মাদ্রিদে ফিরে দুয়োর শিকার রোনালদো

দুয়ো খেতে হয়েছে রোনালদোকেছবি : রয়টার্স

একটা সময় এখানেই গড়েছিলেন ঘরবসতি। বলা হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো আর মাদ্রিদ শহরের কথা। এই শহরের ক্লাব রিয়ালে খেলে নয় বছর ধরে মানুষকে আনন্দ দিয়েছেন। ২০১৮ সালে মাদ্রিদ ছেড়ে ইতালির তুরিনে নতুন ঘর বানালেও মাদ্রিদ শহর রোনালদোর মনে আলাদা এক জায়গা হয়েই ছিল। কিন্তু গত রাতের পর সেটি থাকবে তো!

মাদ্রিদে ফেরাটা যে কাল মোটেও সুখকর হয়নি রোনালদোর জন্য। সেটি হয়নি এর একাংশের ফুটবল দর্শকদের জন্যই। রোনালদো রিয়াল মাদ্রিদে খেলেছেন, কিন্তু এ শহরের অন্য এক পাশের লোকজন তো তাঁকে প্রতিপক্ষ হিসেবে দেখেছেন। কাল সে অংশের ক্লাব আতলেতিকো মাদ্রিদের মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানোয় স্পেনের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নেমেছিল রোনালদোর পর্তুগাল। খেলা দেখতে আসা দর্শকেরা কাল ‘দুয়ো’ দিয়েছেন পর্তুগিজ তারকাকে। ম্যাচের আগেও দলের সঙ্গে রোনালদো যখন অনুশীলন করছিলেন, তখনো সমর্থকদের রোষের শিকার হয়েছেন পর্তুগিজ অধিনায়ক।

রোনালদো-মোরাতা ; দুয়ো খেয়েছেন দুজনই।
ছবি : রয়টার্স

ম্যাচটা যেহেতু রিয়ালের আরেক বড় প্রতিদ্বন্দ্বী আতলেতিকোর মাঠে হয়েছে, তাই রোনালদো যে আদর-আপ্যায়ন পাবেন, সেটা হয়তো নয়। কিন্তু রোনালদোর বেলায় ব্যাপারটি একটু বেশিই হয়ে গেছে। তবে রোনালদো কিছুটা সান্ত্বনা পেতে পারেন এই দেখে যে ওয়ান্দার দর্শকেরা ছেড়ে কথা বলেনি স্পেনের কোচ লুইস এনরিকে আর স্ট্রাইকার আলভারো মোরাতাকেও। তারাও দুয়োর হাত থেকে রেহাই পাননি।

দুয়ো খেয়ে রোনালদোর কেমন লেগেছে সেটা জানা না গেলেও, লুইস এনরিকে ঠিকই নিজের মনের বার্তাটা বুঝিয়েছেন, ‘আমি ওসব পাত্তা দিই না। আমার খেলোয়াড়েরা যখন দৌড়ায়, সুযোগ সৃষ্টি করে, শট মারে, তখন ওদের হাততালি দেওয়া উচিৎ। তাঁরা যত খুশি আমাকে দুয়ো দিতে পারে, কিন্তু আমার খেলোয়াড়দের দিলে আমি ব্যাপারটা পছন্দ করব না।’

তবে দুয়ো খেয়ে তেতে গিয়ে তেমন কিছু করে দেখাতে পারেননি রোনালদো। পর্তুগালের সঙ্গে গত রাতে গোলশূন্য ড্র করেছে স্পেন। ওদিকে চেক প্রজাতন্ত্রকে এক হালি গোল দিয়েছে ইতালি। গোল করেছেন স্ট্রাইকার চিরো ইম্মোবিলে, উইঙ্গার লরেঞ্জো ইনসিনিয়া ও দমেনিকো বেরার্দি, মিডফিল্ডার নিকোলো বারেল্লা। জিব্রাল্টারকে ৬-০ গোলে হারিয়েছে স্লোভেনিয়া।