‘মঙ্গল গ্রহের প্রাণীও বুঝবে রিয়াল মাদ্রিদ অন্যায় সুবিধা পায়’

রিয়াল মাদ্রিদকে গত কয়েকদিনে বেশ কবার খোঁচা দিয়েছেন লাপোর্তা।ছবি: রয়টার্স

সভাপতি নির্বাচন নিয়ে বার্সেলোনায় এখন সাজ সাজ রব। আলোচিত-সমালোচিত জোসেপ মারিয়া বার্তমেউর জায়গায় কে বসবেন, এটা নির্ধারিত হবে আর কিছুদিন পর। বোর্ডরুমের কর্তা হওয়ার দৌড়ে এর মধ্যেই নাম লিখিয়েছেন বেশ কয়েকজন। যাঁদের মধ্যে রয়েছেন পাঁচজন—ক্লাবটার সাবেক সভাপতি হোয়ান লাপোর্তা, ভিক্তর ফন্ত, লুইস ফের্নান্দেজ, জর্দি ফারে, অগুস্তি বেনেদিতো।

এঁদের মধ্যে আগে বার্সার সভাপতি হওয়ার অভিজ্ঞতা আছে শুধু একজনের। সেই হোয়ান লাপোর্তাই একের পর এক অভিনব কথা ও কাজের মাধ্যমে চমক দিচ্ছেন প্রতিনিয়ত এবং চমক দেওয়ার জন্য বারবার টেনে আনছেন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে।

লাপোর্তা হয়তো বুঝেছেন, বার্সেলোনা সমর্থকদের মন জয় করতে হলে রিয়ালকে নিয়ে সব সময় বিষোদ্‌গার করা ছাড়া উপায় নেই তেমন। তাই এবার নির্বাচনের আগেই রিয়ালকে নিয়ে পড়েছেন মহাসমারোহে। বার্সার সমর্থকদের মন পাওয়ার জন্য কিছুদিন আগেই এই ভদ্রলোক রিয়াল মাদ্রিদের স্টেডিয়াম সান্তিয়াগো বার্নাব্যুর ঠিক বাইরে অবস্থিত এক বহুতল ভবনের গায়ে নিজের ছবিসংবলিত বিরাট এক ব্যানার ঝুলিয়েছিলেন। যাতে স্প্যানিশ ভাষায় লেখা, ‘তোমার সঙ্গে আবারও দেখা করার জন্য মুখিয়ে আছি।’ যেন লাপোর্তা এর মধ্যেই ভোটাভুটির লড়াইয়ে জিতে গেছেন, রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে ডাকছেন যুদ্ধের ময়দানে!

এবার রিয়ালকে সরাসরি অভিযুক্ত করেছেন পক্ষপাত পাওয়ার দায়ে। তাঁর মতে, ভিএআর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) বারবার অন্যায় সুবিধা দিচ্ছে রিয়াল মাদ্রিদকে। আর এই ব্যাপারটা ফুটবলের সঙ্গে যে সংশ্লিষ্ট নয়, সে-ও খোলা চোখে দেখতে পারবে। এতটাই দিনের আলোর মতো সুস্পষ্ট ব্যাপারটা, ‘দেখুন, মঙ্গল গ্রহের কোনো প্রাণীও যদি আজ পৃথিবীতে নেমে এসে ভিএআর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) প্রক্রিয়াটা দেখে, সে-ও বুঝবে, এটা রিয়াল মাদ্রিদকেই অন্যায় সুবিধা দেয়।’

আবার সভাপতি হওয়ার লড়াইয়ে নেমেছেন লাপোর্তা।
ছবি: টুইটার

২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত বার্সেলোনার সভাপতি ছিলেন লাপোর্তা। তাঁর অধীনে বার্সেলোনা জেতে দুটি চ্যাম্পিয়নস লিগ। জাভি, ইনিয়েস্তা, রোনালদিনিও, পুয়োল, ডেকো দলকে বিশ্বসেরা করেন তখনই। লিওনেল মেসির উত্থানও এই লাপোর্তার সময়ে। আবারও কেন বার্সার সভাপতি হয়ে ফিরতে চাইছেন? উত্তরে লাপোর্তা জানিয়েছেন বার্সার প্রতি তাঁর ভালোবাসার কথা, ‘আমি বার্সাকে ভালোবাসি। আমি চ্যালেঞ্জ পছন্দ করে এবং এই নির্বাচনে জেতা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখন।’