‘বিনা পয়সায়’ এবার ডিপাইকেও পেল বার্সেলোনা

বিনা ট্রান্সফার ফিতে মেম্ফিস ডিপাইকে দলে নিচ্ছে বার্সেলোনা।

এমনিতে আর্থিক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে বার্সেলোনা। এমন অবস্থায় বিশাল ট্রান্সফার ফির বিনিময়ে বড় খেলোয়াড় দলে ভেড়ানো একটু কঠনিই ন্যু ক্যাম্পের দলটির জন্য। তবে দলবদলের পেছনে এবার হয়তো বেশি অর্থ আর ব্যয় করতে হচ্ছে না বার্সাকে। এ মৌসুমের দলবদলটা বার্সেলােনার জন্য যেন হয়ে উঠছে 'বিনা পয়সায়' খেলোয়াড় পাওয়ার উচ্ছ্বাসের!

নেদারল্যান্ডসের ফরোয়ার্ড মেম্ফিস ডিপাইয়ের সঙ্গে চুক্তির বিষয়টি চূড়ান্ত করে ফেলেছে বার্সেলোনা। আজ এক বিবৃতিতে ন্যু ক্যাম্পের ক্লাবটি জানিয়ে দিয়েছে, বিনা ট্রান্সফার ফিতে তারা দলে ভেড়াচ্ছে ২৭ বছর বয়সী ডিপাইকে। ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁর সঙ্গে এ মাসের শেষেই চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে ডাচ ফরোয়ার্ডের। নতুন চুক্তি না করায় ফ্রি এজেন্ট হয়ে যাবেন তিনি। এ কারণে কোনো ট্রান্সফার ফি ছাড়াই তাঁকে দলে নিতে পারছে বার্সা।

ইউরো শেষেই হয়তো বার্সেলোনার সঙ্গে চুক্তিতে সই করবেন ডাচ ফরোয়ার্ড ডিপাই।
ছবি: রয়টার্স

বার্সেলোনা অবশ্য অনেক আগে থেকেই ডিপাইকে পেতে চাচ্ছিল। এর আগে দুবার তাঁকে দলে ভেড়ানোর চেষ্টাও করেছে ক্লাবটি। কিন্তু সে সময় লিওঁ তাঁকে ছাড়তে চায়নি। বার্সেলোনার ডাচ কোচ রোনাল্ড কোমানের পছন্দের ফরোয়ার্ডকে অবশেষে পাচ্ছে তারা। সবকিছুই চূড়ান্ত হয়ে গেছে। শুধু চুক্তিতে সই করাটাই বাকি আছে। এই মুহূর্তে নেদারল্যান্ডসের হয়ে ইউরো খেলতে ব্যস্ত ডিপাই। ডাচদের ইউরো অভিযান শেষ হয়ে গেলেই চুক্তিতে সুই করার কাজটা সেরে ফেলবে দুই পক্ষ।

অলিম্পিক লিওঁর ডিপাই হয়ে যাচ্ছেন বার্সেলোনার।
ছবি: রয়টার্স

ডিপাইয়ের আগে বিনা ট্রান্সফার ফিতে দুজনকে দলে ভিড়িয়েছে বার্সেলোনা। প্রথম জন ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়া সের্হিও আগুয়েরো। আর্জেন্টাইন স্ট্রাইকারকে পেয়ে আরও একটা লাভ হয়েছে বার্সার। তিনি ন্যৃ ক্যাম্পে আসায় লিওনেল মেসিকে ধরে রাখায় বাড়তি সুবিধা পাবে ক্লাবটি। আর্জেন্টিনা দলের দুই সতীর্থ যে খুব ভালো বন্ধুও। আগুয়েরা ছাড়াও সিটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়া ডিফেন্ডার এরিক গার্সিয়াকেও দলে টেনেছৈ বার্সেলোনা।

ডিপাইয়ের সঙ্গে বার্সেলোনা চুক্তি করতে যাচ্ছে ২০২২-২৩ মৌসুম পর্যন্ত। গত মৌসুমে ফ্রেঞ্চ লিগে ২০ গোল করা ডিপাই এর আগে পিএসভি আইন্দহফেন আর ম্যানচেস্টার ইউনাইটেডেও খেলেছেন। গত বৃহস্পতিবার এবারের ইউরোতে অস্ট্রিয়ার বিপক্ষে নেদারল্যান্ডসের ২-০ গোলে জেতা ম্যাচে পেনাল্টি থেকে একটি গোল করেছেন ডিপাই।