ব্রাজিলিয়ান তারকাকে খুনের হুমকি, গ্রেপ্তার সমর্থক

উইলিয়ানফাইল ছবি

করিন্থিয়ানসেই তাঁর বেড়ে ওঠা। সেখান থেকে ইউরোপের ফুটবলে আলো কেড়েছেন। চেলসির হয়ে জিতেছেন ইংলিশ ও ইউরোপা লিগ। ফর্মের চূড়ান্তে থাকার সময় বার্সেলোনা তাঁকে পেতে চেয়েছে। সে দলবদল আর আলোর মুখ না দেখায় আবার ব্রাজিলে ফিরেছেন উইলিয়ান। খেলছেন ছোটবেলার ক্লাব করিন্থিয়ানসে। খুব যে ভালো করছেন, তা বলা যাবে না, ২৭ ম্যাচ খেলে এই উইঙ্গার করেছেন মাত্র এক গোল। গোল করতে সাহায্য করেছেন তিনবার।

একসময় ব্রাজিল দলে নিয়মিত খেলেছেন, এমন এক উইঙ্গারের কাছে সমর্থকদের প্রত্যাশা অনেক বেশি। সে প্রত্যাশা পূরণ হয়নি বলে তাঁকে খুন করার হুমকি দিয়ে বসেছিলেন এক সমর্থক! সে অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি পেয়েছিলেন উইলিয়ান। ৩৩ বছর বয়সী এই উইঙ্গারকে বলা হয়েছিল, ‘হয় ভালোবাসার জন্য খেল, না হলে প্রাণের ভয়ে খেল।’ সেই বার্তার সঙ্গে ছুরি ও বুলেটের ছবি পাঠিয়ে ইঙ্গিতটা যেন বুঝতে পারেন উইলিয়ান, সে ব্যবস্থাও করেছিলেন ওই সমর্থক। এমন হুমকি পেয়ে সাও পাওলোর পুলিশের কাছে অভিযোগ করেন উইলিয়ান। তাঁর ধারণা, তাঁর স্ত্রী ও দুই যমজ কন্যাও হুমকির মধ্যে আছেন।

এমন অভিযোগ পেয়ে কর্তৃপক্ষ দেরি করেনি। বারা ফান্দার বিশেষ ফোর্স তদন্তে নামে। খুব দ্রুতই একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বলা হয়েছে, ২১ বছর বয়সী একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশ তাঁর পরিচয় প্রকাশ করতে চায়নি।

উইলিয়ান
ছবি: টুইটার

পুলিশ কমিশনার সিজার সাদ বলেছেন, ‘অনুশীলনে বা স্টেডিয়ামে খেলোয়াড়ের কাছ থেকে ভালো পারফরম্যান্স দাবি করাটা স্বাভাবিক। কিন্তু হুমকি দেওয়া মেনে নিতে পারে না পুলিশ। খেলোয়াড়ের মেয়েদের স্কুলে যাওয়ার হুমকি কিংবা বাসার ঠিকানা উল্লেখ করে হুমকি দেওয়া মেনে নেওয়া যায় না। এটা অপরাধ।’

ব্রাজিলের সিরি আঁতে লিগের শীর্ষে আছে করিন্থিয়ানস। কিন্তু সমর্থকেরা সন্তুষ্ট নন পারফরম্যান্সে। উইলিয়ানের মতোই হুমকি পেয়েছেন অন্য ফুটবলাররাও। পুলিশ করিন্থিয়ানস দলের অন্য খেলোয়াড়দের যাঁরা হুমকি দিয়েছেন, তাঁদের ব্যাপারেও তদন্ত করছে।