ব্রাজিলীয় তরুণের গোলে হাঁপ ছেড়ে বাঁচল রিয়াল মাদ্রিদ

শেষ মুহূর্তের গোল, রিয়ালের উচ্ছ্বাস তো বাঁধভাঙা হবেই!ছবি : রয়টার্স

যখনই মনে হচ্ছিল ড্রই নিয়তি, তখনই রিয়াল–সমর্থকদের মুখে হাসি ফোটানোর দায়িত্ব নিলেন দুই তরুণ। রামোস, ভারান, মদরিচ, কাসেমিরো, বেনজেমা–পরবর্তী যুগে যে কয়জন ভবিষ্যতের রিয়ালের হাল ধরবেন বলে আশা করছে ক্লাবটা, তাঁদের মধ্যেই দুজনের নৈপুণ্যে আজ জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল।

প্রতিপক্ষ বেশ কঠিন ছিল। ইতালিয়ান চ্যাম্পিয়ন ইন্টার মিলান। তাও পুরো ৩ পয়েন্টই জুটেছে রিয়ালের কপালে। নতুন আসা ফরাসি মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গার সহায়তায় গোল করে রিয়ালকে মহামূল্যবান এই জয় এনে দিয়েছেন তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো।

যথারীতি ৪-৩-৩ ছকে মাঠে নেমেছিল রিয়াল। গোলবারে থিবো কোর্তোয়াকে রেখে লেফটব্যাক হিসেবে আজ খেলেছেন ডেভিড আলাবা। সেন্টারব্যাকে জুটি বেঁধেছেন নাচো ফার্নান্দেস ও এদের মিলিতাও। এদেন হ্যাজার্ডকে আজ বেঞ্চে বসিয়ে রেখেছিলেন কোচ কার্লো আনচেলত্তি, তাঁর জায়গায় নামানো হয়েছিল স্প্যানিশ উইঙ্গার লুকাস ভাসকেজকে।

ভাসকেজের সঙ্গে রিয়ালের আক্রমণভাগে ছিলেন করিম বেনজেমা ও ভিনিসিয়ুস জুনিয়র। ওদিকে রিয়ালের মাঝমাঠে খেলেছেন কাসেমিরো, লুকা মদরিচ ও ফেদেরিকো ভালভার্দে।

ইন্টার তাদের পরিচিত ৩-৫-২ ছকেই খেলেছে। আক্রমণভাগে ছিলেন দুই স্ট্রাইকার লাওতারো মার্তিনেজ ও এদিন জেকো। দুপাশে দুই উইংব্যাক মাত্তেও দারমিয়ান ও ইভান পেরিসিচকে রেখে মাঝমাঠ সামলেছেন ইতালির নিকোলো বারেল্লা, তুরস্কের হাকান চালহানোলু ও ক্রোয়েশিয়ান মিডফিল্ডার মার্সেলো ব্রোজোভিচ।

রক্ষণভাগে ছিলে ডাচ্‌ ডিফেন্ডার স্তেফান দে ভ্রাই, আলেসসান্দ্রো বাস্তোনি ও মিলান স্ক্রিনিয়ার, গোলবারের নিচে যথারীতি অধিনায়ক সামির হানদানোভিচ।

গোলের পর রদ্রিগোর উল্লাস
ছবি : রয়টার্স

প্রথম থেকেই দুই দল বেশ কিছু সুযোগ পেয়েছে। জেকো, লাওতারো ও ব্রোজোভিচের কল্যাণে গোল পেয়ে যেতেই পারত ইন্টার। ওদিকে রিয়ালের হয়ে সুযোগ পেয়েছিলেন কাসেমিরো। গোল কেউই পায়নি।

শেষমেশ লুকা মদরিচের জায়গায় দলে নতুন আসা কামাভিঙ্গা আর ভাসকেজের জায়গায় রদ্রিগো নামার পরেই খেলার নিয়ন্ত্রণ চলে যেতে থাকে রিয়ালের হাতে। ৯০ মিনিটে যার প্রতিফলন দেখা যায়। ফেদেরিকো ভালভার্দের কাছ থেকে বল নিয়ে রদ্রিগোর উদ্দেশে বল বাড়ান কামাভিঙ্গা। দুর্দান্ত ভলিতে গোল করে দলকে কাঙ্ক্ষিত এক জয় এনে দেন রদ্রিগো।