বার্সেলোনাকে বসে বসে বেতন গোনার পাল্টা হুমকি দেম্বেলের

দেম্বেলে বার্সেলোনাকে পাল্টা হুমকি দিয়েছেনফাইল ছবি

বার্সেলোনা ও উসমান দেম্বেলের মধ্যকার দ্বন্দ্ব দিন দিন জটিল হয়ে উঠছে। এই মৌসুমের শুরু থেকেই উসমান দেম্বেলেকে ক্লাবে ভবিষ্যৎ মেনে কথা বলছিলেন ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তা। নতুন কোচ জাভি হার্নান্দেজও ফ্রেঞ্চ ফরোয়ার্ডকে কেন্দ্র করে আক্রমণ সাজানোর কথা বলেছিলেন। দেম্বেলের চুক্তি নবায়ন তখন সময়ের ব্যাপার বলে মনে হচ্ছিল। কিন্তু বাস্তবতা ভিন্ন।

একদিকে বার্সেলোনা চাইছে দেম্বেলে ক্লাবের কথা ভেবে বেতন কমিয়ে চুক্তি নবায়ন করুন। ভবিষ্যতে বোনাস দিয়ে তাঁকে পুষিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে বার্সেলোনা। কিন্তু দেম্বেলে চান নগদ পারিশ্রমিক। ক্লাবের আর্থিক অবস্থার দিকে না তাকিয়ে চাইছেন আকাশচুম্বী বেতন। এতে ক্ষুব্ধ বার্সেলোনা তাঁকে বিক্রি করে দিতে চাইছে। আর তা সম্ভব না হলে তাঁকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার হুমকি দিয়েছে ক্লাব। কিন্তু দেম্বেলে সে হুমকিকে পাত্তাই দিচ্ছেন না।

বার্সেলোনায় চোটের কারণে মাঠের বাইরেই বেশি ছিলেন দেম্বেলে
ছবি: টুইটার

বার্সেলোনা যেখানে বেতন কমিয়ে চুক্তি নবায়ন করতে বলছে তাঁকে, সেখানে দেম্বেলে দাবি করেছেন দ্বিগুণ বেতন! বছরে ২ কোটি ইউরো বেতন চাইছেন। করসহ পাঁচ বছরের নতুন চুক্তিতে তাঁর পেছনে ২০ কোটি ইউরো খরচ চাইছেন দেম্বেলে। সে সঙ্গে চুক্তি নবায়নের বোনাস বাবদ ২ কোটি ইউরো চেয়েছেন। এখানেই থামেননি তাঁর এজেন্ট মুসা সিসোকোর জন্য চেয়েছেন আরও ২ কোটি ইউরো।

দেম্বেলের দাবি শুনে বার্সেলোনা খেপে হুমকি দিয়েছিল ক্লাবের প্রস্তাবে রাজি না হলে ৩০ জুন পর্যন্ত আর মাঠে নামানো হবে না দেম্বেলেকে।

উসমান দেম্বেলে
ছবি: টুইটার

এই হুমকিতে দেম্বেলের ভয় পাওয়ার কথা। বছরের শেষভাগে বিশ্বকাপ। তার আগে ছয় মাস পেশাদার ফুটবল না খেললে ধার হারাতে বাধ্য। বিশেষ করে ফ্রান্স দলে এমনিতেই উইঙ্গারের অভাব নেই। এই অবস্থায় দলে জায়গা হারানোর ভয়ে দেম্বেলে নতজানু হবেন বলে ভাবা হয়েছিল। কিন্তু এসইআর কাতালুনিয়া জানিয়েছে, এজেন্ট সিসোকা পাল্টা হুমকি দিয়েছেন, জুন পর্যন্ত দরকার হলে বসে বসে বেতন গুনবেন দেম্বেলে। তাঁকে নতুন চুক্তিতে আনতে হলে বেতনের দাবি মানতেই হবে।

এসইআর জানিয়েছে, আগামী জুনে প্রিমিয়ার লিগের এক ক্লাবে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে রেখেছেন দেম্বেলে। ফলে নিজের ভবিষ্যৎ নিয়ে তিনি চিন্তিত নন। এ কারণেই বার্সেলোনা যদি তাঁকে শাস্তি দিয়ে বসিয়েও রাখে, তাতে কোনো আপত্তি নেই তাঁর।

এমনকি বার্সেলোনা এখন তাঁকে অন্য কোনো ক্লাবে বিক্রি করতে চাইলেও সহজে রাজি হবেন না দেম্বেলে। খেলোয়াড় ও তাঁর এজেন্টের ধারণা, আর্থিক দুরবস্থার কারণে বার্সেলোনা এখন মরিয়া। আর এ ক্ষেত্রে তাঁরাই দর-কষাকষিতে এগিয়ে আছে। তাই শেষ বেলায় বার্সেলোনাকে কোনো সুবিধা দিতে রাজি নন খেলোয়াড়।

এদিকে বার্সেলোনা দেম্বেলেকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার চাপ দিতে চাইলেও কোচ জাভি এতে আপত্তি জানিয়েছেন। ওদিকে ক্লাবের ফুটবল পরিচালক মাতেও আলেমানি বলেছেন, দেম্বেলেকে নতুন কোনো প্রস্তাব দেবে না বার্সেলোনা।