মরিনিওর সঙ্গে ‘বার্তা চালাচালি’র কথা জানালেন কেইন

মরিনিওর সঙ্গে ইউরোর সময় যোগাযোগ হয়েছে কেইনের।ছবি: এএফপি

টটেনহামের ঘরের ছেলেই হ্যারি কেইন। অন্তত, একদিন ছিলেন। আসছে মৌসুমে তাঁর ম্যানচেস্টার সিটিতে যাওয়ার একটা সম্ভাবনা আছে। হাবেভাবে ইংল্যান্ড অধিনায়ক দলবদলের ইচ্ছার কথা জানিয়েও রেখেছেন। তিনি আদতে সিটিতে যাবেন, নাকি টটেনহামেই থেকে যাবেন, সেটি ভবিষ্যতের হাতে রেখে আপাতত কেইন ব্যস্ত ইউরো নিয়েই। ১৯৬৬ সালের পর এই প্রথম বড় কোনো টুর্নামেন্ট জয়ের গৌরব যে হাতছানি দিয়ে ডাকছে কেইনের ইংল্যান্ডকে।

গত মৌসুমে কেইন খেলেছেন তাঁর মতোই। ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতার সম্মান জিতেছেন। টটেনহামের জার্সিতে ব্যক্তিগত গৌরব গায়ে মাখলেও দলকে অবশ্য সাফল্য এনে দিতে পারেননি। সে ব্যর্থতার দায় কাঁধে নিয়ে বরখাস্ত হয়েছেন জোসে মরিনিও। টটেনহামের কোচ হিসেবে মৌসুম শেষ হওয়ার আগেই বরখাস্ত হওয়া পর্তুগিজ কোচই নাকি ইউরোতে কেইনের জন্য রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।

কেইন নিজেই জানিয়েছেন ব্যাপারটি। ইউরোর সময়টা নিয়মিত তিনি যোগাযোগ রেখেছেন তাঁর সাবেক কোচ মরিনিওর সঙ্গে, ‘জোসের সঙ্গে আমার সম্পর্কটা দুর্দান্ত। সে নিজেও দারুণ একজন মানুষ। তিনি ইউরোর সময় আমাকে নিয়মিত বার্তা পাঠিয়েছেন।’

রোমায় যোগ দিয়েছেন মরিনিও।
ছবি: রোমা টুইটার

টটেনহাম থেকে বরখাস্ত হয়ে মরিনিও গত এপ্রিলে ইতালীয় রোমার কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। তবে লন্ডনের সময়টা যে তিনি এত সহজে ভুলে যেতে পারবেন না, সেটি কেইনের কথাতেই স্পষ্ট, ‘আমি তাঁকে শ্রদ্ধার আসনে বসিয়ে রেখেছি। সেটি কোচ হিসেবে, মানুষ হিসেবেও। উনি রোমায় যোগ দিয়েছেন। আমি তাঁর সাফল্য কামনা করি। তিনি বিশ্বের অন্যতম সেরা কোচ। এমন একজনকে কোচ হিসেবে পাওয়াটা ভাগ্যের ব্যাপার।’

কেইন জানিয়ে রেখেছেন, মরিনিও যেখানেই যান, তাঁর সঙ্গে যোগাযোগটা কখনোই বিচ্ছিন্ন হবে না, ‘আমি ওনার সঙ্গে সব সময়ই যোগাযোগ রাখব। হয়তো বাকি জীবনের পুরোটা সময়ই।’

কেইনের সঙ্গে মরিনিওর সম্পর্কটা শ্রদ্ধার
ছবি: রয়টার্স

টটেনহামে মরিনিওর জায়গায় যোগ দিয়েছেন আরেক পর্তুগিজ কোচ নুনো এসপিরিতো সান্তো। তবে কেইনের সঙ্গে এখনো কোনো কথাই হয়নি নাকি তাঁর। আপাতত ইউরো নিয়েই ভাবছেন তিনি। শুরুটা সমালোচনামুখর হলেও ব্যর্থতা কাটিয়ে আবারও গোল পাওয়া শুরু করেছেন তিনি। দ্বিতীয় রাউন্ডে জার্মানির বিপক্ষে গোল পেয়েছেন, জোড়া গোল পেয়েছেন কোয়ার্টার ফাইনালে ইউক্রেনের বিপক্ষে। ৫ ম্যাচে তিন গোল করা কেইন এখন স্বপ্ন দেখছেন দেশের হয়ে ইউরো জয়ে, ‘আপাতত ইউরো ছাড়া অন্য কিছু নিয়ে ভাবছি না। আমার সব মনোযোগ এখন ইউরোতে। আশা করছি সপ্তাহটা ভালোই যাবে।’

মরিনিও কেইনের সপ্তাহটাকে সুন্দর করতে নিশ্চয়ই আরও বার্তা পাঠাবেন।