মরিনিও জানেন না পর্তুগালের কোচ হওয়া ঠিক হবে কি না

জাতীয় দলের কোচ হতে চান মরিনিওছবি: এএফপি

জোসে মরিনিওকে যদি কোনো দিন বিশ্বকাপ বা ইউরোয় দেখা যায়!

এমন কিছু দেখার আশা মনের মধ্যে লালন করেন অনেক ফুটবলপ্রেমীই। ক্লাব ফুটবল কোচিংয়ের অভিজ্ঞতায় ঋদ্ধ এই পর্তুগিজ কোচ কোনো জাতীয় দলের কোচ হলে খুব খারাপ হতো না। এমন ইচ্ছা মরিনিওর নিজেরও। বিশ্বকাপ কিংবা ইউরোর স্বাদ পেতে চান তিনি নিজেও। কিন্তু তিনি জানেন না তাঁর নিজের দেশ পর্তুগালের কোচ হওয়াটা তাঁর জন্য ঠিক হবে কিনা।

কোচ হিসেবে তাঁর ক্যারিয়ার দুই দশক হয়ে গেছে। এ সময়টা তিনি কাটিয়েছেন বেনফিকা, পোর্তো, চেলসি, ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেডে। এ মুহূর্তে তিনি দায়িত্বে ইংলিশ ফুটবলেরই আরেক বড় দল টটেনহাম হটস্পারের কোচ হিসেবে। কোচিং ক্যারিয়ারের এই সময়ে দাঁড়িয়ে যদিও জাতীয় দলকে কোচিং করানোর একটা ইচ্ছা তাঁর ভেতরে জেগেছে, কিন্তু ৫৭ বছর বয়সী মরিনিওর এটি নিয়ে কোনো তাড়াহুড়ো নেই। ক্যারিয়ারের একটা সময় অবশ্য তিনি বিশ্বকাপের স্বপ্নের মঞ্চে কোনো একটা দলের ডাগআউটে দাঁড়াতে চান, ইউরো জেতাতে চান কোনো দেশকে। সংক্ষিপ্ত সময়ে বড় অর্জনের চ্যালেঞ্জটা তিনি নিতে চান হাত পেতেই।

পর্তুগালের কোচ হবেন কিনা, সেটা জানেন না মরিনিও
ছবি: এএফপি

ক্লাব ফুটবলে তিনি লম্বা রেসের ঘোড়া। সাফল্য আছে যথেষ্টই। খুব শৈল্পিক ফুটবল খেলার ছক কষা নিয়ে অবশ্য তাঁর সুনাম নেই, কিন্তু কার্যকর কোচ হিসেবে তিনি যথেষ্টই সমাদৃত। নিজের অভিজ্ঞতার পরিমাণ যা, তা দিয়ে তিনি আন্তর্জাতিক ফুটবলেও নিজেকে দেখেন, ‘হ্যাঁ, আমি যেকোনো একটি জাতীয় দলের কোচ হতে চাই। বিশ্বকাপ কিংবা ইউরো চ্যাম্পিয়নশিপের অভিজ্ঞতা নিতে চাই। অভিজ্ঞতা নিতে চাই সংক্ষিপ্ত প্রতিযোগিতার।’

ইউরোপা লিগে মেসেডোনিয়ার ক্লাব স্কেনদিয়ার সঙ্গে টটেনহাম মুখোমুখি হবে আজ রাতে। গতকাল এক সংবাদ সম্মেলনে মরিনহো আন্তর্জাতিক ফুটবলে কোচিং করানোর ইচ্ছার কথা জানান। তবে সেটি হলে নিজের দেশ পর্তুগালের কোচ তিনি হবেন কিনা, সেটি নিয়ে তাঁর মধ্যে যথেষ্ট সন্দেহ আছে, ‘আমি কি পর্তুগালের কোচ হতে চাই? কোনো সন্দেহ নেই পর্তুগাল আমার দেশ, এই দেশের জাতীয় দল আমার হৃদয়ে। কিন্তু যে দেশে আপনার জন্ম, সে দেশের কোচ হওয়াটা ঠিক হবে কিনা, তা নিয়ে আমি নিশ্চিত নই।’

যে দলেরই কোচ হন না কেন, তার পেছনে তাঁর এত দিনের অভিজ্ঞতা যে বড় অবদান রাখবে, সে বিষয়ে তিনি নিশ্চিত, ‘আমার ২০ বছরের অভিজ্ঞতা। অনেকগুলো দলের দায়িত্ব সামলেছি। আমার মতো এক দলের দায়িত্ব আর কোন কোচ সামলেছেন?’