বাস ড্রাইভারের জন্য ৫ মিলিয়ন ইউরো!

বায়ার্নের দলবদলের রেকর্ড ভেঙে আপাতত চোট থেকে সেরে উঠতে ব্যস্ত লুকাস। সংগৃহীত ছবি
বায়ার্নের দলবদলের রেকর্ড ভেঙে আপাতত চোট থেকে সেরে উঠতে ব্যস্ত লুকাস। সংগৃহীত ছবি

ফুটবলের দলবদলের বাজারে সেই যে আগুন লাগিয়েছেন নেইমার, সেটা আর নেভেনি। দলবদলের বাজারে এখন ১০০ মিলিয়ন ইউরোও খুব একটা চমক জাগায় না। খেলোয়াড়দের পেছনে এত অর্থ ব্যয়ের কোনো কারণ খুঁজে পান না অনেকেই। এমন অবস্থা চলতে থাকলে নেইমারের বিশ্বরেকর্ড আর খুব বেশি দিন টিকে থাকবে না। আর স্টেফান এফেনবার্গের ভাষায়, দলবদলের এমন পাগলাটে ধারা যদি চালু রাখা হয়, তবে কদিন পর টিম বাস চালানোর ড্রাইভারের জন্যই ৫ মিলিয়ন ইউরো খরচ করবে ক্লাব!


জার্মান পরাশক্তি বায়ার্ন মিউনিখের সাবেক খেলোয়াড় এফেনবার্গ। পঞ্চাশে পা দেওয়া এই মিডফিল্ডার মাঠে শারীরিক ক্ষমতার জন্য বিখ্যাত ছিলেন, বিতর্কিত কথাবার্তার জন্যও। কদিন আগেই অ্যাটলেটিকো মাদ্রিদের বিশ্বকাপজয়ী ডিফেন্ডার লুকাস হার্নান্দেজকে দলে টেনেছে বায়ার্ন। আগামী মৌসুমের জন্য নতুন করে দল সাজানোর মহাপরিকল্পনার অংশ এটি। এ কারণে ৮০ মিলিয়ন ইউরো খরচ করে লুকাসকে দলে নিয়েছে বায়ার্ন। এর আগেই লুকাসের আরেক বিশ্বকাপজয়ী সতীর্থ বেঞ্জামিন পাভার্ডকেও কিনে নিয়েছে বায়ার্ন। এই ফ্রেঞ্চ ডিফেন্ডারও আগামী মৌসুমেই যোগ দেবেন দলে। তাঁর জন্য ৩৫ মিলিয়ন ইউরো খরচ করেছে বাভারিয়ানরা। তবে এফেনবার্গ খেপেছেন লুকাসের দলবদল নিয়ে।

টি-অনলাইনের সঙ্গে কথোপকথনে বায়ার্নের এভাবে অর্থ ব্যয় সম্পর্কে নিজের মনোভাব লুকাননি এফেনবার্গ, ‘বায়ার্ন এ মৌসুমে একটি রদবদলের মধ্য দিয়ে যাচ্ছে এবং এর মাঝেই অনেক অর্থ ব্যয় করে ফেলেছে। কিন্তু এ দলবদলগুলো প্রশ্ন তোলার মতো। হাসান স্যালিহামিজিচ পাভার্ড ও হার্নান্দেজকে নিয়ে কথা বলতে গেলেই পরিচয় করাচ্ছে দুই বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে। কিন্তু আমার চোখে এর কোনো অর্থ নেই যে ওরা ২০১৮ সালে ফ্রান্সের সঙ্গে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। এর মানে তো এটা নয় ওরা আরও ১০ বছর বিশ্বের চ্যাম্পিয়ন থাকবে। হার্নান্দেজের জন্য যে অর্থ খরচ করেছে, তাতে আমরা বুঝে নিতে পারি এ দলবদলে জয় হয়েছে শুধু এক পক্ষের: অ্যাটলেটিকো মাদ্রিদ।’

দলবদলের বাজার অনেক দিন ধরেই চড়া থাকলেও বায়ার্ন এত দিন বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিয়ে একদম কম মূল্যে বর্তমান ও ভবিষ্যৎ তারকাদের দলে টেনেছে। তাদের আগের দলবদলের রেকর্ড ছিল ৪১.৫ মিলিয়ন ইউরোর। কিন্তু সেটাও খরচ হয়েছে মিডফিল্ডার কোরেন্তিন তোলিসোর পেছনে। এবার একজন ডিফেন্ডারের জন্য সে রেকর্ডের প্রায় দ্বিগুণ ব্যয় করেছে দলটি। যদিও একজন ডিফেন্ডারের জন্য এর চেয়েও বেশি অর্থ ব্যয়ের নজির রয়েছে। সামনের দলবদলেই একজন ডিফেন্ডারের জন্য নয় অঙ্ক (১০০ মিলিয়ন) পার করার সম্ভাবনা আছে। কিন্তু এফেনবার্গ রক্ষণে এত ব্যয়ের অর্থ খুঁজে পাচ্ছেন না, ‘বর্তমান দলবদলের বাজারে অঙ্কটা (হার্নান্দেজের দলবদল) স্বাভাবিক মনে হতে পারে কিন্তু এটা দেখে আমার পেট মোচড়াচ্ছে। এটাও একটি কারণ ক্লাবে কী হচ্ছে সেটা নিয়ে সমর্থকদের মনে প্রশ্ন ওঠার। এভাবে চলতে থাকলে পাঁচ বছর পর বাস ড্রাইভারের জন্য ৫ মিলিয়ন ইউরো খরচ করব! নিজেদের সেরা ফর্মে আছে কিংবা আক্রমণাত্মক এমন খেলোয়াড়ের পেছনেই ৮০ মিলিয়ন খরচ করতে চাইব আমি।’