বয়সভিত্তিক ফুটবলেও অন্ধকার দেখছে আর্জেন্টিনা

মেসিদের উত্তরসূরিদের তৈরি করতে পারেনি আর্জেন্টিনা। ছবি: টুইটার
মেসিদের উত্তরসূরিদের তৈরি করতে পারেনি আর্জেন্টিনা। ছবি: টুইটার
>আর্জেন্টিনা ফুটবলে কোনো সুখবর নেই। কি জাতীয় দল কি বয়সভিত্তিক দল, সবখানেই একই অবস্থা। কোনোবার আর্জেন্টিনার তরুণেরাও যদি একটু আশার আলো দেখায়, জাতীয় দলে তার কোনো ছাপ নেই

এই শতাব্দীর ফুটবলে আর্জেন্টিনার অর্জন শূন্যই বলা চলে। বড় টুর্নামেন্টে রানার্সআপ হওয়া হিসাবে আনলে অবশ্য ভিন্ন কথা। খুদেরাও যেন হাঁটছে একই পথে!

চলতি দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপেও ধুঁকছে আর্জেন্টিনার খুদেরা। গ্রুপ পর্বে তারা শুরু করেছে প্যারাগুয়ের বিপক্ষে ড্র দিয়ে। প্যারাগুয়েকে প্রথম ম্যাচে ৩-০ গোলে হারানো ইকুয়েডর অবশ্য আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছে। এক গোল ব্যবধানের জয়। তবে তৃতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছে আর্জেন্টিনার খুদেরা। উরুগুয়েকে তাঁরা হারিয়েছে একমাত্র গোলে। চতুর্থ ম্যাচে পেরুকেও তাঁরা হারিয়েছে কষ্ট করে। পয়েন্ট তালিকার দুইয়ে থেকে পরের রাউন্ড নিশ্চিত করেছে আর্জেন্টিনা।

কিন্তু দ্বিতীয় রাউন্ডে ইকুয়েডরের সঙ্গে ২-১ গোলে হেরেছে লিওনেল মেসিদের উত্তরসূরিরা। পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে দলটি। বয়সভিত্তিক এই টুর্নামেন্ট সর্বোচ্চ ১১বার জিতেছে ব্রাজিল। সেখানে আর্জেন্টিনা কিন্তু দুইয়েও নেই। আর্জেন্টিনার ওপরে আছে উরুগুয়ে। উরুগুয়ের ৮ বার জিতে দ্বিতীয়, ৫ বার জিতে আর্জেন্টিনা তৃতীয়।

এই টুর্নামেন্ট এবার এখন পর্যন্ত আর্জেন্টিনার খুদেদের যা পারফরম্যান্স, তাতে ফিফা যুব বিশ্বকাপে সরাসরি যাওয়ার সুযোগটা হয়তো হাতছাড়া হবে তাদের। অথচ যুব বিশ্বকাপে আর্জেন্টিনাই সেরা। রেকর্ড ছয়বারের বিজয়ী তারা। কিন্তু সেটিও শেষ ২০০৭ সালে। সার্জিও আগুয়েরো, ডি মারিয়ারা সেই টুর্নামেন্ট জিতেছিলেন। এর দুই বছর আগের যুব বিশ্বকাপটা নিজেদের করে নিয়েছিল আর্জেন্টিনা। সেই দলে ছিলেন বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার মেসি। কিন্তু তারপর?

খুদেদের মাঝ থেকে ভবিষ্যতের মেসিদের সেভাবে তৈরি করতে পারেনি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। আর এই পরিস্থিতি থেকে বের হওয়ার কোনো কার্যকরী পরিকল্পনা নিয়েছে আর্জেন্টিনা ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা, তাও নয়। দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ২৯তম এই আসর অনুষ্ঠিত হচ্ছে চিলিতে। লাতিন ফুটবলের ভবিষ্যৎ তারকা কারা, তার একটা ধারণা পাওয়া যাবে এই টুর্নামেন্ট থেকে।