির সমাধান হলে জানুয়ারিতে লিওনকে নিজেদের খেলোয়াড় হিসেবে নিবন্ধন করায় হেতাফে।

বেতনের বোঝা কমানোর জন্য বার্সা এরই মধ্যে দলে প্রয়োজনের অতিরিক্ত খেলোয়াড়দের মধ্যে কনরাদ দে লা ফুয়েন্তে (মার্শেইয়ে গেছেন), কার্লেস আলেনিয়ার (হেতাফে) মতো কয়েকজন তরুণকে বিক্রি করেছে বার্সা। কিন্তু তাঁদের বেতন তো আর অত বেশি ছিল না।

বেশি বেতন পাওয়া খেলোয়াড়দের মধ্যে সের্হিও বুসকেতস, জর্দি আলবা ও সের্হি রবার্তোদের প্রতিনিধির সঙ্গে কথা বলেছেন বার্সার ক্রীড়া পরিচালক মাতেউ আলেমানি, কিন্তু তিনজনের কেউই এখনো বেতন কমানোর কোনো ইচ্ছা দেখাননি। বার্সায় বুসকেতসের বেতন বছরে প্রায় ১ কোটি ৬০ লাখ ইউরো, আলবার ১ কোটি ৩০ লাখ আর রবার্তো আয় করেন ১ কোটি ৫ লাখ ইউরো!

তাঁদের বেতন কমানো আর আলেনিয়ার মতো খেলোয়াড়দের বিক্রি করে বেতনের বিলে যে ছাড় পাবে, তাতে নতুন চার খেলোয়াড়কে নিবন্ধন করানোর অর্থ পাবে বার্সা। কিন্তু মেসির নিবন্ধন? সেটির জন্য আঁতোয়ান গ্রিজমান, ফিলিপ কুতিনিওর মতো খেলোয়াড়কে বিক্রি করতে হবে বার্সার!

গ্রিজমান-কুতিনিও ; দুজনের ভবিষ্যতই অনিশ্চিত।
ছবি : রয়টার্স

গ্রিজমানের ক্ষেত্রে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে গ্রিজমান-সল অদলবদলের কথাবার্তা চলছিল বার্সার, কিন্তু দুই খেলোয়াড়ের মূল্যায়ন নিয়ে দুই ক্লাবের মতপার্থক্যে আলোচনা থেমে গেছে।

প্রিমিয়ার লিগের কয়েকটি ক্লাবও গ্রিজমানকে চায়, কিন্তু ইএসপিএন জানাচ্ছে, গ্রিজমান চান স্পেনেই থাকতে। পাশাপাশি তাঁর আরেকটা দাবি আছে, বার্সায় থাকতে হলে বেতন কমাতে রাজি হলেও বার্সা ছাড়ার ক্ষেত্রে বেতনে ছাড় দিতে রাজি নন ফরাসি স্ট্রাইকার। বার্সায় গ্রিজমান বছরে ৩ কোটি ৫০ লাখ ইউরোর মতো কামাই করেন।

মিডফিল্ডার মিরালেম পিয়ানিচ ও ডিফেন্ডার সামুয়েল উমতিতিকে বার্সা এরই মধ্যে জানিয়ে দিয়েছে, ক্লাবের পরিকল্পনায় তাঁরা নেই। কিন্তু উমতিতি এখনো বার্সা ছাড়ার নামগন্ধ নিচ্ছেন না। আর গ্রিজমানের মতো পিয়ানিচও চাইছেন, বার্সার সমান বেতন না পেলে কোথাও যাবেন না। বসনিয়ান মিডফিল্ডারকে পেতে ইতালির কয়েকটি ক্লাব আগ্রহী হলেও এত বেতন দিতে কেউ রাজি নয় বলেই জানাচ্ছে ইএসপিএন।

বার্সার আরেক বড় ‘পাথর’ হয়ে আছেন ফিলিপ কুতিনিও। বার্সায় বছরে ২ কোটি ৪০ লাখ ইউরো বেতন কুতিনিওর। কিন্তু একদিকে তাঁর উঁচু বেতন, অন্যদিকে কুতিনিওর ফর্ম আর ফিটনেস কোনোটিই ভালো না হওয়ায় ব্রাজিলিয়ান প্লেমেকারকে পেতে আগ্রহী ক্লাব তেমন নেই। কুতিনিওকে পেতে লিভারপুলকে ১৪ কোটি ২০ লাখ পাউন্ড দিয়েছিল বার্সা।