বিশ্বমানের এক গোল দেখল গোপালগঞ্জ

দুই গোলে পিছিয়ে পড়েও শেখ রাসেলকে হারাল বারিধারাছবি: বাফুফে

কয়েক দিন আগে ফ্রিকিক থেকে দুর্দান্ত এক গোল করে তাক লাগিয়ে দিয়েছিলেন ইভগেনি কসনেভ। আজ উত্তর বারিধারার উজবেকিস্তানের এই মিডফিল্ডার মাঠে উপস্থিত থেকে দেখলেন তাঁর দলের বিপক্ষে ফ্রিকিক থেকে দুর্দান্ত এক গোল।

প্রায় মধ্যমাঠ থেকে নেওয়া ফ্রিকিক থেকে সরাসরি বল জালে জড়িয়ে দিয়েছেন শেখ রাসেলের কিরগিজ ডিফেন্ডার আইজার আখমাতভ। এমন দুর্দান্ত গোল করেও দলকে জেতাতে পারেননি আখমাতভ। ২-০ গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত উত্তর বারিধারার বিপক্ষে ২-৩ গোলে হারতে হয়েছে শেখ রাসেলকে।

গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে রোমাঞ্চকর এক ম্যাচই হয়েছে। আগের ৬ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছিল বারিধারা। আজ ১১ মিনিটের মধ্যে ২-০ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা।

২ গোলে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ানোর এক গল্পই লিখেছে তারা। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগেই ২-২। ড্রয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল ম্যাচটি। ম্যাচের শেষ বাঁশি বাজার আগে জয়সূচক গোলটি করেছেন মিডফিল্ডার সুজন বিশ্বাস। দলের হয়ে দ্বিতীয় গোলটিও করেছিলেন সুজন।

৭ মিনিটে আখমাতভের গোলেই এগিয়ে যায় শেখ রাসেল। মাঝমাঠের একটু ওপর থেকে ফ্রিকিক পায় তারা। সাধারণত এমন জায়গা থেকে সতীর্থকে পাস দিয়ে আক্রমণে ওঠার চেষ্টা করা হয়। আখমাতভ দেখলেন পোস্ট ছেড়ে সামনে এগিয়ে এসে দাঁড়িয়ে আছেন বারিধারার গোলকিপার সাইফুল ইসলাম। সুযোগ নিলেন। তাঁর শট গোলকিপারের মাথার ওপর দিয়ে জালে। ফুটবলেই এমন গোল সচরাচর দেখা যায় না।

আখমাতভের দুর্দান্ত গোলের ৪ মিনিট পরেই ২-০ করেছেন ইসমাইল তাবারেজ।
শুরুতেই ২-০ গোলে এগিয়ে যাওয়ায় মনে হচ্ছিল আজ বড় জয়ই পাবে শেখ রাসেল। হলো উল্টো। ৩৯ মিনিটে ফ্রিকিক থেকে গোল করে ২-১ করেছেন সাইদসটন ফজিলোভ। পরের মিনিটেই ২-২ করেছেন সুজন। বক্সের মধ্যে থেকে ডান পায়ের শটে গোলটি করেন তিনি। ২-০ গোলে পিছিয়ে পড়া ম্যাচটি ২-২ গোলে সমতা।

মুন্সিগঞ্জে জিতেছে শেষ জামাল ক্লাব
ছবি: বাফুফে

সুজন শেষ নাটকটা দেখালেন যোগ করা সময়ের তৃতীয় মিনিটে। বাঁ প্রান্তে সুজনের উদ্দেশে রক্ষণচেরা থ্রু দিয়েছিলেন কসনেভ। দ্রুতগতিতে ওপরে উঠে সেটি নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে ঠান্ডা মাথায় প্লেসিংয়ে গোলটি করেছেন সুজন। এমন গোল উদ্‌যাপনে গায়ের জার্সিই খুলে ফেললেন সুজন। লিগে এটি তাঁর তৃতীয় গোল।

এই জয়ে ৭ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে বারিধারা। ৫ পয়েন্ট নিয়ে নবম স্থানে শেখ রাসেল।

মুন্সিগঞ্জে শেখ জামালের জয়

মুন্সিগঞ্জ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল লিগের অপরাজিত দুই দল চট্টগ্রাম আবাহনী ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ২-১ গোলের জয়ে অপরাজেয় শেখ জামাল।

পেনাল্টি মিসের খেসারত দিয়েছে মারুফুল হকের দল। ২-০ গোলে পিছিয়ে পড়ার পর পেনাল্টি পায় চট্টগ্রাম আবাহনী। ৬৮ মিনিটে স্পট কিক থেকে বল জালে জড়াতে ব্যর্থ হয়েছেন আফগানিস্তানের মিডফিল্ডার ওমিদ পোপালজাই। তাই ৮৩ মিনিটে পিটার থ্যাংকগডের গোলটি হয়ে থাকে কেবল ব্যবধান কমানো। এর আগে ২৯ ও ৬৮ মিনিটে জোড়া গোল করেছেন শেখ জামালের অধিনায়ক সলোমন কিং।

এই জয়ে ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে শেখ জামাল। চতুর্থ স্থানে থাকা চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট ১২।