ব্রাইটনের মাঠে এক গোল করেই রেকর্ড বইয়ে কেইন

প্রিমিয়ার লিগে প্রতিপক্ষের মাঠে ৯৫তম গোল করে হ্যারি কেইনের উচ্ছ্বাসছবি: রয়টার্স

গোল, গোল এবং গোল—কয়েক মৌসুম ধরেই হ্যারি কেইনের ক্যারিয়ারটা এমনই চলছে! টটেনহামের হয়ে মাঠে নামলেই কেইন গোল পাবেন, এটাই যেন হয়ে গেছে নিয়তি। এ মৌসুমের শুরুতে যদিওবা ছন্দটা একটু হারিয়ে ফেলেছিলেন, আবার তা ফিরে পেয়েছেন ইংলিশ স্ট্রাইকার। কাল ব্রাইটনের বিপক্ষে টটেনহামের ২-০ গোলের জয়ে একটি গোল করেছেন কেইন। আর এ গোলেই রেকর্ড বইয়ের একটি পাতায় ওয়েইন রুনিকে পেছনে ফেলে লিখিয়ে নিয়েছেন নিজের নাম।

টটেনহাম কাল প্রিমিয়ার লিগের ম্যাচটি খেলেছে ব্রাইটনের মাঠে। ৩৭ মিনিটে আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরোর গোল এগিয়ে যাওয়া টটেনহামের দ্বিতীয় গোলটি করেন কেইন। ৫৭ মিনিটে করা গোলটি ইংলিশ প্রিমিয়ার লিগে প্রতিপক্ষের মাঠে তাঁর ৯৫তম। প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রতিপক্ষের মাঠে এর চেয়ে বেশি গোল করেননি আর কোনো খেলোয়াড়। এত দিন ৯৫ গোল নিয়ে রেকর্ডটি ছিল ইংল্যান্ডের সাবেক অধিনায়ক রুনির।

প্রিমিয়ার লিগে সর্বশেষ ৬ ম্যাচে ৭ গোল পেলেন টটেনহামের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন
ছবি: রয়টার্স

প্রতিপক্ষের মাঠে ৯৪ গোল করতে রুনি খেলেছেন ২৪৩ ম্যাচ। আর কেইন তাঁকে ছাড়িয়ে যেতে মাত্র ১৩৯টি ম্যাচই খেলেছেন। প্রিমিয়ার লিগে প্রতিপক্ষের মাঠে গোল করার তালিকায় তৃতীয় স্থানে আছেন অ্যালান শিয়ারার। ২১৯ ম্যাচে তিনি করেছেন ৮৭ গোল। চতুর্থ স্থানে থাকা ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের গোল ৮৫টি।

লিগে সর্বশেষ ৬ ম্যাচে এটি ছিল কেইনের সপ্তম গোল। চলতি মৌসুমে এই নিয়ে ১২ গোল করা কেইন আরেকটি রেকর্ডের দিকেও দ্রুতই এগিয়ে চলেছেন। প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে বেশি গোল করার সেই রেকর্ড এখন শিয়ারারের অধিকারে। ১৯৯২ থেকে ২০০৬—এই ১৪ মৌসুমে ব্ল্যাকবার্ন রোভার্স ও নিউক্যাসলের হয়ে ৪৪১ ম্যাচ খেলে ২৬০ গোল করেছেন ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার।

রুনির রেকর্ড ভেঙে অ্যালান শিয়ারের একটি রেকর্ডের দিকে এগোচ্ছেন হ্যারি কেইন
ছবি: রয়টার্স

ব্রাইটনের বিপক্ষে কালকের গোল নিয়ে প্রিমিয়ার লিগে কেইনের গোলসংখ্যা এখন ১৭৮। ২০১২ থেকে ২০২২—এই ১০ মৌসুমে নরউইচ সিটি ও টটেনহামের হয়ে কেইন ম্যাচ খেলেছেন ২৭২টি। কেইনের সব গোলই অবশ্য টটেনহামের হয়ে। নরউইচের হয়ে ৩টি ম্যাচ খেললেও কোনো গোল পাননি। প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলের তালিকায় কেইন কাল ফ্রাঙ্ক ল্যাম্পার্ডকে ছাড়িয়ে উঠে এসেছেন পঞ্চম স্থানে। শিয়ারার ও তাঁর মাঝে আছেন রুনি (২০৮), অ্যান্ডি কোল (১৮৭) ও সের্হিও আগুয়েরো (১৮৪)।

ব্রাইটনের বিপক্ষে ম্যাচ শেষে কেইনের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বাসই ঝরে পড়েছে টটেনহামের কোচ আন্তোনিও কন্তের কণ্ঠে, ‘আমি তাকে নিয়ে খুব খুশি। প্রতি ম্যাচেই সে অনেক গোলের সুযোগ পায়। মৌসুমের শুরুতে সে কিছুটা ধুঁকেছে। খুব বেশি গোল পায়নি। কিন্তু সে জানে এই দলে সে প্রতি ম্যাচেই গোল করার সুযোগ পাবে।’