বৃদ্ধার সম্পত্তি রক্ষা করে নায়ক বনে গেলেন লিন্ডেলফ

দারুণ এক কাজ করেছেন লিন্ডেলফ।ছবি: টুইটার

ভিক্টর লিন্ডেলফ কেমন ডিফেন্ডার এ নিয়ে দ্বিধান্বিত উত্তর দেবেন ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকেরা। কেউ বলবেন ভালো, কেউবা সেভিয়ার বিপক্ষে ম্যাচের পারফরম্যান্সের কথা মনে করিয়ে দেবেন। ইউনাইটেডের জাল রক্ষায় তাঁর ভূমিকা হয়তো এ মৌসুমে আশানুরূপ ছিল না। ফুটবল মাঠে যেমনই পারফরম্যান্স দেখান না কেন, বাস্তবে কিন্তু রক্ষণটা ভালোই পারেন সুইডিশ এই ডিফেন্ডার।

আরও পড়ুন

গতকাল চোরের হাত থেকে এক বৃদ্ধার ব্যাগ উদ্ধার করে সবার প্রশংসা কুড়িয়ে নিয়েছেন লিন্ডেলফ।
দীর্ঘ এক মৌসুম শেষে অবশেষে ছুটি মিলেছে ফুটবলারদের। ফ্রেঞ্চ লিগ শুরু হয়ে গেলেও বাকি শীর্ষ লিগগুলো এখনো শুরু হয়নি। ইউনাইটেডের প্রাক মৌসুম প্রস্তুতি শুরু হবে আগামী সপ্তাহে। সুযোগ মিলতেই ফিরেছেন স্ত্রী-সন্তান নিয়ে ফিরেছেন দেশে। সুইডেনের ভ্যাস্তেরাস অঞ্চলে নিজ এলাকায় ছুটি কাটানোর সময়ই নায়ক হওয়ার সুযোগ চলে এল লিন্ডেলফের সামনে। গতকাল সোমবার সকালে ভ্যাস্তেরাসে এক বৃদ্ধাকে মহা বিপদ থেকে রক্ষা করেছেন তিনি। পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, নব্বই বছর বয়সী এক বৃদ্ধা ওয়াকার নিয়ে হাঁটছিলেন রাস্তায়। ওয়াকারের ঝুড়িতেই তাঁর ব্যাগ রাখা ছিল।

কিন্তু এই সময় ত্রিশের ঘরে থাকা এক ব্যক্তি সাইকেল চালিয়ে তাঁর পাশ দিয়ে যাওয়ার সময় হ্যাঁচকা টানে ব্যাগ নিয়ে চলে যান। পালিয়ে যাওয়ার চেষ্টা অবশ্য সফল হয়নি। এমন ঘটনা দেখে তাঁকে করেছেন লিন্ডেলফ এবং চোরকে জাপটে ধরে আটকে রেখেছিলেন পাঁচ মিনিট। পুলিশ এসে পৌঁছানোর পর তাদের হাতে অপরাধীকে তুলে দিয়েছেন লিন্ডেলফ। এ ঘটনার পর সবাই লিন্ডেলফের প্রশংসায় মেতেছেন। ইউনাইটেডের এক সূত্র এ ব্যাপারে গোল ডটকমকে জানিয়েছেন, ‘তাঁর এ কাজে আমরা সবাই গর্বিত কিন্তু লিন্ডেলফের ধারণা এমন পরিস্থিতিতে আর সবাই যা করত, সেও তাই করেছে।’

ভ্যাস্তেরাস পুলিশের বিবৃতিতে জানানো হয়েছে, ‘পুলিশ এই সুযোগে ভুক্তভোগীর সম্পত্তি ফিরিয়ে দেওয়ার জন্য দ্রুত সিদ্ধান্ত নেওয়া ও হস্তক্ষেপ করার জন্য ঘটনার প্রত্যক্ষদর্শীকে (লিন্ডেলফ) ধন্যবাদ দিতে চায়।’

একদিকে সাধারণ মানুষ ও পুলিশের চোখে নায়ক হয়েছেন লিন্ডেলফ। ওদিকে তাঁর রক্ষণ সঙ্গী হ্যারি ম্যাগুয়ার পুলিশের সঙ্গে ঝামেলা পাকিয়ে ভুল কারণে সংবাদের শিরোনাম হয়েছেন এ সপ্তাহেই।