বার্সেলোনা হতাশ, কেউ চায় না কুতিনিওকে

কুতিনিওকে নিয়ে বিপাকে বার্সেলোনা।ফাইল ছবি: এএফপি

নিজেদের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় ফিলিপে কুতিনিওকে নিয়ে বেশ বিপাকেই পড়েছে বার্সেলোনা। পাঁচ মাস আগে চোটে পড়েছেন এই ব্রাজিলিয়ান প্লেমেকার। আপাতত তিনি পুনর্বাসনে আছেন দেশে। চোট থেকে সেরে চেষ্টা করছেন আবার মাঠে ফেরার। কিন্তু কোনো ক্লাবই যে নিতে চাইছে না কুতিনিওকে!

দুই মৌসুম বায়ার্ন মিউনিখ তাঁকে ধারে খেলিয়েছিল। কিন্তু এবার কেনা তো দূরে থাক, ধারেও কেউ নিতে চাইছে না কুতিনিওকে। অথচ এক মৌসুম আগেই বায়ার্ন মিউনিখের চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতায় ভূমিকা ছিল তাঁর।

ক্লপের লিভারপুল ছেড়ে যাওয়া এখন হয়তো আফসোসে পোড়াচ্ছে কুতিনিওকে।
ছবি: সংগৃহীত

কুতিনিও হাঁটুতে চোট পেয়েছিলেন এইবারের বিপক্ষে ম্যাচে, গত ডিসেম্বরে। জানুয়ারিতে এ জন্য তাঁকে চিকিৎসকের ছুরির নিচে যেতে হয়েছিল। দীর্ঘ পুনর্বাসনপ্রক্রিয়া শেষেও যখন কোনো কাজ হলো না, তখন বার্সেলোনা কাতারে পাঠিয়েছিল উন্নত চিকিৎসার জন্য।

কিন্তু তাতেও কিছু উন্নতি হয়নি। বরং তাঁর ক্যারিয়ারটাই যেন এখন প্রশ্নের মুখে পড়েছে। স্পেনের গণমাধ্যম যা বলছে, তাতে বার্সেলোনার ক্লাব কর্মকর্তারা ধরেই নিয়েছেন যে কুতিনিও এবার হয়তো নতুন কোনো ক্লাবে যেতে পারবেন না। এর মানে আগামী মৌসুমে ন্যু ক্যাম্পেই দেখা যাবে তাঁকে।

মাঝে এক মৌসুম ধারে বায়ার্ন মিউনিখেও খেলে এসেছেন কুতিনিও।
ছবি : রয়টার্স

কুতিনিওর যা বেতন, তাতে না খেলিয়ে বসিয়ে রাখাটাও কিন্তু লোকসান বার্সেলোনার। কুতিনিও নিজেও অন্য ক্লাবে যাওয়ার ব্যাপারে খুব বেশি আগ্রহী নন। সব মিলিয়ে করোনার এই মন্দার বাজারে বার্সেলোনা ‘মরা হাতিকে’ পুষতে হয়তো খুব বেশি দিন রাজি হবে না।

অবশ্য কোচ হিসেবে এসে গত মৌসুমের শুরুতেই রোনাল্ড কোমান কুতিনিওকে নিজের পরিকল্পনার অংশ হিসেবে রেখেছিলেন। শুরুর দিকে কয়েকটি ম্যাচে খেলিয়েছিলেন তাঁকে। কিন্তু একের পর এক চোট মাঠে খেলার সুযোগই দিচ্ছে না কুতিনিওকে। কে জানে হয়তো ক্যারিয়ারের যতিচিহ্ন বসে যাওয়ার আশঙ্কাও রয়েছে কুতিনিওর!