বার্সেলোনা সভাপতিকে কথা কম বলতে বললেন কোমান

বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তাফাইল ছবি : এএফপি

বার্সেলোনা সভাপতি মহা বিপদেই পড়েছেন। একদিকে ক্লাবের আর্থিক দুর্দশা হোয়ান লাপোর্তার ঘুম হারাম করে দিচ্ছে। বার্সাকে দেউলিয়া হওয়া থেকে বাঁচাতে ক্লাবের ইতিহাসের সেরা খেলোয়াড় লিওনেল মেসিকে ছেড়ে দিতে হয়েছে। তাঁর জায়গা নেওয়ার কথা যাঁর, সেই আঁতোয়ান গ্রিজমানকেও ধারে প্রতিদ্বন্দ্বী ক্লাবে পাঠানো হয়েছে। ওদিকে ইউরোপিয়ান সুপার লিগ আয়োজন করতে চেয়ে উয়েফা ও লা লিগার চক্ষুশূলও হয়ে উঠেছেন লাপোর্তা।

বাইরের এসব ঝক্কিঝামেলা শেষে ঘরে ফিরেও যে শান্তি পাচ্ছেন, সে আশাও শেষ। দলের কাছে নিজের প্রত্যাশা, ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের কাছে একটু মুখ খুলেছিলেন। সে কথাবার্তা আবার পছন্দ হয়নি কোচ রোনাল্ড কোমানের। ক্লাব সভাপতিকে রীতিমতো হুমকি দিয়ে রেখেছেন, বলেছেন বুঝেশুনে কথা বলতে!

বার্সেলোনা কোচ রোনাল্ড কোমান
ফাইল ছবি: এএফপি

কিছুদিন আগেই সভাপতি ও কোচের মধ্যকার সম্পর্কের ফাটল দেখা দিয়েছে। লাপোর্তা ইঙ্গিতে ক্লাবের একাডেমির খেলোয়াড়দের বেশি ব্যবহার করতে এবং রিকি পুচ ও স্যামুয়েল উমতিতিকে সুযোগ দেওয়ার কথা বলেছেন। জবাব দিতে গিয়ে রীতিমতো জ্বলে উঠেছিলেন কোমান, ‘গত সপ্তাহে কিছু সাংবাদিকের সঙ্গে সভাপতির কথা বলার পরই আমাদের মধ্যকার কথাবার্তা সংবাদমাধ্যমে চলে এসেছে। পরদিনই খবর এল, কোমানকে নতুন চুক্তি দেওয়া হবে, যদি তিনটা শর্ত মানেন। আমার মনে হলো, এটা হতে পারে না। এতে আমি বিরক্ত হয়েছি। কারণ, এসব কথায় কোচকে সমর্থন দেখানো হয়নি।’

তিনি ইঙ্গিত দিয়েছেন, কোচের কাছে সব ক্ষমতা নেই। উনি একটু বেশিই কথা বলেছেন এবং এ নিয়ে দুবার বোকামি করেছেন।
কোমান, বার্সেলোনা কোচ

লাপোর্তা এরপরই সুর নরম করেছিলেন, ‘আমার পূর্ণ সমর্থন ও শ্রদ্ধা পাচ্ছেন কোচ। আমি যদি সীমা অতিক্রম করে থাকি, সেটা ফুটবল ভালোবাসি বলে। আমি ফুটবল সমর্থক এবং কিছু ব্যাপারে তো মন্তব্য করতেই পারি। কোমান জানেন, আমার পূর্ণ সমর্থন আছে তাঁর প্রতি। আমি নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব।’ এরপর নাকি দুজনে কথা বলেছেন। সংবাদমাধ্যম জানিয়েছিল, দুজনের সম্পর্কে নাকি উন্নতি হয়েছে।

উন্নতি হয়েছে কি না, সেটা অবশ্য আলোচনাসাপেক্ষ। কারণ, এখনো মন গলেনি কোমানের। নেদারল্যান্ডসের এক সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে রীতিমতো দম্ভ প্রকাশ পেয়েছে তাঁর কণ্ঠে, ‘লাপোর্তার সঙ্গে আমার সম্পর্ক একটু ভালো হয়েছে। কিন্তু গত সপ্তাহে এমন কিছু হয়েছে, যা আমার ঠিক মনে হয়নি।’ এনওসি সংবাদমাধ্যমের কাছে কোমান আরও বলেছেন, ‘তিনি ইঙ্গিত দিয়েছেন, কোচের কাছে সব ক্ষমতা নেই। উনি একটু বেশিই কথা বলেছেন এবং এ নিয়ে দুবার বোকামি করেছেন।’

লাপোর্তাকে পরামর্শও দিয়েছেন কোমান, ‘এসব কথা নিজেদের মধ্যে বলা ভালো। একজন সভাপতি আগ্রহ দেখালে এবং প্রশ্ন করলে আমার ভালোই লাগে। কিন্তু এটা সাংবাদিকদের সামনে করা যাবে না। এটাই সমস্যা।’ তবে এখন যে ক্লাবের সমর্থন পাচ্ছেন, সেটাও জানিয়েছেন খেলোয়াড়ি জীবনে বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতা এই কোচ, ‘সভাপতিসহ সবাই আমাকে সমর্থন দিচ্ছে। খেলোয়াড়, অন্য স্টাফ এবং বোর্ডের অন্য সদস্যরাও আমার পাশে আছে।’

বার্সেলোনার সঙ্গে কোমানের চুক্তি এই বছরই শেষ হবে। কোমান চাইছেন, তাঁর চুক্তির মেয়াদ বাড়ানো হোক। সে কথা যেভাবে বলেছেন, সেটা অনেক বার্সেলোনা সমর্থকের হয়তো পছন্দ হবে না, ‘আমি থাকতে আগ্রহী, আমার ভালো সময় কাটছে এখানে। আমার কারণেই এই ক্লাবের এখনো ভবিষ্যৎ উজ্জ্বল।’