ব্যালন ডি’অর বেনজেমার হতে পারে, সোনার জুতা লেভাই পাচ্ছেন

এবার ইউরোপিয়ান গোল্ডেন সুয়ের লড়াইয়ে লেভার সঙ্গে আছেন আরও কয়েকজনফাইল ছবি

স্প্যানিশ সুপার কাপ ও লা লিগা জেতা হয়ে গেছে। সামনে চ্যাম্পিয়নস লিগ জয়ের হাতছানি রিয়াল মাদ্রিদের। ২৬ গোল করে রিয়াল মাদ্রিদের লা লিগা জয়ে সবচেয়ে বড় ভূমিকা করিম বেনজেমার। চ্যাম্পিয়নস লিগেও এবার ১৪ গোল করে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা ফরাসি এই স্ট্রাইকার। এরই মধ্যে তাই এবারের সম্ভাব্য ব্যালন ডি’অরজয়ী হিসেবে বেনজেমার নামটাই সবচেয়ে বেশি শোনা যাচ্ছে। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল পেরিয়ে রিয়াল মাদ্রিদ যদি শেষ পর্যন্ত ফাইনাল ও তারপর শিরোপা জিততে পারে, তাহলে আসলেই ব্যালন ডি’অরের বেনজেমার প্রতিদ্বন্দ্বী পাওয়া মুশকিল হবে। তবে সেখানে টেক্কা দিতে না পারলেও একটা জায়গায় বেনজেমার চেয়ে অনেক এগিয়ে বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি। ইউরোপের লিগগুলোর মধ্যে মৌসুমে সবচেয়ে বেশি গোলের পুরস্কার ‘ইউরোপিয়ান গোল্ডেন শু’ হয়তো আবারও জিততে যাচ্ছেন লেভা।

১৫ বছর ধরে বেশির ভাগ সময় সোনার জুতার এ লড়াই মূলত লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যেই সীমাবদ্ধ ছিল। মেসি জিতেছে ৬ বার, রোনালদো ৪ বার। এ দুজনের বাইরে এই সময়ে ‘ইউরোপিয়ান গোল্ডেন সু’ জেতার অভিজ্ঞতা হয়েছে শুধু দিয়েগো ফোরলান (১), লুইস সুয়ারেজ (২), চিরো ইম্মোবিলে ও লেভানডফস্কির (১)।

লেভাকে ধরা কঠিনই হবে বাকিদের জন্য
প্রথম আলো


গত মৌসুমে ৪১ গোল করে ক্যারিয়ারের প্রথমবার সোনার জুতা জিতেছিলেন লেভানডফস্কি। এবার এরই মধ্যে ৩২ ম্যাচে ৩৪ গোল হয়ে গেছে তাঁর। লিগে বায়ার্নের আরও দুটি ম্যাচ বাকি। সোনার জুতার এই লড়াইয়ে লেভার কাছাকাছি আছেন লাৎসিওর ইতালিয়ান স্ট্রাইকার চিরো ইম্মোবিলে ও রিয়াল মাদ্রিদের করিম বেনজেমা। ২৭ গোল ইম্মোবিলের, বেনজেমার ২৬। লিগে লাৎসিওর এখনো তিনটি ম্যাচ বাকি, রিয়াল মাদ্রিদের বাকি চারটি। তারপরও এ দুজনের পক্ষে লেভাকে ধরা কিছুটা কঠিনই। অবশ্য এর মধ্যে যদি আবার দুজনের কেউ কোনো ম্যাচে হ্যাটট্রিক করে ফেলেন, তাহলে অন্য কথা। একই সম্ভাবনা লেভার ক্ষেত্রেও থাকছে যদিও।

এই মৌসুমে ৩৩ গোল করেছেন রেড স্টার বেলগ্রেডের নরওয়েজিয়ান স্ট্রাইকার ওহি ওমুইওহানফো। কিন্তু উয়েফার রেটিং বিচারে সার্বিয়ার সুপার লিগায় প্রতিটি গোলের জন্য দেওয়া হয় ১.৫ পয়েন্ট। যেখানে ইউরোপের শীর্ষ লিগগুলোয় প্রতিটি গোলের জন্য বরাদ্দ ২ পয়েন্ট। এ জন্য লেভার পয়েন্ট ৬৮, ইম্মোবিলের ৫৪, বেনজেমার ৫২ হলেও ওমুইওহানফোর পয়েন্ট ৪৯.৫। ৩৩ গোল করেও আপাতত তিনি এ লড়াইয়ে অনেক পেছনে।

গত বছরের গোল্ডেন সু হাতে লেভানডফস্কি
ফাইল ছবি


২৪ গোল করে ৪৮ পয়েন্ট নিয়ে এ তালিকায় আপাতত পঞ্চম স্থানে আছেন পিএসজির ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। এরই মধ্যে শিরোপা নিশ্চিত করে ফেলা পিএসজির লিগে ম্যাচ বাকি আরও তিনটি।
দেখা যাক, শেষ পর্যন্ত লেভাকে পেছনে ফেলে অন্য কেউ সোনার জুতা জিততে পারেন কি না।