বিমান ভূপাতিত করার সেই ঘটনায় ইরানের সঙ্গে প্রীতি ম্যাচ বাতিল কানাডার

কাতার বিশ্বকাপের মূলপর্বে কানাডা খেলার সুযোগ পাওয়ার পর এভাবে আনন্দ–উল্লাস করেছিলেন সমর্থকেরাফাইল ছবি: এএফপি

ভ্যাঙ্কুভারে আগামী ৫ জুন ইরানের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার কথা ছিল কানাডার। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সমালোচনা করার পর ম্যাচটি বাতিল করেছে কানাডা ফুটবল কর্তৃপক্ষ।

নভেম্বরে অনুষ্ঠেয় কাতার বিশ্বকাপের আগে এটি ছিল দুই দলের জন্যই প্রস্তুতিমূলক ম্যাচ। খেলা বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কানাডা সরকার।

এ ম্যাচ নিয়ে বিতর্ক বেশ আগেই শুরু হয়েছিল কানাডায়। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ সপ্তাহে ম্যাচটি আয়োজন করাকে ‘বাজে পরিকল্পনা’ বলেন।

২০২০ সালের ৮ জানুয়ারি তেহরান থেকে উড্ডয়নের পর ইউক্রেনের আন্তর্জাতিক ফ্লাইট পিএস ৭৫২-কে মিসাইল মেরে ভূপাতিত করেছিল ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড। ঘটনাটি ‘অনিচ্ছাকৃত’ বলা হয়েছিল ইরানের পক্ষ থেকে।

কিন্তু নিহত যাত্রীদের পরিবারের লোকজন এই প্রীতি ম্যাচ আয়োজনের সমালোচনা করেছিলেন। বিমানের ক্রু এবং যাত্রী মিলিয়ে মোট ১৭৬ জন এই হামলায় নিহত হন। এর মধ্যে ৮৫ জন ছিলেন কানাডার নাগরিক।

কানাডা ফুটবল কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়, ‘২০২২ ফিফা বিশ্বকাপ ফুটবলের প্রস্তুতি হিসেবে ৫ জুন ইরানের সঙ্গে নির্ধারিত প্রীতি ম্যাচটি বাতিল ঘোষণা করছে কানাডা ফুটবল।’

সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কানাডার ক্রীড়ামন্ত্রী প্যাসকেল সেন্ট-ওঙ্গে বলেন, ‘কানাডা ফুটবলের এই সিদ্ধান্তের প্রশংসা করছি আমরা এবং ২০২২ বিশ্বকাপে আমরা ছেলেদের ফুটবল দলকে সমর্থন দিতে মুখিয়ে আছি।’

কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো গত মঙ্গলবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় জানান, ইরানের ফুটবল দল ও স্টাফদের কানাডায় না–ও ঢুকতে দেওয়া হতে পারে, ‘এই ম্যাচটা যে একটা বাজে পরিকল্পনা, তা নিয়ে আমি আগেই শঙ্কা প্রকাশ করেছি। এটা নিশ্চিত করে বলতে পারি, কানাডার খেলাধুলাবিষয়ক কর্তৃপক্ষ এই ম্যাচের জন্য কোনো তহবিল বরাদ্দ করেনি। আর ম্যাচটি খেলার জন্য যেসব খেলোয়াড় কানাডায় আসবেন, তাঁদের দেশে ঢোকার বিষয়ে স্বাধীন সিদ্ধান্ত নেবে পেশাদার সীমান্তরক্ষী বাহিনী।’

এই প্রীতি ম্যাচ নিয়ে চলতি সপ্তাহ থেকেই চাপে ছিল কানাডার ফুটবল কর্তৃপক্ষ। সংবাদমাধ্যম জানিয়েছিল, প্রীতি ম্যাচটি খেলতে ইরানকে চার লাখ ডলার দেবে কানাডা।

যুক্তরাজ্যে নিয়োজিত কানাডার হাইকমিশনার রাফল গুদেল তখন টুইট করেন, ‘কানাডা ফুটবলের এই আচরণ অগ্রহণযোগ্য।’

দুই বছর আগে সেই বিমান ভূপাতিত হওয়ার ঘটনায় ট্রুডোর বিশেষ পরামর্শক হিসেবে কাজ করা গুদেল বলেছিলেন, ‘এতে প্রতিষ্ঠানের দক্ষতা ও মূল্যবোধ নিয়ে প্রশ্ন ওঠে।’