বিয়েলসার কাছে ‘অপ্রত্যাশিত’, বিয়াঞ্চির মতে, ‘প্যারিস মেসির জন্য আদর্শ’

প্যারিসে বেশ ভালো আছেন মেসিছবি: টুইটার

আর্জেন্টিনার বেশির ভাগ ফুটবলপ্রেমীর চোখ এখন প্যারিসে। লিওনেল মেসি যোগ দিয়েছেন সেখানকার ক্লাব পিএসজিতে। কার্লোস বিয়াঞ্চি ও মার্সেলো বিয়েলসা নামের দুজন ফুটবলপ্রেমীও এ বিষয়ে নিজেদের মতামত দিয়েছেন।

বিয়াঞ্চিকে চেনা গেল? ইতিহাসের একমাত্র কোচ হিসেবে চারবার জিতেছেন দক্ষিণ আমেরিকান ক্লাব ফুটবলে শ্রেষ্ঠত্বের মুকুট কোপা লিবার্তোদোরেস। আর বিয়েলসা? লিডস ইউনাইটেডের এই কোচ অনেকের কাছেই কোচদের কোচ। তাঁকে ‘গুরু’ মানেন পেপ গার্দিওলারা।

বিয়াঞ্চির আরও একটি পরিচয় আছে। ফরাসি লিগের ইতিহাসে যৌথভাবে নবম সর্বোচ্চ গোলদাতা আর্জেন্টিনার সাবেক এ ফরোয়ার্ড। পিএসজিতে খেলেছেন দুই মৌসুম (৭৭-৭৮, ৭৮-৭৯)। এই ক্লাবে খেলা প্রথম আর্জেন্টাইন খেলোয়াড়ও বিয়াঞ্চি। তাঁর দেশের বর্তমান সময়ের সবচেয়ে বড় তারকা মেসি পিএসজিতে যোগ দেওয়ায় বিয়াঞ্চি স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত। তাঁর মতে, প্যারিস মেসির জন্য আদর্শ জায়গা। এদিকে বিয়েলসা অবাক হয়েছেন। তাঁর কাছে মেসির পিএসজিতে যোগ দেওয়া সম্পূর্ণ অপ্রত্যাশিত।

পিএসজির হয়ে দুই মৌসুমে ৭৪ ম্যাচে ৬৪ গোল করা বিয়াঞ্চি মেসিকে নিয়ে কথা বলেছেন ক্লাবটির ওয়েবসাইটে। সেখানে দেওয়া এক সাক্ষাৎকারে বোকা জুনিয়র্সের সাবেক এ কোচ বলেন, ‘প্যারিসে এসে সে খুশি হয়েছে কি না, সেটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফুটবল যারা ভালোবাসে, তারা মেসির পিএসজিতে যাওয়ায় অবশ্যই খুশি হবে, প্যারিস ওর জন্য আদর্শ জায়গা।’ নেইমার, কিলিয়ান এমবাপ্পে, আনহেল ডি মারিয়াদের নিয়ে আগেই শক্তিশালী দল ছিল পিএসজি। এবার মেসি, জর্জিনিও ভাইনালডাম, সের্হিও রামোস, জিয়ানলুইজি দোন্নারুম্মাদের নিয়ে আরও শক্তিশালী দল গঠন করেছে তারা। ক্লাবটির লক্ষ্য যে চ্যাম্পিয়ন্স লিগ জয়, তা না বললেও চলে।

রামোসকে সঙ্গী হিসেবে পাচ্ছেন মেসি
ছবি: টুইটার

বিয়াঞ্চির বিশ্বাস মেসিকে নিয়ে ইউরোপে ছড়ি ঘোরাতে পারবে পিএসজি, ‘২০১৯ সালে চেয়ারম্যান নাসের আল খেলাইফির সঙ্গে সাক্ষাতে বলেছিলাম, পিএসজি চ্যাম্পিয়নস লিগ জিতবে। গত দুই মৌসুমে তারা খুব পিছিয়ে ছিল না। এখন মেসি যোগ দেওয়ায় আমি আরও আত্মবিশ্বাসী। মরিসিও পচেত্তিনো নতুন রত্ন পেয়েছে। বোকা জুনিয়র্সে কোচিং করানোর সময় আমি যেমন হুয়ান রোমান রিকেলমেকে পেয়েছিলাম। মাঠে নামিয়ে দিলে কী করতে হবে, সেটা তারা জানে।’

মেসিকে এ মুহূর্তে বিশ্বসেরা তো বটেই আর্জেন্টিনার ইতিহাসেই তাঁকে সেরা খেলোয়াড় মনে করেন ৭২ বছর বয়সী এ কোচ। ভ্রূকুটি জাগছে? তাহলে ডিয়েগো ম্যারাডোনা! বিয়াঞ্চি নিজেই বললেন তাঁর এ কথা নিজের দেশেই অনেকের পছন্দ হয়নি, ‘মেসি এ মুহূর্তে আমার কাছে বিশ্বের সেরা খেলোয়াড় এবং আর্জেন্টিনার ইতিহাসেও সেরা। আর্জেন্টিনায় আমি এ কথা বলায় ডিয়েগো ম্যারাডোনার ভক্তরা তাতে খুশি হতে পারেননি।’

লিডস ইউনাইটেড কোচ মার্সেলো বিয়েলসা
ফাইল ছবি: এএফপি

লিডস কোচ বিয়েলসা আর্জেন্টিনার সাবেক কোচও। মেসি তাঁর অধীনে জাতীয় দলে কখনো খেলার সুযোগ পাননি। তাঁর সঙ্গে বিয়েলসার যোগসূত্র একটাই—নিউওয়েলস ওল্ড বয়েজ। শৈশবে মেসি যেমন আর্জেন্টিনার এ ক্লাবে খেলেছেন, তেমনি বিয়েলসাও এ ক্লাবে খেলেছেন এবং কোচিং করিয়েছেন। এ সপ্তাহেই লিডসের সঙ্গে এক বছরের চুক্তি নবায়ন করা আর্জেন্টাইন এ কোচ মেসির পিএসজিতে যোগ দেওয়ার বিষয়ে খুব সংক্ষেপে বলেন, ‘এটা পুরোপুরি অপ্রত্যাশিত খবর। বাকিদের মতো আমিও অবাক হয়েছি।’

বার্সেলোনা মেসিকে ধরে রাখতে চেয়েছিল। গুঞ্জন ছিল, বেতন কমিয়ে মেসি পাঁচ বছরের চুক্তি করতে সম্মতও হয়েছিলেন। কিন্তু লা লিগার বেঁধে দেওয়া বেতনসীমার মধ্যে থাকতে না পারায় মেসিকে ধরে রাখতে পারেনি বার্সা। এরপরই মেসিকে প্যারিসে উড়িয়ে এনেছে পিএসজি।