মাত্র ১০ মিনিটের অনুশীলনেই রোনালদোদের হারিয়েছে সিটি

সেদিন ২-০ গোলে হেরে যান রোনালদোরাছবি : টুইটার

আর দশটা ম্যাচের সঙ্গে এ ম্যাচকে মেলালে চলবে না। ম্যানচেস্টার শহরের দুই বড় ক্লাবের মধ্যে ম্যাচ। ম্যাচে জেতা মানে যে শুধু পয়েন্ট তালিকায় সুবিধাজনক অবস্থানে চলে যাওয়া যাবে, সেট নয়, শহরের সেরা ক্লাব হিসেবে কলার উঁচিয়ে রাস্তাঘাটে চলার লাইসেন্সটিও পাওয়া যাবে আগামী ম্যাচের আগপর্যন্ত। ‘ডার্বি’ ম্যাচের উত্তেজনা তো এটিই!


এ ম্যাচ উপলক্ষে কোচ ও দলের বিশেষ পরিকল্পনা থাকবে, এটাই স্বাভাবিক। থাকবে বিশেষ কোনো পরিকল্পনা, যে পরিকল্পনা অন্য দশটা ম্যাচের মতো হবে না। কিন্তু ম্যানচেস্টার সিটির বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা যা বললেন, তাতে মনে হতে পারে, প্রতিপক্ষ হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডকে আজকাল আর তেমন পাত্তাই দিচ্ছে না ম্যানচেস্টার সিটি!

ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের আগে মাথাই ঘামাননি গার্দিওলা
ছবি: এএফপি

কিছুদিন আগেই ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠ ওল্ড ট্রাফোর্ডে নেমেছিল দুই দল। নিজেদের মাঠে সামান্যতম লড়াই করা তো দূরে থাক, উল্টো গোটা ৯০ মিনিট ধরে সিটির কাছে নাস্তানাবুদ হয়েছে ইউনাইটেড।

২-০ স্কোরলাইনটি হয়তো ম্যাচের অবস্থা সঠিকভাবে প্রকাশ করতে পারছে না, কিন্তু সে ম্যাচের পুরোটাতেই দেখা গেছে সিটির দাপট। রোনালদোরা সিটির নৈপুণ্য দেখেছেন হতাশ হয়ে। এখন কেভিন ডি ব্রুইনা জানালেন, সে ম্যাচের আগে তেমন অনুশীলনই করেননি তাঁরা!

ম্যানচেস্টার সিটি তারকা কেভিন ডি ব্রুইনা
ফাইল ছবি: এএফপি

অন্যান্য ম্যাচের আগের দিন সাধারণত প্রতিপক্ষের সম্ভাব্য কৌশল অনুযায়ী আলোচনা-অনুশীলন করেন সিটির খেলোয়াড়েরা। এ দিনে সিটির কোচ পেপ গার্দিওলা মূলত নিজেদের কৌশলের ওপর কম গুরুত্ব দিয়ে প্রতিপক্ষ কেমন খেলতে পারে, এ ব্যাপারের ওপর বেশি গুরুত্ব দেন।

ইউনাইটেডের বিপক্ষে ওসবের ধার ধারেননি গার্দিওলা, ‘ম্যাচের আগের দিন আমরা সাধারণত প্রতিপক্ষের কৌশল অনুযায়ী অনুশীলন করি। আমি জানি না ওরা কীভাবে খেলবে। তাই আমরা ১০ মিনিটের মতো অনুশীলন করে থেমে যাই।’

অন্যান্য প্রতিপক্ষের ব্যাপারে গার্দিওলার আগে থেকে ধারণা থাকলেও ইউনাইটেডের কোনো নির্দিষ্ট পরিকল্পনা না থাকায় গার্দিওলা সেদিন বুঝে উঠতে পারেননি, কীভাবে খেলোয়াড়দের অনুশীলন করাবেন। ডি ব্রুইনা আরও বলেন, ‘পেপ সাধারণত আগে থেকেই জানেন, কীভাবে প্রতিপক্ষ খেলবে। ইউনাইটেডের বিপক্ষে তিনি জানতেন না। তাই এটাই জানতেন না, আমাদের কীভাবে অনুশীলন করাবেন। ম্যাচে আমরা সেটাই করেছি যা আমরা সাধারণত করে থাকি। তবে উনি বোঝেননি, ইউনাইটেড পাঁচ ডিফেন্ডার নিয়ে খেলবে, না চারজন নিয়ে খেলবে। মাঝমাঠে চারজন নিয়ে খেলবে না তিনজনকে সামনে রেখে খেলবে।’


না জেনেই ইউনাইটেডকে যেভাবে দাপট দেখিয়ে হারিয়েছে সিটি, জানলে না জানি কীভাবে হারাত!