বিশ্বকাপ জেতা দেল বস্ককে কোচ বলেই মনে হতো না পেরেজের

ভিসেন্তে দেল বস্ক।ফাইল ছবি

একের পর এক বোমা ফাটছে, আর ছিন্নভিন্ন হয়ে পড়ছে ফ্লোরেন্তিনো পেরেজের ভাবমূর্তি। সাংবাদিক হোসে আন্তোনিও আবেয়ানের কাছে থাকা রিয়াল মাদ্রিদ সভাপতির একের পর এক অডিও ফাঁস হচ্ছে। সেসব অডিওতে রিয়ালের যত কিংবদন্তি তাঁদের নামে পেরেজের করা দুর্নাম শোনা যাচ্ছে। সবার আগে ফাঁস হয়েছিল রিয়ালের একাডেমিতে বেড়ে ওঠা সর্বশেষ কিংবদন্তি রাউল গঞ্জালেজ ও ইকার ক্যাসিয়াসকে নিয়ে বলা কটু বাক্যগুলো।

পেরেজের কথার বিষ ছোবল মেরেছে ক্রিস্টিয়ানো রোনালদো, রোনালদো নাজারিও এবং জোসে মরিনিওকেও। সে ধাক্কা এখনো সামলে উঠতে পারেননি রিয়াল সমর্থকেরা। এর মধ্যেই নতুন অডিও ফাঁস হলো পেরেজের। নতুন অডিওতে নিজের ফুটবল জ্ঞানের একটু পরিচয় দিয়েছেন পেরেজ। স্পেনকে বিশ্বকাপ ও ইউরো জেতানো এবং রিয়াল মাদ্রিদকে দুটি চ্যাম্পিয়নস লিগ এনে দেওয়া ভিসেন্তে দেল বস্ককে নাকি কোচ বলেই বলে মনে হয় না পেরেজের!

দেল বস্ক যখন রিয়ালের দায়িত্বে ছিলেন।
ছবি: টুইটার

ফাঁস হওয়া কথাবার্তা ২০০৬ সালের। সে সময় কোনো ক্লাবের দায়িত্ব ছিলেন না দেল বস্ক। ২০০৫ সালে তুরস্কের ক্লাব বেসিকতাস থেকে ছাঁটাই হয়েছিলেন এই কোচ। দেল বস্কের এমন পরিণতি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিলেন পেরেজ। ফাঁস হওয়া অডিওতে শোনা গেছে, ‘সে জানে না কীভাবে কোচিং করাতে হয়, ট্যাকটিকস সম্পর্কেও কোনো ধারণা নেই। সে একটা বেকুব। কেউ ভিসেন্তে দেল বস্ককে চাকরি দিচ্ছে না, কারণ তারা সবাই জানে সে কোনো কোচ না। দেল বস্কের কোচ হিসেবে এত সুনাম আমার জীবনে দেখা সবচেয়ে বড় মিথ্যা। বেসিকতাস সভাপতিকে (ইলদ্রিম দেমিররেন) জিজ্ঞেস করুন, তাঁর কী মত। সে কোনো কোচ না, হোসে আন্তোনিও কামাচো হলো কোচ।’

দেল বস্ক ও পেরেজ।
ফাইল ছবি

দেল বস্ক ও কামাচো দুজনই রিয়ালের সাবেক খেলোয়াড়। প্রায় ছয় বছর তাঁরা একই সময়ে দলের খেলোয়াড় ছিলেন। কিন্তু কোচ হিসেবে দেল বস্কের বৃত্তান্ত অনেক বেশি সমৃদ্ধ। ১৯৯৯ সালে রিয়াল মাদ্রিদের দায়িত্ব পাওয়া দেল বস্ক দুটি লা লিগা ও দুটি চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছেন। পরে ক্লাবে প্রয়োজন বুঝে খেলোয়াড় না কিনে পেরেজের তারকাপুঞ্জ বানানোর চেষ্টায় বাধা দেওয়ায় চাকরি হারাতে হয় ২০০৩ সালে।

দেল বস্ককে বিদায় দেওয়ার এক বছর পর থেকেই চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোয় আটকে পড়ার রোগ ধরেছিল রিয়ালকে। মরিনিও এসে ২০১১ সালে অবশেষে সে অভিশাপমুক্ত করেছিলেন লস ব্লাঙ্কোদের। ওদিকে পেরেজের চোখে ভালো কোচ কামাচো কখনো রিয়াল কোচের দায়িত্ব পাননি, দুবার অন্তর্বর্তীকালীন কোচ হয়েছিলেন। একবার কোনো ম্যাচে ডাগ আউটে দাঁড়ানোর আগেই সরে যেতে হয়েছে। অন্যবার ৬ ম্যাচ দলকে নিয়ে মাঠে নামতে পেরেছিলেন কামাচো।

রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।
ফাইল ছবি: এএফপি

পেরেজ বলেছিলেন দেল বস্ক নাকি তারকা সামলাতে পারেন না। ফিগো-জিদানদের নিয়ে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জেতা এই কোচ সম্পর্কে পেরেজের ধারণাটা এমন, ‘লুইস ফিগো এল এবং রাউলের ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেল। এরা দুজন ফার্নান্দো হিয়েরোর সঙ্গে মিলে দল চালানো শুরু করল। বেচারা ভিসেন্তে, ওকে এখানে (রিয়ালে) মানায় না।’

সে সময় দেল বস্ককে স্পেনের কোচ বানানোর একটা কথা উঠেছিল। এমন সম্ভাবনার কথা শুনে হেসে উড়িয়ে দিয়েছিলেন পেরেজ, ‘ওরা বলাবলি করছে দেল বস্ক নাকি জাতীয় দলের কোচ হবে। এটাই শুধু বাকি ওদের (স্পেন দলের)। শুনেছ নাকি?’

এর দুই বছর পরই স্পেনের কোচ হয়েছেন দেল বস্ক। স্পেনকে প্রথমবারের মতো শুধু বিশ্বকাপই এনে দেননি, জিতিয়েছেন ইউরোও।