বায়ার্ন কোচের সঙ্গে প্রেম, সরিয়ে নেওয়া হলো নারী সংবাদকর্মীকে

বায়ার্ন কোচ ইউলিয়ান নাগেলসমানছবি: টুইটার

সংবাদ সংগ্রহে খেলোয়াড় ও কোচদের সঙ্গে কথা বলতে হয় সংবাদকর্মীদের। যোগাযোগটা প্রায় প্রতিদিনই রাখতে হয়। এই যোগাযোগের খাতিরেই যদি কোচের সঙ্গে নারী সংবাদকর্মীর প্রেম হয়ে যায়, তাহলে কেমন হয়?

লেনা বুর্জেনবার্গার বলতে পারেন, কখনো কখনো তাতে হিতে বিপরীতও ঘটতে পারে।

লেনার পরিচয়টা আগে দেওয়া যাক। ৩০ বছর বয়সী এই সংবাদকর্মী জার্মান সংবাদমাধ্যম ‘বিল্ড’-এর প্রতিবেদক। বায়ার্ন মিউনিখের কোচ ইউলিয়ান নাগেলসমানের সঙ্গে তাঁর প্রণয়ের খবর প্রকাশ হওয়ার পর সিদ্ধান্ত নিতে দেরি করেনি সংবাদমাধ্যমটি। বুর্জেনবার্গারকে বায়ার্নের সংবাদ সংগ্রহের কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

ওদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘মেইল অনলাইন’ জানিয়েছে, বিল্ড তাঁকে সরিয়ে দিলে কী হবে, আপাতত নাগেলসমানকে নিয়ে স্পেনের ইবিজায় সমুদ্র ও সৈকতে চুটিয়ে প্রেম করছেন বুর্জেনবার্গার। একটি ইয়টে দুজনকে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছ

জার্মান সংবাদমাধ্যম বিল্ডের সংবাদকর্মী লেনা বুর্জেনবার্গার
ছবি: টুইটার

নাগেলসমান কিছুদিন আগেই বেশ বাজে সময়ের মধ্য দিয়ে গেছেন। জুনের শুরুর দিকে ‘বিল্ড’ জানিয়েছিল, দীর্ঘদিনের প্রেমিকা ও স্ত্রী ভেরেনার সঙ্গে ১৫ বছরের সম্পর্কের অবসান ঘটিয়েছেন গত বছর এপ্রিলে বায়ার্ন কোচের দায়িত্ব নেওয়া নাগেলসমান। ২০১৮ সালে বিয়ের পর গত জুনে বিচ্ছেদ হয়েছে দুজনের। এরপর বুর্জেনবার্গারের সঙ্গে অহরহ অন্তরঙ্গ অবস্থায় দেখা যাচ্ছে নাগেলসমানকে।

বিল্ড জানিয়েছে, ‘তাৎক্ষণিক প্রতিক্রিয়া’ হিসেবে বায়ার্ন মিউনিখের খবর সংগ্রহ করা থেকে বুর্জেনবার্গারকে সরিয়ে নেওয়া হলো। দুই বছর ধরে বায়ার্নের খবর সংগ্রহের আগে বিল্ডের হয়ে জার্মানির আরেক ক্লাব ভেরডার ব্রেমেনের প্রতিবেদক ছিলেন বুর্জেনবার্গার। নাগেলসমান তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক গোপন রাখতে চেয়েছিলেন। বায়ার্নের সব খেলোয়াড়ের সঙ্গে পেশাদার সম্পর্ক রয়েছে বুর্জেনবার্গারের। অনেক সাক্ষাৎকার নিয়েছেন তাঁদের।

স্ত্রী ভেরেনার সঙ্গে বিচ্ছেদ হয়েছে নাগেলসমানের
ছবি: টুইটার

কিছুদিন আগেই বায়ার্নে যোগ দেওয়া সেনেগালিজ স্ট্রাইকার সাদিও মানেরও সাক্ষাৎকার নেন বুর্জেনবার্গার। নাগেলসমান হয়তো ভেবেছিলেন, তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক জানাজানি হলে খেলোয়াড়দের সঙ্গে কোচের পেশাদার সম্পর্কে প্রভাব পড়তে পারে। কিন্তু নাগেলসমান সেটি আর পারলেন কোথায়! ইয়টে দুজনের প্রেম করার ছবি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাসছে। আগামী মাসে ৩৫ বছর পুর্ণ করতে যাওয়া নাগেলসমানের আগের ঘরে একটি ছেলে ও মেয়ে সন্তান আছে।