‘বেলের হেঁটে যাওয়া রাস্তায় চুমু খাওয়া উচিত রিয়াল ভক্তদের’

বেল এখন টটেনহামে।ছবি : টটেনহাম টুইটার

এর আগেও নিজের মক্কেল গ্যারেথ বেলের প্রতি রিয়াল মাদ্রিদের আচরণ নিয়ে বেশ ক'বার অসন্তোষ প্রকাশ করেছিলেন জোনাথন বার্নেট। গত দু'বছর ধরে বেলের সঙ্গে রিয়াল ও তাঁদের কোচ জিনেদিন জিদানের সম্পর্ক ভালো ছিল না। গোটা সময়টাতেই রিয়াল বেলকে বিক্রি করে দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে গেছে, পারেনি। অবশেষে বেলকে কিনে রিয়ালকে ‘উদ্ধার’ করেছে বেলের সাবেক ক্লাব টটেনহাম হটস্পার। তবে পাকাপাকিভাবে কেনেনি, নিয়েছে এক বছরের ধারে। এক বছর পর বেলের পারফরম্যান্স ও আনুষঙ্গিক বিষয়াদি দেখে সিদ্ধান্ত হবে, টটেনহাম আদৌ বেলকে পাকাপাকিভাবে কিনবে কি না। না কিনলে বেলকে ফিরতে হবে রিয়ালেই।

মাদ্রিদে গত দুই বছর সময়টা ভালো কাটেনি বেলের।
ছবি : এএফপি

তবে বেলের মুখপাত্র বার্নেট প্রচণ্ড আশাবাদী, বেলকে আর রিয়ালে ফিরতে হবে না। এখানেই নতুন করে নিজের ইতিহাস রচনা করবেন বেল। বিবিসি রেডিও ফোর কে দেওয়া সাক্ষাৎকারে বার্নেট বলেছেন, 'আশা করি এই প্রসঙ্গ (বেল রিয়ালে ফিরবেন কি না) আর কখনো উঠবে না। ও টটেনহামে এতটাই সফল হবে যে ও সেখানেই থাকতে চাইবে। ফলে ওর থাকার ব্যাপারটা আরও সহজ হয়ে যাবে। আমি এটাই আশা করি, ও যেন খেলাটার জন্য প্রেরণা ফিরে পায়, ও যেভাবে খেলতে চায় সেভাবেই যেন খেলতে পারে। বাকিটা ওর ওপর। ও কোনো নির্বাচনী পরীক্ষা দিতে যাচ্ছে না। ও অনেকের চেয়েই জীবনে অনেক বেশি জিতেছে। অন্তত যেসব ব্রিটিশ ফুটবলার বাইরে খেলতে গিয়েছিল, তাঁদের মধ্যে।’

আমার মতে, বেলের সঙ্গে ঠিক আচরণ করেনি রিয়াল। একজন খেলোয়াড় যে কি না একটা বড় ক্লাবের হয়ে এত কিছু জিতেছে, সে হিসেবে ওর সঙ্গে ভালো ব্যবহার করা হয়নি। ওর মতো একজন খেলোয়াড়, যে কি না সাত বছরে ক্লাবের হয়ে এত কিছু জিতেছে, ওর সঙ্গে আরও ভালো আচরণ করতেই পারত রিয়াল। আমি এ নিয়ে আর কিছু বলতে চাই না। আমার মনে হয় রিয়ালের ভক্তরা যা করেছে ওর সঙ্গে, তা জঘন্য ছিল। ক্লাবও এ ব্যাপারে বেলকে সাহায্য করেনি। ও রিয়ালের হয়ে যা জিতেছে, এর পর রিয়াল ভক্তদের উচিত বেল যে রাস্তা দিয়ে হেঁটে যায় সে রাস্তায় চুমু খাওয়া।’