মুফতে মিলবে যে একাদশ

দেম্বেলে, পগবা, দিবালা - ক্লাব ছাড়ছেন তিনজনইগ্রাফিকস : প্রথম আলো

পল পগবা, পাওলো দিবালা, উসমান দেম্বেলে, আনহেল দি মারিয়া। এ চারজনের মধ্যে একটা মিল আছে।

ফুটবলের খোঁজখবর যাঁরা মোটামুটি রাখেন, তাঁরা বলে দিতে পারবেন মিলটা। এই চারজনের প্রত্যেকের সঙ্গে নিজ নিজ ক্লাবের চুক্তি শেষ হয়ে গেছে এই মৌসুমে। ম্যানচেস্টার ইউনাইটেডের পগবা, জুভেন্টাসের দিবালা আর পিএসজির দি মারিয়া তো জানিয়েই দিয়েছেন, এত দিন তাঁরা যে ক্লাবে ছিলেন, নতুন মৌসুমে আর সেখানে থাকছেন না, বদলে যাচ্ছে ঠিকানা।

পগবা ইউনাইটেডে দুই দফায়ও তেমন সাফল্য পাননি
ছবি: এএফপি

আর মাত্র চার দিন। চার দিন পরই নিজ নিজ ক্লাবের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাবে তাঁদের। আনুষ্ঠানিকভাবে অন্য ক্লাবে যোগ দিতে কোনো সমস্যা থাকবে না তখন।

শুধু এই চারজনই নন, আরও অনেকের সঙ্গেই নিজ ক্লাবের চুক্তি শেষ হয়ে যাচ্ছে আর চার দিন পর। যাঁরা ফ্রিতে কোনো দলবদল ফি ছাড়াই অন্য ক্লাবে যোগদান করতে পারবেন, তাঁদের মধ্যে অনেকেই আনুষ্ঠানিকভাবে ক্লাব বদল করেও ফেলেছেন, যেমন আন্তোনিও রুডিগার ও গ্যারেথ বেল। চেলসি থেকে ফ্রি দলবদলে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন জার্মান সেন্টারব্যাক রুডিগার। ওদিকে রিয়াল ছেড়ে লস অ্যাঞ্জেলস এফসিতে গেছেন বেল।

উসমান দেম্বেলে
ছবি: টুইটার

কিন্তু যাঁরা এখনো আনুষ্ঠানিকভাবে যোগ দেননি কোনো ক্লাবে, তাঁদের ভবিষ্যৎ নিয়ে কমবেশি এখনো ধোঁয়াশা আছে। এখন কোনো ক্লাব যদি তাঁদের মধ্য থেকেই ১১ জন নির্বাচন করে একাদশ বানাতে চায়, সেই একাদশ বানাতে দলবদল ফি বাবদ কোনো টাকাই খরচ হবে না। চারদিন পর ফ্রি হয়ে যাওয়া খেলোয়াড়দের নিয়ে সেরা একাদশ করলে সেটা কেমন হতে পারে? দেখে নেওয়া যাক!

সেরা একাদশ
ছবি : ক্রিয়েটফরমেশান

মূল একাদশ
গোলকিপার: দাভিদ ওসপিনা (কলম্বিয়া, নাপোলি)
রাইটব্যাক: সার্জ অরিয়ের (আইভরি কোস্ট, ভিয়ারিয়াল)
সেন্টারব্যাক: আলেসসিও রোমানিওলি (ইতালি, এসি মিলান), আন্দ্রেয়া ক্রিস্টেনসেন (ডেনমার্ক, চেলসি)
লেফটব্যাক: জিব্রিল সিদিবে (ফ্রান্স, মোনাকো)
মিডফিল্ডার: আনহেল দি মারিয়া (আর্জেন্টিনা, পিএসজি), পল পগবা (ফ্রান্স, ম্যানচেস্টার ইউনাইটেড), ফ্র্যাঙ্ক কেসি (আইভরি কোস্ট, এসি মিলান)
ফরোয়ার্ড: পাওলো দিবালা (আর্জেন্টিনা, জুভেন্টাস), উসমান দেম্বেলে (ফ্রান্স, বার্সেলোনা), লুইস সুয়ারেজ (উরুগুয়ে, আতলেতিকো মাদ্রিদ)

পাওলো দিবালা
ছবি : রয়টার্স

বেঞ্চে যাঁরা থাকতে পারেন: আন্দ্রে ওনানা (গোলকিপার, ক্যামেরুন, আয়াক্স), ফেলিপে মন্তেইরো (সেন্টারব্যাক, ব্রাজিল, আতলেতিকো মাদ্রিদ), ক্রিস্টিয়ান এরিকসেন (মিডফিল্ডার, ডেনমার্ক, ব্রেন্টফোর্ড), ফেদেরিকো বের্নার্দেসকি (উইঙ্গার, ইতালি, জুভেন্টাস), ইসকো আলারকোন (মিডফিল্ডার, স্পেন, রিয়াল মাদ্রিদ), জেসন দেনায়ের (সেন্টারব্যাক, বেলজিয়াম, অলিম্পিক লিওঁ), আন্দ্রেয়া বেলোত্তি (স্ট্রাইকার, ইতালি, তোরিনো)

এ কজন ছাড়াও আর যাঁদের চুক্তি শেষ হচ্ছে: দিভক অরিগি (স্ট্রাইকার, বেলজিয়াম, লিভারপুল), করেনতাঁ তোলিসো (মিডফিল্ডার, ফ্রান্স, বায়ার্ন মিউনিখ), হেনরিক মিখিতারিয়ান (মিডফিল্ডার, আর্মেনিয়া, এএস রোমা), লুইজ ফেলিপে (সেন্টারব্যাক, ইতালি, লাৎসিও), জেমস টারকোস্কি (সেন্টারব্যাক, ইংল্যান্ড, বার্নলি), আদনান ইয়ানুজাই (মিডফিল্ডার, বেলজিয়াম, রিয়াল সোসিয়েদাদ), ড্যানিয়েল অ্যামার্টি (মিডফিল্ডার, ঘানা, লেস্টার সিটি), টমাস স্ট্রাকোশা (গোলকিপার, আলবেনিয়া, লাৎসিও), ক্রিস্টিয়ান পাভন (আর্জেন্টিনা, উইঙ্গার, বোকা জুনিয়র্স), জেসি লিনগার্ড (মিডফিল্ডার, ইংল্যান্ড, ম্যানচেস্টার ইউনাইটেড), চ্যানসেল এমবেম্বা (সেন্টারব্যাক, কঙ্গো, এফসি পোর্তো), ফ্লোরিয়ান গ্রিলিশ (মিডফিল্ডার, অস্ট্রিয়া, হফেনহেইম), ডেভিড ব্রুকস (মিডফিল্ডার, ওয়েলশ, বোর্নমাউথ), জ্যাক স্টিফেনস (সেন্টারব্যাক, ইংল্যান্ড, সাউদাম্পটন), সাইম ভরসালিয়োকো (রাইটব্যাক, ক্রোয়েশিয়া, আতলেতিকো মাদ্রিদ), পাত্রিক (সেন্টারব্যাক, স্পেন, লাৎসিও)