মদরিচের হাতে ট্রফি সহ্য হচ্ছে না রোনালদোর বোনের

রোনালদো এবং তাঁর বোন কাতিয়া আভেইরো। ছবি: টুইটার
রোনালদো এবং তাঁর বোন কাতিয়া আভেইরো। ছবি: টুইটার
>লুকা মদরিচের উয়েফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতাকে ভালোভাবে নেননি ক্রিস্টিয়ানো রোনালদোর বোন কাতিয়া আভেইরো। ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে কাতিয়া বুঝিয়ে দিয়েছেন, ট্রফিটা রোনালদোর জেতা উচিত ছিল।

মোনাকোয় লুকা মদরিচের হাতে যখন উয়েফা বর্ষসেরার ট্রফিটা উঠেছে তখন ক্রিস্টিয়ানো রোনালদোর স্বজনদের মধ্যে ক্ষোভের উদগিরণও ঘটেছে। ধীরে ধীরে সেই ক্ষোভের ধোঁয়া বেরিয়ে আসছে। রোনালদোর এজেন্ট হোর্হে মেন্দেজ তো সরাসরিই বলেছেন, পর্তুগিজ তারকার হাতে বর্ষসেরার ট্রফি না ওঠাটা ‘অদ্ভুতুড়ে এ লজ্জার’। তবে রোনালদোর বোন কাতিয়া আভেইরো সরাসরি কিছু বলেননি। কিন্তু কী বলতে চান, তা বুঝিয়ে দিতেও তিনি কোনো কার্পণ্য করেননি।

ইনস্টাগ্রামে কাতিয়া এই চার্ট পোস্ট করেছেন। ছবি: ইনস্টাগ্রাম
ইনস্টাগ্রামে কাতিয়া এই চার্ট পোস্ট করেছেন। ছবি: ইনস্টাগ্রাম

সোজা কথায়, মদরিচের চেয়ে রোনালদোই যে উয়েফা বর্ষসেরার ট্রফি জয়ের যোগ্য দাবিদার কাতিয়া তা বোঝাতে চেয়েছেন। সেটি ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে। সেই পোস্টে একটি চার্ট সংযুক্ত করেছেন পেশায় গায়িকা কাতিয়া। এই চার্টে চ্যাম্পিয়নস লিগের গত মৌসুমে রোনালদো ও মদরিচের পারফরম্যান্সের তুলনামূলক পার্থক্যটা পরিসংখ্যানের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন তিনি। আর এই চার্টের সঙ্গে একটি বার্তাও জুড়ে দিয়েছেন কাতিয়া, ‘সবারই নিজস্ব বিচার-বিবেচনা আছে।’

রিয়াল মাদ্রিদের হয়ে গত মৌসুমে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগ জেতেন রোনালদো। গত মৌসুমে সর্বোচ্চ গোলদাতাও (১৫ গোল)। ১২ ম্যাচে ১৫ গোলের সঙ্গে ৩টি অ্যাসিস্টও আছে রিয়াল ছেড়ে জুভেন্টাসে যোগ দেওয়া এই তারকার। আর মদরিচ রোনালদোর সঙ্গেই কাঁধ মিলিয়ে গত মৌসুমে রিয়ালের চ্যাম্পিয়নস লিগ জয়ে দারুণ ভূমিকা রাখেন। মাঝমাঠে তিনি ছিলেন রিয়ালের প্রাণভোমরা। ১১ ম্যাচে ১ গোল আর ১টি ‘অ্যাসিস্ট’সংখ্যা দিয়ে অবশ্য ক্রোয়াট মিডফিল্ডারের অবদানটা সেভাবে বোঝা যায় না। বিশ্বকাপেও ক্রোয়েশিয়ার ফাইনালে ওঠায় দারুণ অবদান রেখেছিলেন মদরিচ। গত বিশ্বকাপে ‘গোল্ডেন বল’ তাঁর হাতেই উঠেছে।