বিশ্বকাপ নিয়ে ‘টানাটানি’ নেইমার–এমবাপ্পের

পিএসজি তারকা নেইমার ও কিলিয়ান এমবাপ্পেফাইল ছবি: এএফপি

রিয়াল মাদ্রিদ–সমর্থকেরা নিশ্চিতভাবেই কিলিয়ান এমবাপ্পের কাছ থেকে এ কথা শুনতে চাননি।

ফরাসি ফরোয়ার্ডকে রিয়াল কিনতে চায়—এ খবর পুরোনো। এমবাপ্পেকে কেনার চেষ্টা থেকে এখনো সরে আসেনি রিয়াল। এর মধ্যে এমবাপ্পে দুঃসংবাদই দিলেন রিয়ালকে।

পিএসজির সাময়িকীতে এক সাক্ষাৎকারে এমবাপ্পে জানিয়েছেন নিজের স্বপ্নের কথা—ফরাসি ক্লাবটির হয়ে তিনি চ্যাম্পিয়নস লিগ জিততে চান।

ইউরোপসেরা হতেই চার বছর আগে নেইমারকে দলবদলের বিশ্ব রেকর্ড গড়ে নিয়ে এসেছে পিএসজি। পরের বছর এমবাপ্পেকেও কিনে চ্যাম্পিয়নস লিগ স্বপ্নের পালে জোর হাওয়া লাগায় পিএসজি।

কিন্তু এখনো সেই স্বপ্ন পূরণ হয়নি। ২০১৮ সালে এমবাপ্পে আসার পর মাত্র একবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে পিএসজি। এদিকে ২২ বছর বয়সী এমবাপ্পের চুক্তির মেয়াদ বাকি আছে আর এক বছর।

এর আগে শোনা গিয়েছে, ফ্রান্সের হয়ে বিশ্বকাপজয়ী এ তারকা পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ আর বাড়াবেন না। তখন বেশ আশা দেখেছেন রিয়াল–সমর্থকেরা। এমবাপ্পে মাদ্রিদে আসতেই বুঝি পিএসজিতে মেয়াদ বাড়াবেন না!

কিন্তু এমবাপ্পে এখন যা বললেন, তাতে আগামী মৌসুম শেষেও তাঁর পিএসজি ছাড়ার সম্ভাবনা নেই বললেই চলে।

নেইমারকে নিয়ে যৌথ সাক্ষাৎকারে পিএসজি তারকা বলেছেন, ‘পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ই আমার সবচেয়ে বড় স্বপ্ন।’ এই সাক্ষাৎকারে নেইমার কখনো সংবাদকর্মী হয়ে প্রশ্ন করেছেন এমবাপ্পেকে, আবার এমবাপ্পে কখনো সংবাদকর্মী হয়ে প্রশ্ন করেছেন নেইমারকে।

এমবাপ্পে তাঁর ক্লাব সতীর্থকে বলেন, ‘আমি তো তেমন ভালো সংবাদকর্মী নই...নেইমারকে কী জিজ্ঞেস করব? আচ্ছা, প্রায় সবকিছুই জেতার পর এখন তোমার সবচেয়ে বড় স্বপ্ন কোনটি?’

নেইমার জানালেন দুটি স্বপ্নের কথা, ‘পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ এবং ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয় আমার সবচেয়ে বড় স্বপ্ন। আর তোমার (এমবাপ্পে) জন্য তো পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জয়, তাই না?’

ব্রাজিল তারকা তাঁর ক্লাব সতীর্থের কাছে পাল্টা প্রশ্ন রাখলে এমবাপ্পের কৌতুকপূর্ণ জবাব, ‘আরেকটি বিশ্বকাপ কেন নয়?’ কিন্তু এবার বাদ সাধলেন নেইমার, ‘না, পরের বিশ্বকাপ আমার। এর বাইরে তোমার বড় স্বপ্ন কোনটি?’

এমবাপ্পে হাল ছাড়ার পাত্র নন। এবার কৌশল করে তাঁর জবাব, ‘পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জিততে চাই। তাহলে দারুণ হয়। তবে আরেকবার বিশ্বকাপ জিতলেও মন্দ হয় না, সেটিও হবে দারুণ এক অর্জন।’

ইউরো অভিযান শেষে পিএসজির অনুশীলনে ফিরেছেন এমবাপ্পে। তাঁর বিশ্বকাপ-স্বপ্নের কথা শুনে নেইমার আরও সাবধানী হতেই পারেন। ২০২২ কাতার বিশ্বকাপ যে নেইমার যেকোনো মূল্যে জিততে চান!