ভারত ও ওমানের বিপক্ষে থাকছেন না সোহেল রানা

বাকি দুই ম্যাচে সোহেল রানাকে পাচ্ছে না বাংলাদেশফাইল ছবি

দুর্ভাগ্য আর কাকে বলে! চোটের কারণে আরেক ফুটবলারকে হারাল বাংলাদেশ। ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইপর্ব শেষ মিডফিল্ডার সোহেল রানার। গতকাল দোহায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে হাতে ব্যথা পান সোহেল। ৫৭ মিনিটে তাঁকে তুলে মানিক হোসেন মোল্লাকে মাঠে নামান কোচ জেমি ডে।

দোহা থেকে আজ বাংলাদেশ দলের ম্যানেজার ইকবাল হোসেন জানান, সোহেলের এমআরআই ও এক্স-রে করানো হয়েছে। তাতে ফল ভালো আসেনি। হাতে চির ধরা পড়েছে এ মৌসুমে আবাহনীর অধিনায়কের। তাঁর হাত ব্যান্ডেজ করে রাখা হয়েছে। এরপরই ইকবাল দিয়েছেন খারাপ খবরটা, ‌‘বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের বাকি দু্ই ম্যাচ ভারত ও ওমানের বিপক্ষে খেলা খেলা হচ্ছে না সোহেলের। রোববার ডাক্তার জানিয়ে দেবেন, ঠিক কত দিন ওঁকে থাকতে হবে মাঠের বাইরে।’

বাংলাদেশের মাঝমাঠের গুরুত্বপূর্ণ খেলোয়াড় সোহেল রানা
ফাইল ছবি

সোহেলকে হারানো বাংলাদেশ দলের জন্য সর্বশেষ ধাক্কা। চোটের কারণে এ মৌসুমে মাঠের বাইরেই কাটছে স্ট্রাইকার নাবিব নেওয়াজের। চোট নিয়ে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেননি বিশ্বনাথ ঘোষ। কাতার যাওয়ার আগে গোলকিপার আশরাফুল ইসলাম ও শেষ মুহূর্তে সাদ উদ্দিন ছিটকে যান।

করোনা আক্রান্ত হওয়ায় ফরোয়ার্ড মাহবুবুর রহমান সুফিলও দোহা যেতে পারেননি। করোনামুক্ত হয়ে আরেক ফরোয়ার্ড ইব্রাহিম দলের সঙ্গে যোগ দিলেও আফগানিস্তানের বিপক্ষে ২৩ জনের স্কোয়াডে তাঁকে রাখা হয়নি। বাংলাদেশের আক্রমণভাগ এতে শক্তি হারিয়েছে। সর্বশেষ সোহেল রানার চোট জেমি কপালে ফেলবে আরও দুশ্চিন্তার ভাঁজ।