ব্রাজিলিয়ান–বাংলাদেশি যুগলবন্দীতে হারল শেখ রাসেল

ভলিতে দুর্দান্ত গোলের পর সতীর্থদের মধ্যমণি চট্টগ্রাম আবাহনীর ব্রাজিলিয়ান স্ট্রাইকার নিক্সন গিয়াহামে (৯ নম্বর জার্সি)।ছবি: প্রথম আলো

ব্রাজিলিয়ান ব্র্যান্ডের গোল বলতে যা বোঝায় আরকি! বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ সে রকম এক গোলই উপহার দিলেন ব্রাজিলের নিক্সন গিয়াহামে।

তাঁর দুর্দান্ত সৌরভ ছড়ানো গোলের সন্ধ্যায় আরও একটি ভালো গোল উপহার দিয়েছেন স্থানীয় রাকিব হোসেনও। ব্রাজিলিয়ান-বাংলাদেশি যুগলে শেখ রাসেলকে ২-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী।

শেখ রাসেল ও চট্টগ্রাম আবাহনী মুখোমুখি হওয়া মানেই ডাগআউটে দেশের অন্যতম দুই সেরা কোচ সাইফুল বারী টিটু ও মারুফুল হকের লড়াই। লিগে প্রথম পর্বে সে লড়াইয়ে ১-০ গোলে জিতেছিলেন সাইফুল বারী।

আজ জিতে সমতায় ফিরলেন মারুফুল। চট্টগ্রামের ক্লাবটির বিপক্ষে লড়াকু ফুটবল উপহার দিতে পারেনি শেখ রাসেল। সুযোগ কাজে লাগাতে পারলে আরও বড় ব্যবধানে জিততে পারত মারুফুলের দল।

শেখ রাসেল আক্রমণভাগের অন্যতম শক্তি ব্রাজিলের জিয়ানকার্লো রদ্রিগেজ। এই স্ট্রাইকারের গোল করতে জুড়ি না থাকলেও দীর্ঘদেহী হওয়ার সুবাদে প্রতিপক্ষের রক্ষণভাগকে তাঁকে নিয়ে বাড়তি ব্যস্ত থাকতে হয়।

প্রতিপক্ষের অর্ধে বলও পায়ে রাখতে পারেন ভালো। আজ রদ্রিগেজের না থাকার অভাবটা ভালোই টের পেয়েছে সাইফুলের দল। তাঁর জায়গায় একাদশে সুযোগ পাওয়া তকলিস আহমেদকে দ্বিতীয়ার্ধের শুরুতেই উঠিয়ে নিতে বাধ্য হয়েছেন কোচ।

গোলের পর ক্রিস্টিয়ানো রোনালদোর মতো উদযাপন চট্টগ্রাম আবাহনীর উইঙ্গার রাকিবের।
ছবি: প্রথম আলো

৩৪ মিনিটে দুর্দান্ত ভলিতে গোল করে আবাহনীকে এগিয়ে নিয়েছেন ব্রাজিলের গিয়াহামে। চিনেদু ম্যাথিউয়ের বাড়ানো বলে বুকে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছিলেন গিয়াহামে। সেটি উঠতেই হেড করে ক্লিয়ার করার চেষ্টা করলেন রাসেলের তাজিকিস্তানের সেন্টারব্যাক সিওভুশ আশরোরভ।

কিন্তু বলটি নিয়ন্ত্রণের মধ্যে বাতাসে থাকতেই ডান পায়ের দুর্দান্ত ভলিতে জালে জড়িয়ে দিলেন গিয়াহামে। লিগে এটি নবম গোল তাঁর।

আগের ম্যাচে সাইফ স্পোর্টিং ক্লাবকে ৫-২ গোলে হারানোর দিনে জোড়া গোল করেছিলে উইঙ্গার রাকিব। টানা দ্বিতীয় ম্যাচে গোল পেলেন জাতীয় দলের এই ফরোয়ার্ড।

তাঁর ঠান্ডা মাথার ফিনিশিংয়ের গোলে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় চট্টগ্রামের ক্লাব। দিদিয়েরের আলতো চিপ বক্সের মধ্যে নিয়ন্ত্রণে নিয়ে দেখেশুনে ডান পায়ে ঠান্ডা মাথায় শটে গোলটি করেন তিনি। বক্সের মধ্যে তাঁকে মার্ক করার মতো কেউ ছিল না। লিগে এ নিয়ে ছয় গোল করলেন রাকিব।

শেখ রাসেলের রক্ষণভাগে এভাবেই আক্রমণ করেছে চট্টগ্রাম আবাহনী।
ছবি: প্রথম আলো

আজও জোড়া গোল পেতে পারতেন তিনি। ৬৯ মিনিটে তাঁর শট ডান দিকে ঝাঁপিয়ে রক্ষা করেন রাসেলের গোলরক্ষক সবুজ দাস রঘু। অন্যদিকে দুই গোলে পিছিয়ে পড়েও কখনো ম্যাচে ফেরার মতো খেলতে পারেনি শেখ রাসেল। লিগের দ্বিতীয় পর্বে টানা তিন জয় পেল আবাহনী। এই জয়ে ১৬ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের চারে উঠে এল তারা। সমানসংখ্যক ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে শেখ রাসেল।