‘মৃত্যুকূপে’ রোনালদোদের বাঁচা–মরার লড়াই

রোনালদোরা আজ মুখোমুখি ফ্রান্সের বিপক্ষেছবি: রয়টার্স

২৪ দলের টুর্নামেন্ট। দ্বিতীয় রাউন্ডে যাবে ১৬টি দল। শেষ ষোলোর ১১ দল নিশ্চিত হয়ে গেছে এরই মধ্যে। বাকি পাঁচটি দল পেতে অপেক্ষা করতে হবে আজ গ্রুপ পর্বের শেষ দিন পর্যন্ত।

রোনালদোর এ লড়াই বাঁচা–মরার
ছবি: এএফপি

ভাগ্য সুতোয় ঝুলছে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল ও ইউরোর সবচেয়ে সফল দুই দল স্পেন এবং জার্মানিরও। আজ ‘ই’ গ্রুপে তিনবারের চ্যাম্পিয়ন স্পেন মুখোমুখি হবে স্লোভাকিয়ার। প্রথম দুই ম্যাচ ড্র করে খাদের কিনারায় চলে যাওয়া লুইস এনরিকের দল আজও পা হড়কালে পড়ে যেতে পারে পতনের অতলে। বাঁচা–মরার এই ম্যাচে স্প্যানিশরা পাচ্ছে অধিনায়ক সের্হিও বুসকেতসকে। করোনায় আক্রান্ত হয়ে প্রথম দুই ম্যাচ খেলতে পারেননি বার্সা তারকা।

ফ্রান্সের বিপক্ষে সবাইকে ‘ভুল’ প্রমাণ করতে চান রোনালদো
ছবি: রয়টার্স

দিনের সবচেয়ে বড় ম্যাচটি বুদাপেস্টে, ‘মৃত্যুকূপ’ এফ গ্রুপে সে ম্যাচে মুখোমুখি হবে পর্তুগাল ও ফ্রান্স। জিবে জল আনা ম্যাচটিতে অন্তত ড্র করতে না পারলে অনেক ‘যদি’, ‘কিন্তু’র খপ্পরে পড়ে যাবে আগের ম্যাচে জার্মানির কাছে ৪ গোল খাওয়া রোনালদোরা। রোনালদো সতীর্থ পেপে সমালোচকদের ভুল প্রমাণ করতেই মাঠে নামার ঘোষণা দিলেন কাল, ‘নিজেদের সেরা খেলা খেলে আমরা আমাদের সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলাদের ভুল প্রমাণ করব।’