বার্সেলোনার শেষ প্রস্তাবটাও পছন্দ না দেম্বেলের, ছাড়ছেন ক্লাব

উসমান দেম্বেলেছবি : টুইটার

বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন করতে চান না, ক্লাব ছাড়তে চান—এমনটা সেই রোনাল্ড কোমানের সময় থেকেই শোনা যাচ্ছে ফরাসি উইঙ্গার উসমান দেম্বেলের ব্যাপারে। এ কারণেই সমর্থকদের চোখের বালি হয়েছিলেন, মাঠে নামার সঙ্গে সঙ্গে দুয়ো হজম করতে হতো তাঁকে।

সভাপতি হোয়ান লাপোর্তা জানিয়ে দিয়েছিলেন, বার্সেলোনার প্রস্তাবে রাজি না হলে পাঁচ বছর আগে সাড়ে ১০ কোটি ইউরো দিয়ে কেনা তারকাকে বিনা মূল্যে ছেড়ে দিতেও হাত কাঁপবে না কাতালানদের।

জাভি দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতি বদলাতে চেয়েছিলেন। জানিয়েছিলেন, তাঁর পরিকল্পনায় বেশ ভালোভাবেই আছেন দেম্বেলে। নিয়মিত সুযোগও দিতেন এই উইঙ্গারকে। জাভির ছোঁয়ায় দেম্বেলেও আরও ধারালো হয়ে উঠেছিলেন। বার্সেলোনার সমর্থকেরা আশাবাদী হয়ে উঠেছিলেন, হয়তো জাভির নতুন বার্সেলোনায় কম বেতনে খেলার জন্য রাজি হয়ে যাবেন দেম্বেলে।

হাজার হোক, কয়েক বছর আগেই বরুসিয়া ডর্টমুন্ড থেকে আকাশছোঁয়া মূল্যে দলে টানা খেলোয়াড়কে কেই–বা এভাবে বিনা মূল্যে ছেড়ে দিতে চায়!

জাভির পরিকল্পনায় বেশ ভালোভাবেই ছিলেন দেম্বেলে
ছবি : এএফপি

কিন্তু না, দেম্বেলে নিজেই থাকতে চাইছেন না আর। আর দুই সপ্তাহ পরই বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে এই উইঙ্গারের। চুক্তি নবায়ন করার জন্য বার্সেলোনার প্রস্তাবিত বেতন কোনোভাবেই পছন্দ হচ্ছে না বিশ্বকাপজয়ী এই খেলোয়াড়ের।

একদিকে বার্সেলোনা চাইছে দেম্বেলে ক্লাবের কথা ভেবে বেতন কমিয়ে চুক্তি নবায়ন করুন। ভবিষ্যতে বোনাস দিয়ে তাঁকে পুষিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে বার্সেলোনা। কিন্তু দেম্বেলে চান নগদ পারিশ্রমিক। ক্লাবের আর্থিক অবস্থার দিকে না তাকিয়ে চাইছেন আকাশচুম্বী বেতন। স্প্যানিশ সংবাদমাধ্যম লা পোর্তেরিয়া ও কাদেনা সেরের নির্ভরযোগ্য সাংবাদিক সান্তি ওভাল গতকাল জানিয়েছিলেন, দেম্বেলের জন্য সর্বশেষ প্রস্তাবটাও জানিয়ে দিয়েছে বার্সেলোনা। সিদ্ধান্ত এখন দেম্বেলের, তিনি চুক্তি নবায়ন করবেন কি না।

আরেক সংবাদমাধ্যম সের কাতালুনিয়ার নির্ভরযোগ্য সাংবাদিক সিকে রদ্রিগেজ আজ মঙ্গলবার জানিয়েছেন, বার্সেলোনার শেষ প্রস্তাবটাও নাকচ করে দিয়েছেন দেম্বেলে। ইঙ্গিত পরিষ্কার, আর বার্সেলোনায় থাকতেই চাইছেন না এই তারকা। দেম্বেলেকে বিনা মূল্যে দলে নেওয়ার দৌড়ে এগিয়ে আছে চেলসি ও পিএসজির মতো ক্লাবগুলো।

টুখেলের সঙ্গে দেম্বেলে
ছবি : টুইটার

কিছুদিন আগেই জানা গিয়েছিল, পিএসজির কর্তাব্যক্তিদের কিলিয়ান এমবাপ্পে জানিয়ে দিয়েছেন, স্বদেশি বন্ধু দেম্বেলেকে যেকোনো মূল্যে প্যারিসে দেখতে চান, যে কারণে পিএসজির সভাপতি নাসের আল খেলাইফি নিজেই দেম্বেলের সঙ্গে বেতন-বোনাস নিয়ে আলোচনায় বসেছিলেন। ওদিকে চেলসির কোচ টমাস টুখেলও দেম্বেলের মহাভক্ত। দেম্বেলে যখন ডর্টমুন্ডে খেলতেন, তাঁর কোচ তখন এই টুখেলই ছিলেন।