মানুষের পাশে দাঁড়ানোয় ফিফাও ধন্যবাদ জানাল তৈয়বকে

করোনাভাইরাসে ক্ষতিগ্রস্থদের সহায়তায় এই জার্সিটি গত ৯ মে নিলামে তোলেন বাংলাদেশের সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান। ছবি: সংগৃহীত
করোনাভাইরাসে ক্ষতিগ্রস্থদের সহায়তায় এই জার্সিটি গত ৯ মে নিলামে তোলেন বাংলাদেশের সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান। ছবি: সংগৃহীত

করেনার ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়িয়ে অনেক প্রশংসা পেয়েছেন বাংলাদেশের সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান। এশিয়ান ফুটবল কনফেডারেশন,এএফসির কর্মকর্তা, সাবেক রেফারিসহ অনেকেই তাঁকে বার্তা পাঠিয়েছেন। এবার বিশ্ব ফুটবলের সর্বোচ্চ মানুষটির কাছে থেকেও অভিনন্দন পেলেন তিনি । তৈয়বকে আজ অভিনন্দন বার্তা পাঠিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

গত ৯ মে তৈয়ব হাসান নিলামে তোলেন তাঁর একটি প্রিয় জার্সি। সেটি ছিল ২০১৩ সালে কাঠমান্ডুতে সাফ ফুটবলের ফাইনাল পরিচালনা করা জার্সি। সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান জার্সিটি কিনে নেন ৫ লাখ ৫৫ হাজার টাকায়। তৈয়বই বাংলাদেশের ফুটবলে প্রথম, যিনি জার্সি নিলামে তোলেন।

তাঁর এই সামাজিক কাজে খুশি ফিফা। গোটা বিশ্ব ফুটবল পরিবারের পক্ষ থেকে তৈয়বকে ধন্যবাদ জানিয়েছেন ফিফা সভাপতি চিঠিতে লিখেছেন, 'আমি আপনাকে এই সুন্দর মানসিকতার জন্য অভিনন্দন জানাতে চাই। এই কঠিন সময়ে, আপনার মতো প্রশংসনীয় উদ্যোগ অনেকের দুর্দশা দূর করতে সহায়ক হবে।'

তৈয়ব প্রশংসনীয় কাজের মাধ্যমে বর্তমান কঠিন সময়ে অবদান রেখেছেন, যা ক্রীড়া ও মৌলিক মূল্যবোধকে প্রতিফলিত করে মনে করেন ফিফা সভাপতি। করোনার এই প্রতিকুল অবস্থায় সবাই একসাথে লড়াই করলে বাংলাদেশ ও বিশ্বজুড়ে সাফল্য আসবে এমন আশাবাদও রাখেন ফিফা সভাপতি।