ব্রাজিলের রবসন বাংলাদেশে থাকছেন

রবসন।ছবি: বাফুফে

মাঠে নামছেন আর গোল করছেন বসুন্ধরা কিংসের রবসন। ১৬ গোল করে এখন পর্যন্ত প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা তিনিই। গোল করানোর লোকের প্রয়োজন, সে ভূমিকাতেও জুড়ি নেই ব্রাজিলিয়ান আক্রমণাত্মক এই মিডফিল্ডারের। দেশের ফুটবলপ্রেমীরা যখন তাঁর দুই পায়ের জাদুতে মজে গিয়েছেন, তখনই বসুন্ধরার সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ শেষ। ১৫ জুলাই শেষ হতে যাচ্ছে তাঁর এক বছরের চুক্তির মেয়াদ।

বসুন্ধরার ব্রাজিলিয়ান রবসন (বাঁয়ে) ও আর্জেন্টাইন বেসেরা।
ফাইল ছবি

তাই প্রতিদিনই প্রশ্ন উঠছে, বাংলাদেশে থাকছেন তো রবসন? কিংস সমর্থক ও রবসন–ভক্তদের জন্য আপাতত স্বস্তির খবর, তাঁর সঙ্গে চুক্তির মেয়াদ তিন মাস বাড়িয়েছে বসুন্ধরা। বিষয়টি নিশ্চিত করেছেন ক্লাবের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

রবসন রবিনহোর সঙ্গে চুক্তি বাড়িয়েছে বসুন্ধরা কিংস।
ফাইল ছবি: প্রথম আলো

রবসনকে আরও দীর্ঘ মেয়াদে বসুন্ধরায় দেখা যেতে পারে বলেও জানিয়েছেন তিনি। ক্লাবের ঊর্ধ্বতন সেই কর্মকর্তা বলেন, ‘রবসন আমাদের সঙ্গেই থাকছেন। আমরা তাঁর সঙ্গে তিন মাসের চুক্তি নবায়ন করেছি। ভবিষ্যতে আরও দীর্ঘ মেয়াদে চুক্তির ব্যাপারেও ভাবছি আমরা।’

বসুন্ধরার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন।
ফাইল ছবি: প্রথম আলো

গত বছর এএফসি কাপকে সামনে রেখে ব্রাজিলের বিখ্যাত ক্লাব ফ্লুমিনেন্স থেকে ধারে বসুন্ধরায় আসেন রবসন। কিন্তু এএফসি কাপ স্থগিত হয়ে যাওয়ায় তাঁর পা আর এশিয়ান মঞ্চে পড়েনি। এবার সেই এএফসি কাপের জন্যই তড়িঘড়ি করে চুক্তির মেয়াদ বাড়ানো। আগামী মাসে অনুষ্ঠিত হবে এএফসি কাপ। টুর্নামেন্টের আয়োজক হওয়ার জন্যও এএফসির কাছে আবেদন করেছে বসুন্ধরা। ঘরের মাঠে দেশবাসীকে ভালো ফুটবল উপহার দেওয়ার জন্য সব চেষ্টাই করছে কিংস।