মাউন্টের সীমান্তে পড়ল ক্রুস ‘মিসাইল’

রিয়াল মাদ্রিদ তারকা টনি ক্রুস।ছবি: এএফপি

চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে রিয়াল মাদ্রিদ। কোথায় মন খারাপ হবে টনি ক্রুসের, তা না, কথার লড়াইয়ে যোগ দিলেন জার্মান মিডফিল্ডার। চেলসি তারকা ম্যাসন মাউন্টের খোঁচার জবাব দিতে দেরি করেননি ক্রুস।

সেমিফাইনাল ফিরতি লেগে পরশু চেলসির মাঠে ২-০ গোলে হারে রিয়াল মাদ্রিদ। দুই লেগ মিলিয়ে ৩-১ গোলের জয়ে ফাইনালে ওঠে ইংলিশ ক্লাবটি। নিজে গোল করার পাশাপাশি দারুণ খেলেন ম্যাসন মাউন্ট। দ্বিতীয়ার্ধে গোল করেন তিনি। ম্যাচ শেষে সংবাদমাধ্যমে ক্রুসকে এক হাত নেন মাউন্ট।

ফিরতি লেগের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন রিয়াল তারকা। প্রতিপক্ষ হিসেবে চেলসির কোন খেলোয়াড় সবচেয়ে শক্ত, এ প্রশ্নের জবাবে ক্রুস স্পষ্ট জানান, কোনো প্রতিপক্ষই তাঁর রাতের ঘুম হারাম করতে পারেন না, ‘আমার ১৫ বছরের ফুটবল ক্যারিয়ারে কখনো ঘুম হারাম হয়নি। তারা (চেলসি) মাদ্রিদে দেখিয়েছে একটা দল হিসেবে খেলে থাকে। তাই নাম বলতে পারব না। তাদের জার্মান কোচ থাকাও অস্বাভাবিক কিছু নয়। রক্ষণে ভালো এবং আক্রমণভাগও গতিশীল, এই তো তাদের শক্তি।’

ফাইনালে ওঠার পর ক্রুসকে পাল্টা খোঁচা মারেন মাউন্ট। সিবিএস স্পোর্টসের সঙ্গে আলাপচারিতায় চেলসি তারকা, ‘শুনলাম, তাদের এক খেলোয়াড় নাকি বলেছে, কেউ তার ঘুম হারাম করতে পারে না। কিন্তু দল হিসেবে তাদের উচিত আমাদের জন্য ঘুম হারাম করা। আমাদের নিবেদন অসামান্য, জীবন দিয়ে রক্ষণ সামলাই। আমরা কিন্তু বেশি সুযোগ নষ্ট করিনি। নিখাদ খেলেছি এবং এটা ধরে রাখতে হবে।’

মাউন্টের এমন কথা ক্রুসের কান পর্যন্ত পৌঁছায়। এরপর কাল একটি টুইট করেন বিশ্বকাপজয়ী এই তারকা, ‘এখনো ঘুমোতে পারছি। কিন্তু কাল ভালো খেলেছ। অভিনন্দন। প্রথম চ্যাম্পিয়নস লিগ ফাইনালের জন্য শুভকামনা।’

রিয়ালের জালে গোলের উল্লাস চেলসি তারকা ম্যাসন মাউন্টের।
ছবি: টুইটার

ক্রুস এই টুইট করেন ম্যাসন মাউন্টের মন্তব্য জুড়ে দেওয়া একটি ছবি পোস্ট করে। ক্যারিয়ারে চারবার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন ক্রুস। অন্যদিকে এই প্রথম চ্যাম্পিয়নস লিগ ফাইনালের দেখা পেলেন মাউন্ট।

রিয়ালের বিপক্ষে জয়কে ভাষায় প্রকাশ করার মতো নয় বলেই মনে করছেন মাউন্ট। পরশু জয়ের পর বলেছিলেন, ‘ভাষায় প্রকাশ করতে পারব না। এটা অসাধারণ। অনেক কঠিন ম্যাচ ছিল। ওরা কেমন প্রতিপক্ষ, সেটা সবাই জানে। আমাদের সম্ভবত পাঁচ গোল করা উচিত ছিল।’