ভারতের কাছে হেরে বাংলাদেশের বিদায়

বাংলাদেশের মেয়েদের অসহায় আত্মসমর্পণ। স্ক্রিনশট
বাংলাদেশের মেয়েদের অসহায় আত্মসমর্পণ। স্ক্রিনশট
>নেপালে অনুষ্ঠিত হচ্ছে মেয়েদের সাফ ফুটবল। সেমিফাইনালে আজ ভারতের বিপক্ষে ৪-০ গোলে হেরেছে বাংলাদেশ গ্যালারিতে ছিল দর্শকদের অকুণ্ঠ সমর্থন। যখনই বাংলাদেশের মেয়েদের পায়ে বল পড়েছে, গলা ফাটিয়ে সমর্থন দিয়েছেন নেপালি দর্শকেরা। বিরাটনগরের শহীদ রঙ্গশালায় আজ স্বাগতিক নেপাল ফাইনালের মঞ্চে খুব করে চেয়েছিল বাংলাদেশকে। কিন্তু প্রতিপক্ষ যখন চারবারের চ্যাম্পিয়ন ভারত, পুরো সাফের পাঁচটি আসরে যারা সব কটি ম্যাচে (এ পর্যন্ত ২৩ ম্যাচ) অপরাজিত, সেই দলকে হারানো কাদের সাধ্য? হয়েছেও তা–ই। অনেকটা অনুমিতভাবেই সাফের সেমিফাইনালে বিদায় নিয়েছে গত আসরের রানার্সআপ বাংলাদেশ। ভারতের কাছে আজ ৪-০ গোলে হেরে সাফের ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়ে গেছে সাবিনাদের। ভারতের ১টি করে গোল করেছেন দালিমা চিবার ও মনীষা। আর ইন্দুমতি ক্যাথরিসান করেছেন জোড়া গোল। এর আগে দিনের প্রথম সেমিফাইনালে নেপাল ৪-০ গোলে হারিয়েছে শ্রীলঙ্কাকে। আগামী পরশু ফাইনালে নেপালের প্রতিপক্ষ ভারত।