ব্রাজিল ম্যাচের আগে সুয়ারেজের করোনা

করোনা আক্রান্ত উরুগুয়ে ফরোয়ার্ড লুইস সুয়ারেজ।ছবি: রয়টার্স

করোনাভাইরাসে আক্রান্ত ফুটবল তারকাদের তালিকাটা শুধু লম্বাই হচ্ছে। ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার, কিলিয়ান এমবাপ্পে, জ্লাতান ইব্রাহিমোভিচ, সাদিও মানে, মোহাম্মদ সালাহ, পাওলো দিবালাদের নামের পাশে যোগ হলো উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজের নামও।

উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন আজ সুয়ারেজের করোনা পজিটিভ হওয়ার খবর নিশ্চিত করেছে। বাংলাদেশ সময় আগামীকাল ভোর পাঁচটায় ২০২২ বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বে ব্রাজিলের বিপক্ষে খেলা উরুগুয়ের। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচের আগে করানো পরীক্ষায় সুয়ারেজ ছাড়াও করোনা পজিটিভ হয়েছেন গোলরক্ষক রদ্রিগো মুনোজ ও দলের একজন একজন কর্মকর্তা। উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে তিনজনই পুরোপুরি সুস্থ আছেন।

এর আগে গত শনিবার কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের পর করোনা পজিটিভ হয়েছিলেন দলটির ডিফেন্ডার মাতিয়াস ভিনা। আগের দিন কলম্বিয়াকে কলম্বিয়ার মাঠেই ৩-০ গোলে হারায় দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে। ওই ম্যাচে পেনাল্টি থেকে একটি গোল করেছিলেন এই মৌসুমে বার্সেলোনা ছেড়ে আতলেতিকো মাদ্রিদে যোগ দেওয়া সুয়ারেজ।

ব্রাজিলের বিপক্ষে তো খেলা হচ্ছেই না, আগামী শনিবার লা লিগায় পুরোনো ক্লাব বার্সেলোনার বিপক্ষেও সম্ভবত খেলা হচ্ছে না সুয়ারেজের। এ দিন লিওনেল মেসির বার্সাকে আতিথেয়তা দেবে আতলেতিকো।

লা লিগায় বার্সেলোনার বিপক্ষেও খেলার সম্ভাবনা নেই আতলেতিকো মাদ্রিদ ফরোয়ার্ড সুয়ারেজের।
ছবি: রয়টার্স

সুয়ারেজের অনুপস্থিতি ভালোই টের পাওয়ার কথা আতলেতিকোর। ন্যু ক্যাম্প ছেড়ে দিয়েগো সিমিওনের দলে যোগ দেওয়ার পর লা লিগায় ছয় ম্যাচ খেলে ৫টি গোল করেছেন ৩৩ বছর বয়সী স্ট্রাইকার।

সুয়ারেজদের আতলেতিকো এখন পয়েন্ট তালিকার তিনে অবস্থান করছে। শীর্ষ দল রিয়াল সোসিয়েদাদের চেয়ে ৩ পয়েন্ট পিছিয়ে দলটি। অবশ্য সোসিয়েদাদের চেয়ে দুই ম্যাচ কম খেলেছে আতলেতিকো। নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে এক ম্যাচ কম খেললেও সুয়ারেজরা এগিয়ে ১ পয়েন্টে। শনিবারের প্রতিপক্ষ বার্সেলোনা আতলেতিকোর সমান সাত ম্যাচে খেললেও পিছিয়ে ৬ পয়েন্টে।

এ মাসের শুরুতে আতলেতিকো কোচ সিমিওনে বলেছেন সুয়ারেজের কারণে সময়টা ভালো যাচ্ছে তাঁর দলের। কিন্তু মৌসুমে প্রথম বড় ম্যাচে সেই সুয়ারেজকে ছাড়াই দল সাজাতে হবে সিমিওনেকে।