ব্রাজিল যে ১১ জন নিয়ে নামবে উরুগুয়ের বিপক্ষে

ফিরমিনো, থিয়াগো সিলভা, মার্কিনিও—তিনজনই খেলবেন আগামীকাল।ছবি: রয়টার্স

বিশ্বকাপ বাছাইপর্বের তিন ম্যাচে টানা তিন জয়। পূর্ণ ৯ পয়েন্ট ঝুলিতে। ব্রাজিল কোচ তিতের মুখের হাসিটা চওড়া হওয়ার কথা। কিন্তু সেটা হচ্ছে কোথায়? খেলোয়াড়দের একের পর এক করোনায় আক্রান্ত হওয়া আর চোট সমস্যা চিন্তার ভাঁজ ফেলেছে তিতের কপালে। অনেক সমস্যা নিয়ে আগামীকাল ব্রাজিল মাঠে নামবে উরুগুয়ের বিপক্ষে। এ ম্যাচে ব্রাজিল কোন ১১ জনকে নিয়ে নামবে, এর একটা ধারণা দিয়েছেন কোচ।

ব্রাজিল এর আগে জয় পেয়েছে ভেনেজুয়েলা, পেরু ও বলিভিয়ার বিপক্ষে। তবে এসব দলের চেয়ে উরুগুয়ে যে অনেক বেশি শক্তিশালী, সেটা বেশ ভালো করেই জানেন ব্রাজিল কোচ, ‘এই ম্যাচ অন্যান্য ম্যাচের চেয়ে আলাদা। ভেনেজুয়েলার বিপক্ষে ঘরের মাটিতে খেলা এক জিনিস, আর উরুগুয়ের বিপক্ষে তাদের মাটিতে খেলা আরেক জিনিস।’

ভেনেজুয়েলার চেয়ে উরুগুয়ে যথেষ্ট আক্রমণাত্মক দল। ভেনেজুয়েলার মতো উরুগুয়ে শুধু ব্রাজিলের আক্রমণ আটকানোর জন্য নিজেদের অর্ধে বসে থাকবে না; বরং নিজেরাও আক্রমণে উঠে প্রতিপক্ষকে ঘায়েলের চেষ্টা করবে, সেটা বোঝেন তিতে, ‘আক্রমণভাগে আমরা গত ম্যাচের চেয়েও বেশি জায়গা পাব আশা রাখি। কারণ, তারাও আক্রমণ করবে। আর এর অর্থ হলো, আমাদের রক্ষণে গত ম্যাচের চেয়েও বেশি মনোযোগী হতে হবে।’

উরুগুয়েকে কঠিন প্রতিপক্ষই মনে করে ব্রাজিল।
ছবি: রয়টার্স

তবে ভেনেজুয়েলার বিপক্ষে যে দল খেলেছে, উরুগুয়ের বিপক্ষেও যে তার তেমন ব্যতিক্রম হবে না, সেটারও একটা ইঙ্গিত দিয়ে রেখেছেন তিতে। আর সেটা সত্যি হলে গত ম্যাচের মতো এই ম্যাচেও গোলবারের নিচে থাকবেন ম্যানচেস্টার সিটির গোলরক্ষক এদেরসন। রক্ষণভাগে চেলসির থিয়াগো সিলভার সঙ্গে জুটি বাঁধবেন তাঁর সাবেক পিএসজি সতীর্থ মার্কিনিওস। জুভেন্টাসের দানিলো ও আতলেতিকো মাদ্রিদের রেনান লোদি থাকবেন রক্ষণভাগের দুই পাশে। ৪-৩-৩ ছকে মাঝমাঠে এভারটনের মিডফিল্ডার আলানের সঙ্গে থাকবেন অ্যাস্টন ভিলার দগলাস লুইজ ও ফ্লামেঙ্গোর এভারতন রিবেইরো। তবে মিডফিল্ডে আলানের অন্তর্ভুক্তি নিয়ে এখনো সংশয় আছে। ভেনেজুয়েলার বিপক্ষে মাংসপেশির চোটে পড়েছেন আলান। ম্যাচের আগে এই চোট পুরোপুরি না সারলে তাঁর জায়গায় নামানো হবে জুভেন্টাসের আর্থুর মেলোকে। আক্রমণভাগে গত ম্যাচের মতোই থাকবেন লিভারপুলের রবার্তো ফিরমিনো, এভারটনের রিচার্লিসন ও ম্যানচেস্টার সিটির গ্যাব্রিয়েল জেসুস।

উরুগুয়ের মন্তিভিদিওতে আগামীকাল বাংলাদেশ সময় ভোর পাঁচটায় মুখোমুখি হবে এই দুই দল।