মুফতে ডিফেন্ডার পেল রিয়াল, লিভারপুলের খরচ ৪২০ কোটি

রিয়ালে যোগ দিয়েছেন রিয়াল।ছবি: এএফপি

দলবদলের খবর দেওয়ার দুর্দান্ত সব উপায় দেখিয়ে দিয়েছে ইউরোপের বিভিন্ন ক্লাব। কেউ ভিডিও গেমের মাধ্যমে, কেউবা মাঠেই জাদুর মঞ্চ বানিয়ে। সে তুলনায় রিয়াল মাদ্রিদের দলবদলের খবরগুলো এত দিন হতো একেবারে পানসে। নিজেদের ক্লাব রেকর্ড ভেঙে এডেন হ্যাজার্ডকে দলে নেওয়ার খবরটিও রিয়াল জানিয়েছিল একটি নিষ্প্রাণ টুইটারে। ‘কমুনিকাদো অফিশিয়াল: হ্যাজার্ড’ লেখা বিবৃতিতে।

রিয়াল মাদ্রিদ গতকালই একটি ‘কমুনিকাদো অফিশিয়াল’ টুইট করেছিল। সেটা জিদানের বিদায় প্রসঙ্গে। আজ অবশ্য আগমনের বার্তা জানানো আরেক ‘কমুনিকাদো অফিশিয়াল’ টুইটই এসেছে। কিন্তু সেটা আর নিষ্প্রাণ কোনো খবর নয়, এবার নতুন কিছু দেখিয়েছে রিয়ালের টুইটার অ্যাকাউন্ট। একটি ভিডিওতে দেখানো হয়েছে এক খেলোয়াড়ের ছবি নামানো হয়েছে ইন্টারনেট থেকে। সে ছবিটা তারপর নতুন মৌসুমের জন্য খেলোয়াড়দের নামের ফোল্ডারে ঢোকানো হচ্ছে। খেলোয়াড়ের নাম কয়েক মাস ধরে রিয়ালকে অনুসরণ করা সবাই আন্দাজ করতে পারেন, ডেভিড আলাবা।

বায়ার্ন মিউনিখের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ায় আলাবাকে মুফতেই পেয়েছে রিয়াল। ওদিকে আজ একটু আগেই আরেক ডিফেন্ডারের দলবদলের খবর এসেছে। ইব্রাহিমা কোনাতেকে নিতে অবশ্য লিভারপুলের ৪২০ কোটি টাকা খসেছে।

রিয়াল মাদ্রিদের টুইটার থেকে আজ বাংলাদেশ সময় রাত ১০টায় আনুষ্ঠানিক বার্তায় দলবদলের খবর জানানো হয়েছে। আনুষ্ঠানিক সে বিবৃতিতে বলা হয়েছে, ‘ডেভিড আলাবার সঙ্গে চুক্তি করেছে রিয়াল মাদ্রিদ। আগামী পাঁচ বছরের জন্য করা হয়েছে এই চুক্তি। ২০২১ ইউরো শেষে রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হিসেবে ডেভিড আলাবাকে পরিচয় করিয়ে দেওয়া হবে।’ বায়ার্ন মিউনিখে পেশাদার ক্যারিয়ারের পুরো সময় কাটানো আলাবা ইউরোর মাঝপথেই ২৯ বছর পূর্ণ করবেন।

ইউরোপের অনেক বিশ্বস্ত সাংবাদিকের দাবি, কর বাদে বার্ষিক ১ কোটি ২৫ লাখ ইউরো বেতনে রিয়ালে আসছেন আলাবা। এ ছাড়া অন্য কোনো ক্লাবে না গিয়ে রিয়ালে আসায় চুক্তি স্বাক্ষরের বোনাস হিসেবেও নাকি ১ কোটি ৫০ লাখ ইউরো পাবেন আলাবা। বায়ার্নের হয়ে ১০টি বুন্দেসলিগা ও ২টি চ্যাম্পিয়নস লিগ জেতা আলাবা লেফটব্যাক, সেন্টারব্যাক ও মিডফিল্ডার হিসেবে খেলতে পারেন। বিশ্বমানের একজন খেলোয়াড়, যিনি একাধিক পজিশনে খেলতে পারেন, এমন এক খেলোয়াড়কে দলবদলের অর্থ দিতে হচ্ছে না বলে বেতন ও বোনাসে বেশ উদার হয়েছে রিয়াল।

কোনাতে।
ছবি: এএফপি

লিভারপুল অবশ্য অভিজ্ঞতার চেয়ে তারুণ্যে বেশি মজেছে। তাই ২২ বছর বয়সী কোনাতের জন্য একেবারে রিলিজ ক্লজের পুরোটাই দিয়ে লাইপজিগ থেকে তাঁকে নিয়ে আসছে। ২২ বছর বয়সী ফরাসি ডিফেন্ডারের জন্য ৩ কোটি ৫০ লাখ পাউন্ড খরচ করছে লিভারপুল। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা ৪২০ কোটি টাকারও বেশি। অবশ্য এই মৌসুমে লাইপজিগের হয়ে যেমনটা খেলেছেন এই ফ্রেঞ্চ ডিফেন্ডার, তাতে দলবদলের অঙ্কটা এক বছরের মধ্যেই বেশ কম মনে হতে পারে।

কোনাতেকে পেয়ে লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপের উল্লাসেই ব্যাপারটা স্পষ্ট, ‘ইব্রাহিমাকে নিয়ে আমরা এমন একজনকে পাচ্ছি, যে দলের মান বাড়াবে। তার শারীরিক দক্ষতা দারুণ, সে দ্রুত, খুব শক্তিশালী এবং বাতাসে ভালো।’