ভারতীয় কোচে ঘুরে দাঁড়াবার চেষ্টা আরামবাগের

ক্যাসিনো-কাণ্ডে জর্জরিত আরামবাগ ঘুরে দাঁড়াতে চাচ্ছে আসছে মৌসুমে। ভারতের সুব্রত ভট্টাচার্যকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের এ ক্লাব।

ভারতের সুব্রত ভট্টাচার্যকে কোচ হিসেবে নিয়োগ দিচ্ছে আরামবাগ।
ছবি: সংগৃহীত

কেবল সুব্রতই নন, তাঁর সঙ্গে ভারত থেকে আসছে গোটা কোচিং স্টাফই। সে দলে আছে, ম্যাচ অ্যানালিস্ট, ফিজিও ও ম্যাসাজ থেরাপিস্ট। এএফসি ‘এ’ সনদধারী এ ভারতীয় কোচ যথেষ্ট অভিজ্ঞ। তিনি ভারতে ভাস্কো ডি গোয়া, ইন্ডিয়ান অয়েল এফসি ছাড়াও আই লিগে মুম্বাই এফসি ও কলকাতা মোহামেডানের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৭ সালে বাংলাদেশের ব্রাদার্স ইউনিয়নের কোচ হিসেবেও কাজ করেছেন। তবে এক মাসের মাথায় চাকরি হারিয়েছিলেন তিনি।

আগামী রোববারই সুব্রতর ঢাকায় এসে পৌঁছার কথা জানিয়েছেন আরামবাগ সাধারণ সম্পাদক ,‘ নতুন মৌসুমে আমরা ভারতের সুব্রত ভট্টাচার্যকে নিয়োগ দিয়েছি। তাঁর পছন্দ মতো কোচিং স্টাফ সাজিয়েছি। রোববার তাঁরা ঢাকা এসে পৌঁছাবে আশা করি।’

নতুন মৌসুম সামনে রেখে নভেম্বরের প্রথম সপ্তাহে ঢাকার বাইরে ক্যাম্প শুরু করতে চায় আরামবাগ। গত মৌসুমে দলটির কোচ ছিলেন মিলন মোল্লা। এবার সে সুব্রতর সহকারী কোচ হিসেবে থাকবেন তিনি। করোনার কারণে বাতিল হয়ে যাওয়া মৌসুমে ৫ ম্যাচ খেলে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের দশম স্থানে ছিল আরামবাগ। এবার সেখান থেকে দলকে টেনে তোলাই হবে সুব্রতর সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

সুব্রত ফুটবল ক্যারিয়ারে কখনোই ভারতীয় জাতীয় দলে খেলেননি। তবে যুব দলের হয়ে দেশের জার্সি পরার অভিজ্ঞতা আছে তাঁর।