মতিঝিল ডার্বিতে মোহামেডানের নায়ক দিয়াবাতে

দিয়াবাতের (১০ নম্বর জার্সি) সঙ্গে বাকিদের উদ্‌যাপন।সৌজন্য ছবি

প্রিমিয়ার ফুটবল লিগে আজ দুই প্রতিবেশীর লড়াইয়ে জিতেছে মোহামেডান। বঙ্গবন্ধু স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে আরামবাগের বিপক্ষে সাদা–কালোর এই জয় ২-১ গোলে।

তবে মোহামেডান নয়, আরামবাগ যেন হেরেছে সোলেমানে দিয়াবাতের কাছে। মালির এই স্ট্রাইকারের জোড়া গোল ভেঙে দিয়েছে আরামবাগের এক পয়েন্ট পাওয়ার স্বপ্ন। ম্যাচ যখন একেবারে অন্তিম, ঠিক তখন ৯২তম মিনিটে বক্সের ভেতর থেকে দারুন প্লেসিংয়ে গোল করলেন দিয়াবাতে। লিগে দিয়াবাতের দশম গোলে মোহামেডান জিতে গেল নাটকীয়ভাবে। ড্রয়ের স্বপ্ন দেখতে দেখতে শেষ পর্যন্ত হতাশায় ভেঙে পড়ল আরামবাগ।

শেষ মুহূর্তে স্বপ্নভগ্ন আরামবাগের।
সৌজন্য ছবি

মতিঝিল ডার্বির শুরুতেই গোলের দুটি ভালো সুযোগ তৈরি করেছিল মোহামেডান। ৯ মিনিটেই পেয়ে যায় গোল। হাবিবুর রহমানের বাঁ পায়ের ফ্রি-কিক আসে আরামবাগের বক্সে। আরামবাগের ডিফেন্ডাররা নিজেদের কাজটা ঠিকভাবে করতে পারেননি। সেই সুযোগে দিয়াবাতে বল পাঠান জালে।

প্রথমার্ধে রক্ষণাত্মক খেলা আরামবাগ দ্বিতীয়ার্ধের শুরুতে চেয়েছে ওপরে উঠে আসতে। গোলও পেয়ে গেছে দ্রুতই। অবশ্য সেটি মোহামেডান ডিফেন্ডার হাবিবুর রহমানের উপহার দেওয়া আত্মঘাতী গোল। আর ৪৬ মিনিটের এই গোলেই প্রাণ পেয়েছে আরামবাগ। কিন্তু শেষ রক্ষা হয়নি।

প্রথম পর্বে স্পট ফিক্সিংয়ে অভিযুক্ত আরামবাগ মধ্যবর্তী দলবদলে বড় বদল এনেছে দলে। নতুন খেলোয়াড় নিয়েছে ১২ জন। পাল্টে ফেলেছে সব বিদেশি। সেই ছাপ থাকল তাদের আজকের খেলায়। কিন্তু মোহামেডানের কাছ থেকে পয়েন্ট কাড়ার আশা পূরণ করতে পারেনি। মাত্র ১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় সবার নিচেই আছে আরামবাগ।
অন্যদিকে দলীয় শক্তির তুলনায় লিগে বেশ ভালো ফল করছে মোহামেডান। প্রথম পর্বে ১২ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে অবস্থান ছিল ছয়ে। আরও ওপরের দিকে উঠে আসার লক্ষ্য পূরণে দ্বিতীয় পর্ব শুরু করেছে জয়ের আনন্দেই।