ব্রাজিলিয়ান–আর্জেন্টাইনের সঙ্গে বাংলাদেশিরও ঝলক

বসুন্ধরার আরেকটি গোল।
ছবি: বাফুফে

বসুন্ধরা কিংসের আক্রমণভাগে তারকার ছড়াছড়ি। কাকে রেখে কাকে খেলাবেন, এ নিয়ে মধুর সমস্যায় পড়ার অবস্থা বসুন্ধরার কোচ অস্কার ব্রুজোনের। মূল স্ট্রাইকার হিসেবে খেলেন আর্জেন্টিনার রাউল বেসেরা। তাঁর দুই পাশে খেলার মতো আছেন জাতীয় দলের চার ফরোয়ার্ড। কখনো ব্রাজিলিয়ান রবসন ডি সিলভাকেও দেখা যায় ফরোয়ার্ড হিসেবে খেলতে। সব মিলিয়ে একাদশে তো দূরের ব্যাপার, বদলি হিসেবে সুযোগ পাওয়াটাও কঠিন হয়ে যাচ্ছে তৌহিদুল আলমের।  

যা অল্প একটু সুযোগ পাচ্ছেন, সেটিকে বেশ ভালোভাবেই কাজে লাগাচ্ছেন জাতীয় দলের ফরোয়ার্ড তৌহিদুল। আজও বদলি হিসেবে নেমে গোল করেছেন। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রকে ৩–০ গোলে উড়িয়ে দিয়েছে বসুন্ধরা, ম্যাচে তৌহিদুল করেছেন শেষ গোলটি। প্রথম দুটি রবসন ও বেসেরার। এ নিয়ে ৩ ম্যাচে বদলি হিসেবে নেমে ২টি গোল করলেন তৌহিদুল।

দ্বিতীয়ার্ধের শুরুতে মতিন মিয়ার বদলি হিসেবে নামেন তৌহিদুল। ৭৫ মিনিটে করেছেন গোলটি। ডান প্রান্ত থেকে রবসনের ক্রসে বেসেরার পা ছুঁয়ে আসা বলে গোলমুখে টোকা দিয়ে গোলটি করেছেন তিনি।

বিদেশি স্ট্রাইকারদের দাপটের মধ্যে বাংলাদেশি খেলোয়াড়দের গোল পাওয়া-না পাওয়ার হিসাব তো সব সময়ই চলে। তৌহিদুলের গোল পাওয়া তাই আলোচনায় আসছে। এর বাইরে অবশ্য বসুন্ধরার ম্যাচ মানেই অবধারিত রবসনের জয়গান। ব্রাজিলিয়ান প্লেমেকার গোল করছেন ও করাচ্ছেন। আজ তিনটি গোলের পাশেই তাঁর নাম। প্রথমটি করালেন ও শেষ দুটিতে রাখলেন অবদান।

প্রথমার্ধের ১০ মিনিটে প্রতিপক্ষের ভুল পাসের সুযোগে বলের নিয়ন্ত্রণ নিয়ে বক্সে ঢুকে দূরের পোস্টে প্লেসিংয়ে গোল রবসনের (১–০)। লিগে এটি তাঁর ষষ্ঠ গোল। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে বসুন্ধরার পক্ষে ব্যবধান ২–০ করেছেন বেসেরা। এ গোলে বাংলাদেশ–ব্রাজিল–আর্জেন্টিনা রসায়ন। মাঝমাঠ থেকে বাংলাদেশ জাতীয় দলের ফরোয়ার্ড বিপলু আহমেদের পাসে ব্যাক হিল করেন রবসন। এতেই ফাঁকা হয়ে যায় মুক্তিযোদ্ধার রক্ষণভাগ। বক্সের মাঝ থেকে প্রথম স্পর্শেই বল জালে জড়িয়েছেন বেসেরা। লিগে এটি আর্জেন্টাইন স্ট্রাইকারের চতুর্থ গোল।

বল নিয়ে এগিয়ে যাচ্ছেন তৌহিদুল।
ছবি: বাফুফে

লিগে আজ টানা সপ্তম জয় তুলে নিয়েছে বসুন্ধরা। ২১ পয়েন্ট নিয়ে লিগের পয়েন্ট তালিকার শীর্ষে তারা। অন্যদিকে টানা চতুর্থ হারে ৬ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ১৩ দলের লিগে দশম স্থানে মুক্তিযোদ্ধা। আজ বসুন্ধরার সামনে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি তারা।

প্রথমার্ধে ২–০ গোলে এগিয়ে যাওয়ার পর রিজার্ভ বেঞ্চের শক্তি পরখ করে নিয়েছেন বসুন্ধরা কোচ ব্রুজোন। পাঁচজন খেলোয়াড় বদলি হিসেবে নামিয়েছেন। লিগে আজই প্রথম ম্যাচ খেললেন জাতীয় দলের ডিফেন্সিভ মিডফিল্ডার আতিকুর রহমান। দ্বিতীয়ার্ধে রাইটব্যাক বিশ্বনাথ ঘোষের বদলি হিসেবে নামেন ফিনল্যান্ডপ্রবাসী তারিক রায়হান। বসুন্ধরার জার্সিতে এটি ছিল তাঁর তৃতীয় ম্যাচ।