মসজিদে গুলিতে সাবেক ফুটবলারের মৃত্যু

আবদিওয়ালি ওলাদ কানিয়ারে। ছবি: সোমালিয়া ফুটবল ফেডারেশন টুইটার
আবদিওয়ালি ওলাদ কানিয়ারে। ছবি: সোমালিয়া ফুটবল ফেডারেশন টুইটার

সোমালিয়ার সাবেক গোলরক্ষক আবদিওয়ালি ওলাদ কানিয়ারেকে মসজিদে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির ফুটবল ফেডারেশন জানিয়েছে গত বৃহস্পতিবার তারাবির নামাজ পড়ার সময় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।

৩৯ বছর বয়সী কানিয়ারে ২০১৫ সালে অবসর নিয়েছিলেন। অবসরের পর দেশটি যুব ফুটবলে গোলরক্ষক কোচ হিসেবে কাজ করছিলেন। সিএএফ 'বি' লাইসেন্সধারী এই কোচ স্থানীয় এক ক্লাবের সঙ্গেও যুক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন ফুটবল ফেডারেশন সভাপতি আবদিগনি সাইদ আরব, 'এটা খুবই দুঃখের সংবাদ যে আমরা একজন তরুণ স্বপ্নদ্রষ্টা ও কোচকে হারিয়েছি। ফুটবল নিয়ে তাঁর অনেক স্বপ্ন ছিল। সোমালিয়া ফুটবলের পক্ষ থেকে তাঁর পরিবার ও বন্ধুদের জন্য সমাবেদনা জানাচ্ছি। আমরা তাঁর অভাব অনুভব করব।'

 ফেডারেশন সূত্র জানিয়েছে রাজধানী মগাদিশু থেকে ২৮ কিলোমিটার দূরের আফগুয়ি শহরের এক মসজিদে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। ঘটনার সময় এশার নামাজের পর তারাবি আদায় করছিলেন কানিয়ারে। ফেডারেশনের সহসভাপতি আলি আবদি মোহামেদও শোক জানিয়েছেন, 'তিনি একজন সক্রিয় ট্রেনার ছিলেন। তাঁর জ্ঞান অন্যদের কাছে ছড়িয়ে দিতে চাইতেন সবসময়। আল্লাহর কাছে পার্থনা করি যেন তাঁকে শান্তি দেন।'